Meji Arif - মিজি আরিফ

Meji Arif - মিজি আরিফ Do you know who I am..? Iam I
My Facebook ID👇
https://www.facebook.com/meji.arif

হতাশা হলো অবিশ্বাস.. জীবন আবার যেকোনো জায়গা থেকে শুরু করা যায়, শুধু বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও.!
05/07/2025

হতাশা হলো অবিশ্বাস.. জীবন আবার যেকোনো জায়গা থেকে শুরু করা যায়, শুধু বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও.!

27/06/2025

🕌 আজ পবিত্র জুম্মার দিন, সপ্তাহের সবচেয়ে ফজিলতপূর্ণ সময়। এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ–এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা সুন্নাত এবং অত্যন্ত ফজিলতপূর্ণ।

🔸 রাসূল ﷺ বলেন:
“তোমরা জুম্মার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।”
📘 (আবু দাউদ: ১৫৩১ - সহিহ হাদিস)

🤲আসুন আমরা সবাই বেশি বেশি দরুদ পাঠ করি:
"আল্লাহুম্মা সাল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ" ﷺ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

জুম্মার দিনে দরুদ পাঠ করুন, গুনাহ মাফ করান, রহমত অর্জন করুন।

07/06/2025

আলহামদুলিল্লাহ...আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও সহযোগিতায়, আমরা মিয়াজী ট্রাষ্টের পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস পৌঁছে দিতে পেরেছি...
দোয়া করবেন এই মানবিক যাত্রা যেন আরো বিস্তৃত হয়, আরো প্রাণ ছুঁয়ে যায়। যেখানে মানুষের দুঃখ আছে, সেখানেই আমাদের কাজ।
ঈদের দিনে যেন কেউ অভুক্ত না থাকে, এই লক্ষ্যেই মিয়াজী ট্রাষ্টের কোরবানি ও মাংস বিতরণ কর্মসূচি। পাশে থাকুন, দোয়া করুন, ভালোবাসায় একসাথে এগিয়ে চলুন...

20/05/2025

গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের।

19/05/2025

মনে রাখবেন সময় যখন আপনাকে নাচাবে, কাছের মানুষেরা তখন ঢোল বাজারে...

17/05/2025

সময় সবচেয়ে দারুণ শিক্ষক,
আবার সময়'ই কঠিন বিচারক...

প্রবাসী ছেলে মানেই পাক্কা রাধুনি...😊ধন্যবাদ ইউটিউব আপা...🌹
08/05/2025

প্রবাসী ছেলে মানেই পাক্কা রাধুনি...😊
ধন্যবাদ ইউটিউব আপা...🌹

𝑮𝒐𝒐𝒅 𝑴𝒐𝒓𝒏𝒊𝒏𝒈 𝑩𝒂𝒏𝒈𝒍𝒂𝒅𝒆𝒔𝒉 🇧🇩
21/04/2025

𝑮𝒐𝒐𝒅 𝑴𝒐𝒓𝒏𝒊𝒏𝒈 𝑩𝒂𝒏𝒈𝒍𝒂𝒅𝒆𝒔𝒉 🇧🇩

05/04/2025

শুধুমাত্র ঝামেলা পছন্দ না বলে, অনেকের অনেক কথার'ই উত্তর দেয়া হয় না।

এটাকেও মানুষ দুর্বলতা ভাবে!

04/04/2025

এক জায়গায় কিছু টাকা সাহায্য করে বলেছিলাম,
নাম দেবার দরকার নেই..!

সেই বান্দা লিখছে, নাম প্রকাশে অনিচ্ছুক আরিফ ভাই...🙂

হে আল্লাহ...যদিও আমি আপনার রহমত পর্যন্ত পৌঁছার যোগ্য না, কিন্তু আপনার রহমত তো আমার কাছে পর্যন্ত পৌঁছার যোগ্য...একটু রহম ...
29/03/2025

হে আল্লাহ...যদিও আমি আপনার রহমত পর্যন্ত পৌঁছার যোগ্য না, কিন্তু আপনার রহমত তো আমার কাছে পর্যন্ত পৌঁছার যোগ্য...একটু রহম করুন ইয়া মাবুদ। 🤲

26/03/2025

হে আল্লাহ...🤲
হাত উঠানোর তাওফিক যখন দিয়েছেন, তখন দোয়া কেন কবুল করবেন না.?
আমরা আর কার কাছে চাইবো? আপনার চৌকাঠ থেকে বিতাড়িত হলে, চাওয়ার মত দ্বিতীয় কোনো জায়গা তো নাই।

মাবুদ এই রমজানে যাদের দোয়া কবুল করবেন, তাদের সাথে আমাদেরও কবুল করে নিয়েন... #আমিন

Address

Lakshmipur

Telephone

+8801972985218

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meji Arif - মিজি আরিফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share