রামগঞ্জ-Ramganj

রামগঞ্জ-Ramganj Ramganj is an Upazila in lakshmipur District in the Division of Chittagong, Bangladesh.

আলিম পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, ফিরে পাওয়ার অনুরোধলক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার এক আলিম পরীক্ষার্থী তাঁ...
27/07/2025

আলিম পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, ফিরে পাওয়ার অনুরোধ

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার এক আলিম পরীক্ষার্থী তাঁর অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছেন। জানা গেছে, রাতুল হোসেন নামের ওই পরীক্ষার্থী রামগঞ্জ থেকে পদ্মা বাজার যাওয়ার পথে অ্যাডমিট কার্ডটি হারিয়ে ফেলেন।

রাতুল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন বিষ্ণুবল্লভপুর গ্রামের আমিনুদ্দিন জামাদার বাড়ির বাসিন্দা। তিনি জানান, আগামী বুধবার তার পরবর্তী পরীক্ষা রয়েছে। অথচ অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব নয়, যা তাকে চরম দুশ্চিন্তায় ফেলেছে।

হারানো অ্যাডমিট কার্ডটি কেউ পেয়ে থাকলে, নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে:

📞 মোবাইল নম্বর: 01789-776039

রাতুল হোসেন সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন এবং কেউ অ্যাডমিট কার্ডটি পেয়ে থাকলে তা ফেরত দিয়ে একজন পরীক্ষার্থীর ভবিষ্যত রক্ষা করার অনুরোধ জানিয়েছেন।

23/07/2025

✴️ রামগঞ্জে যুক্ত হলো আরও ৮ মেগাওয়াট বিদ্যুৎ!
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব অর্থায়নে দুটি ব্রেকার অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি ব্রেকার ইতিপূর্বে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে বরাদ্দ দেওয়া হয়েছিল।

✴️ অপর ব্রেকারটি ১০/০৭/২০২৫ ইং তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী, লক্ষ্মীপুর পিডিবি ও লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে যৌথভাবে বরাদ্দ দেওয়া হয়।

🔷 এর ফলে, রামগঞ্জ গ্রিড থেকে লক্ষ্মীপুর গ্রিডে অতিরিক্ত ৮ মেগাওয়াট বিদ্যুৎ স্থানান্তরের সুযোগ সৃষ্টি হয়েছে যা এই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল ও সক্ষম করে তুলবে ইনশাআল্লাহ

শোক সংবাদ। সোনাপুর উত্তর বাজার জামে মসজিদের সম্মানিত খাদেম ও সোনাপুর মিলন বাড়ি নিবাসীনুর মোহাম্মদ সাহেব ইন্তেকাল করিয়া...
23/07/2025

শোক সংবাদ।
সোনাপুর উত্তর বাজার জামে মসজিদের সম্মানিত খাদেম ও সোনাপুর মিলন বাড়ি নিবাসী
নুর মোহাম্মদ সাহেব ইন্তেকাল করিয়াছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক, আমিন।

নোয়াগাঁও পুরান পাঠান বাড়িতে ৬ বছরের শিশু মরিয়মকে গতকাল দুপুরে জোরকরে ধর্ষণ করে এই কুলাঙ্গার। তাৎখনিক ভাবে হসপিটাল প্রেরণ...
20/07/2025

নোয়াগাঁও পুরান পাঠান বাড়িতে
৬ বছরের শিশু মরিয়মকে গতকাল দুপুরে জোরকরে ধর্ষণ করে এই কুলাঙ্গার।
তাৎখনিক ভাবে হসপিটাল প্রেরণ কারার পর রিপোর্ট আসে সন্ধ্যায়, এরি মধ্যে ধর্ষক পালিয়ে যায়।
এই ধর্ষনকারী ছোট মনুর দ্রুত গ্রেপ্তার চাই।
হোক প্রতিবাদ হোক প্রতিরোধ।
ধর্ষণকারী বিচার চাই।

প্রাথমিক শিক্ষক সমিতি, রামগঞ্জ উপজেলা শাখার ২০২৫ সালের নির্বাচনেবাসার-ইউসুফ পূর্ণ প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছে।
12/07/2025

প্রাথমিক শিক্ষক সমিতি, রামগঞ্জ উপজেলা শাখার ২০২৫ সালের নির্বাচনে
বাসার-ইউসুফ পূর্ণ প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছে।

11/07/2025

লক্ষীপুর জেলার রামগঞ্জের মেধাবী ছাত্র এস এস সি পরীক্ষায় ১৩০০ জনের মধ্যে ১২৮৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে — বাংলাদেশের সর্বোচ্চ।
শুভ কামনা রইল 💝

02/07/2025

আল আরাফাহ বাস দূর্ঘটনা 😥😥😥

29/06/2025

মগবাজারে হোটেলের খাবারের বিষক্রিয়ায় ৩ জনের মৃ*ত্যু

রামগঞ্জে তিন ঘন্টার ব্যবধানে একই পরিবারের তিনজনের মৃত্যু-রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা ইমান আলী বেপারীর একই পরি...
29/06/2025

রামগঞ্জে তিন ঘন্টার ব্যবধানে একই পরিবারের তিনজনের মৃত্যু-

রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা ইমান আলী বেপারীর একই পরিবারের স্বামী,স্ত্রী ও প্রতিবন্ধি সন্তানসহ তিনজন খাবার সাথে বিষ ক্রিয়া মারা যায়। রবিবার (২৯ জুন) ঢাকার মগবাজার আদদীন হসপিটালে সকাল ৮ থেকে ১১টার মধ্যে তারা মারা যান। মৃত্যু ব্যক্তিরা হল -ইমান আলী বেপারি বাড়ির মনহর মিয়ার প্রবাসী ফেরত মনির হোসেন(৪৮), মনির হোসেনের স্ত্রী স্বপনা বেগম ও প্রতিবন্ধি সন্তান নাঈমুল ইসলাম। খাবার সাথে বিষ ক্রিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত মনির হোসেনের বাড়ির কেয়ারটেকার রফিক ও ভগ্নিপতি নূরনবী।
পারিবারিক সূত্রে জানা যায়,শনিবার মনির হোসেন ও স্ত্রী প্রতিবন্ধি সন্তান নাঈমুল ইসলামকে নিয়ে ডাক্তার দেখাতে ঢাকায় যান। এবং ঢাকা মগবাজার সুইট স্লিপ আবাসিক হোটেলে উঠেন। রাতে খাবার জন্য মগবাজার মোড়ের ভাত ভর্তা খাবার হোটেল থেকে খাবার এনে তিনজনই খায়। ভাত খাবার পরপরই তিনজন এক সাথে অসুস্থ হয়ে পড়ে । খবর পেয়ে মনিরের বাড়ির কেয়ারটেকার রফিক রবিবার সকালে মগবাজার আদ-দ্বীন হসপিটালে ভর্তি করেন। ভর্তি করার কিছুক্ষন পর সকাল ৮টায় প্রথমে স্বপনা বেগম এর ২ ঘন্টা পর ১১টায় মনির হোসেন ও তার ছেলে নাঈমুল ইসলাম মারা যায়।
নুরনবী জানান, আদ-দ্বীন হসপিটালের ডাক্তার তাদের মুখের লালা পরিক্ষা করে বিষের উপকরন পায়।

ভাড়ার পূর্নাঙ্গ তালিকা: -পৌরসভা থেকে ছেড়ে যাওয়া রোডের সিএনজি ভাড়ার তালিকা।এই স্ট্যাইলের চার্ট সকল গুরুত্বপূর্ণ সিএনজি স্...
22/06/2025

ভাড়ার পূর্নাঙ্গ তালিকা: -
পৌরসভা থেকে ছেড়ে যাওয়া রোডের সিএনজি ভাড়ার তালিকা।

এই স্ট্যাইলের চার্ট সকল গুরুত্বপূর্ণ সিএনজি স্ট্যান্ডে টাঙ্গানো হচ্ছে এবং প্রতিটি সিএনজির গায়ে এই ভাড়ার চার্ট রাখা বাধ্যতামূলক। অতিরিক্ত ভাড়া নিলে প্রশাসন ব্যাবস্থা নিবে। সন্ধ্যার পর বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই আর। নিয়মিত চলবে মোবাইল কোর্ট।

নতুন করে লক্ষ্মীপুর টু রামগঞ্জ রোড।

১১:৩০ মিনিটে ঢাকা থেকে রামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী আল-আরাফাহ এক্সপ্রেস বাসটি কেওডালা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়...
05/06/2025

১১:৩০ মিনিটে ঢাকা থেকে রামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী আল-আরাফাহ এক্সপ্রেস বাসটি কেওডালা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডোবায় পড়ে যায়।

🎉 Facebook recognised me as a top rising creator this week!
20/05/2025

🎉 Facebook recognised me as a top rising creator this week!

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when রামগঞ্জ-Ramganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share