22/10/2025
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের রামপুর গ্রাম [৮ং ওয়ার্ড] নিবাসী উৎস মজুমদার আমাদের প্রাণপ্রিয় রাসূল ﷺ কে অবমাননা করেছে। এতে সর্বস্তরের তাওহীদি জনতার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কিন্তু এই কুলাঙ্গার বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছে। আমরা তাওহীদি জনতার পক্ষ থেকে এই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
একইসাথে রামপুরের হিন্দুধর্মের অনুসারীদের বলছি, অনতিবিলম্বে এই কুলাঙ্গারের সাথে সামাজিকভাবে বয়কট ও সম্পর্কছিন্ন করতে হবে।
আগামী শুক্রবার বাদ জুমুআ দাসের হাট বাজার ও আশপাশের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হবে, ইন শা আল্লাহ। আমরা লক্ষ্মীপুরের আপামর তাওহীদি জনতাকে আহ্বান করছি–যেন কোনো দুষ্কৃতিকারী এই বিক্ষোভ মিছিলকে মব বানিয়ে নিরপরাধ অমুসলিমদের বাড়িতে ভাংচুর না চালায়, সে বিষয়ে সবাই সচেষ্ট থাকবেন।
বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের ৪ দফা দাবি-
১. রাসূল ﷺ ও তাঁর পরিবারের অবমাননাকে দেশের প্রচলিত আইনে অপরাধ সাব্যস্ত করে অনতিবিলম্বে 'ব্লাসফেমি আইন' জারি করতে হবে।
২. ব্লাসফেমি আইনের আওতায় বিশেষ ধারা হিসেবে তথ্যপ্রযুক্তি মাধ্যমে অবমাননাকেও অপরাধ হিসেবে সাব্যস্ত করতে হবে।
৩. উপযুক্ত প্রমাণ সাপেক্ষে জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের উপর এই আইন কার্যকর করতে হবে।
৪. প্রবাসকালীন কোনো কুলাঙ্গার যদি এভাবে রাসূল ﷺ কে অবমাননা করে, তার বাংলাদেশের নাগরিকত্ব বাতিলসহ ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরওয়ানা জারি করতে হবে।
পরিশেষে বলছি, হে মুসলিম উম্মাহ! ❝ যদি ঈমানের দাবিতে সত্যবাদী হও, তবে রাসূল ﷺ কে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। ❞