Lakshmipur Dawah Circle - লক্ষ্মীপুর দাওয়াহ সার্কেল

  • Home
  • Bangladesh
  • Lakshmipur
  • Lakshmipur Dawah Circle - লক্ষ্মীপুর দাওয়াহ সার্কেল

Lakshmipur Dawah Circle - লক্ষ্মীপুর দাওয়াহ সার্কেল সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
কার্যক্রম: শিক্ষা, দাওয়াহ ও সেবা।

https://t.me/LakshmipurDawahCircle

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের রামপুর গ্রাম [৮ং ওয়ার্ড] নিবাসী উৎস মজুমদার আমাদের প্রাণপ্রিয় রাসূল ﷺ কে অবমাননা ...
22/10/2025

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের রামপুর গ্রাম [৮ং ওয়ার্ড] নিবাসী উৎস মজুমদার আমাদের প্রাণপ্রিয় রাসূল ﷺ কে অবমাননা করেছে। এতে সর্বস্তরের তাওহীদি জনতার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কিন্তু এই কুলাঙ্গার বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছে। আমরা তাওহীদি জনতার পক্ষ থেকে এই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

একইসাথে রামপুরের হিন্দুধর্মের অনুসারীদের বলছি, অনতিবিলম্বে এই কুলাঙ্গারের সাথে সামাজিকভাবে বয়কট ও সম্পর্কছিন্ন করতে হবে।

আগামী শুক্রবার বাদ জুমুআ দাসের হাট বাজার ও আশপাশের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হবে, ইন শা আল্লাহ। আমরা লক্ষ্মীপুরের আপামর তাওহীদি জনতাকে আহ্বান করছি–যেন কোনো দুষ্কৃতিকারী এই বিক্ষোভ মিছিলকে মব বানিয়ে নিরপরাধ অমুসলিমদের বাড়িতে ভাংচুর না চালায়, সে বিষয়ে সবাই সচেষ্ট থাকবেন।

বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের ৪ দফা দাবি-

১. রাসূল ﷺ ও তাঁর পরিবারের অবমাননাকে দেশের প্রচলিত আইনে অপরাধ সাব্যস্ত করে অনতিবিলম্বে 'ব্লাসফেমি আইন' জারি করতে হবে।

২. ব্লাসফেমি আইনের আওতায় বিশেষ ধারা হিসেবে তথ্যপ্রযুক্তি মাধ্যমে অবমাননাকেও অপরাধ হিসেবে সাব্যস্ত করতে হবে।

৩. উপযুক্ত প্রমাণ সাপেক্ষে জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের উপর এই আইন কার্যকর করতে হবে।

৪. প্রবাসকালীন কোনো কুলাঙ্গার যদি এভাবে রাসূল ﷺ কে অবমাননা করে, তার বাংলাদেশের নাগরিকত্ব বাতিলসহ ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরওয়ানা জারি করতে হবে।
পরিশেষে বলছি, হে মুসলিম উম্মাহ! ❝ যদি ঈমানের দাবিতে সত্যবাদী হও, তবে রাসূল ﷺ কে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। ❞

15/10/2025

যে মানুষটাকে কখনো দেখিনি। যার কন্ঠস্বর কখনো শুনিনি। যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য কখনো হয়নি। যে মানুষটা আর আমার মাঝে ১৪০০ বছরেরও বেশি সময়ের ব্যবধান। সে মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল? যারা বোঝেনা একুশ শতাব্দিতে বসবাস করা শত শত কোটি মানুষ, মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করে কিভাবে? তাদের কেমন করে বুঝাবো (?) ইয়া রসুলুল্লাহ ﷺ আপনাকে কেন এত ভালবাসি?

প্রথম দিন: চন্দ্রগঞ্জ উপজেলার ভাইয়েরা


কোন ধরণের 'যদি' 'তবে' 'কিন্ত' ছাড়া পূজায় শুভেচ্ছা জানানো হারাম।শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে ইবনুল কায়্যিম, ...
29/09/2025

কোন ধরণের 'যদি' 'তবে' 'কিন্ত' ছাড়া পূজায় শুভেচ্ছা জানানো হারাম।

শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে ইবনুল কায়্যিম, ইবনে হাজার হাইতামি সহ কালের তাকি উসমানি, উসাইমিন রাহি. সহ সকলের মতে হারাম।

এ মতের ভিন্ন আলেমের বক্তব্য থাকলে সেটাকে বলা হয় 'যাল্লাত' তথা বিচ্যুতি। আর সেটার অনুসরণ করা জায়েজ নেই।

আমাদের উদারতা এবং একমুখী অধ্যয়ন যেন আদর্শ বিচ্যুতির কারণ না হয়। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন।

©Rezaul Karim Abrar হাফিযাহুল্লাহ

🛑 সচেতনতামূলক প্রজ্ঞাপন 🛑বিষয়: রায়পুরের সাম্প্রতিক ঘটনার প্রকৃত সত্য ও বিভ্রান্তি রোধউক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে রায়...
07/09/2025

🛑 সচেতনতামূলক প্রজ্ঞাপন 🛑
বিষয়: রায়পুরের সাম্প্রতিক ঘটনার প্রকৃত সত্য ও বিভ্রান্তি রোধ
উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে রায়পুর থানা পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে।
সাম্প্রতিক সময়ে রায়পুরে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে অনলাইনে নানান বিভ্রান্তি ও গুজব ছড়িয়ে পড়ছে। অনেকেই উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য প্রচার করে মুসলিম ও হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। অথচ ঘটনাটির প্রকৃত সত্য ভিন্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঘটনার সূত্রপাত হয় মেয়েটির বাবাকে কেন্দ্র করে। তিনি মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন, আর এই কারণেই ছেলেটি প্রায়ই তার কাছ থেকে মাদক ক্রয়ের জন্য যেতো। একদিন মেয়েটির বাবার ফোনে কল করলে সেই ফোন ধরে মেয়েটি। এখান থেকেই তাদের পরিচয় ঘটে এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের নামে ছেলেটি মেয়েটিকে ধীরে ধীরে ফাঁদে ফেলে।
মেয়েটির স্বীকারোক্তি অনুযায়ী, সে ১৫ তারিখে ছেলেটির সাথে রিকশায় পালিয়ে যায়। কিন্তু যখন পরিবারের লোকজন জানতে পারে ছেলেটি হিন্দু, তখন তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। অবশেষে ২২ তারিখে, অর্থাৎ সাত দিন পর, মেয়েটির পরিবার থানায় মামলা দায়ের করে।
মামলার ভিত্তিতে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। সে স্পষ্টভাবে জানায়—তারা দু’জন প্রেমের সম্পর্কের কারণে পালিয়ে গিয়েছিল, তবে পরে জানতে পারে ছেলেটি হিন্দু। মামলায় আসামি করা হয় মাত্র তিনজনকে—ছেলে, তার বাবা ও তার মা।
👉 গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই ঘটনায় কোথাও গ্যাং রেপের কোনো প্রমাণ নেই। অথচ কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।
প্রকৃতপক্ষে, এটি একটি পরিকল্পিত লাভ ট্র্যাপ। দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী চক্র মুসলিম মেয়েদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলছে, ধর্মীয় পরিচয় গোপন করছে, প্রতারণা করছে এবং মানসিকভাবে চাপে ফেলে তাদের জীবন ধ্বংস করছে। রায়পুরের ঘটনাটিও সেই ধারাবাহিকতারই অংশ।
আমাদের করণীয়
✅ মুসলিম মেয়েদের সচেতন করা, যাতে তারা এ ধরনের ফাঁদে না পড়ে।
✅ অপরিচিত কারও সঙ্গে সম্পর্ক গড়ার আগে ধর্মীয় পরিচয় যাচাই করা জরুরি।
✅ পরিবারকে আরও দায়িত্বশীল হয়ে মেয়েদের সঠিক দিকনির্দেশনা ও তদারকি করতে হবে।
✅ কেউ যেন মিথ্যা গুজব না ছড়ায় এবং দাঙ্গা উসকে না দেয়—এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
🛑 রায়পুরের ঘটনাটি একটি স্পষ্ট উদাহরণ যে কিভাবে লাভ ট্র্যাপের মাধ্যমে মুসলিম মেয়েদের ফাঁদে ফেলা হচ্ছে। প্রেমের নামে প্রতারণা করে তাদের জীবন ধ্বংস করার চেষ্টা চলছে। তাই মুসলিম সমাজকে এখনই সচেতন হতে হবে, সত্যকে সামনে আনতে হবে এবং বিভ্রান্তি থেকে দূরে থাকতে হবে।
— লক্ষীপুর দাওয়াহ সার্কেল

চন্দ্রগ্রহণের সময় রাসূল (সা.)যে আমল করতে বলেছেন।আল্লাহ তাআলার নির্ধারণ করা প্রকৃতির নিয়মেই চন্দ্র ও সূর্যগ্রহণ ঘটে। দুনি...
07/09/2025

চন্দ্রগ্রহণের সময় রাসূল (সা.)যে আমল করতে বলেছেন।

আল্লাহ তাআলার নির্ধারণ করা প্রকৃতির নিয়মেই চন্দ্র ও সূর্যগ্রহণ ঘটে। দুনিয়ার কারো জন্ম-মৃত্যু বা বিশেষ কোনো ঘটনার কারণে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না।

কুরআনে আল্লাহ তাআলা এ সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন- فَإِذَا بَرِقَ الْبَصَرُ - وَخَسَفَ الْقَمَرُ - وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ
‘যখন দৃষ্টি চমকে যাবে। চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে।’ (সুরা কিয়ামাহ : আয়াত ৭-৯)

উল্লেখিত আয়াতে ‘চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়া’র বাস্তব রূপই হচ্ছে চন্দ্রগ্রহণ।
চন্দ্রগ্রহণ সম্পর্কে নবীজি (সা.) এর নির্দেশনা
জাহেলি যুগে চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ সম্পর্কে বিরূপ ধারণা ছিল। তারা মনে করত দুনিয়ায় বড় বড় ব্যক্তিত্বের অধিকারী লোকদের কোনো অঘটন ঘটলে এসব হয়। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছেলে ইবরাহিম-এর মৃত্যুর দিনে সুর্যগ্রহণ হয়। তখন সাহাবায়ে কেরাম তা বলাবললি করছিল। তা শুনে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সম্পর্কে তাদের সুস্পষ্ট বর্ণনা দেন। হাদিসে এসেছে-

হজরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آياتِ اللهِ، لاَ يَنْخَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذلِكَ فَادْعُوا اللهَ وَكَبِّرُوا وَصَلُّوا وَتَصَدَّقُوا
‘সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দু’টি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে তখন- ১. তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। ২. তাঁর মহত্ব ঘোষণা করবে আর ৩. নামাজ আদায় করবে এবং ৪. সাদকা প্রদান করবে। (বুখারি ও মুসলিম)

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ مِنْ آيَاتِ اللهِ، وَإِنَّهُمَا لَا يَنْخَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ، وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَكَبِّرُوا، وَادْعُوا اللهَ وَصَلُّوا وَتَصَدَّقُوا، সূর্য ও চন্দ্র আল্লাহর কুদর (ক্ষমতার) বিশেষ নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ হয় না। অতঃপর যখন তোমরা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখতে পাও, তখন-

১. তাকবির (اَللهُ اَكْبَر) বল
২. আল্লাহর কাছে দোয়া কর
৩. নামাজ আদায় করা
৪. দান-সদকা কর।
(মুসলিম) হাদিসের নির্দেশনা থেকে এ কথা সুস্পষ্ট যে, চন্দ্র ও সূর্য মহান আল্লাহ তাআলার নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন। আর তাতে গ্রহণ লাগা আল্লাহ তাআলার হুকুমেই হয়। তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই। আল্লাহ তাআলার হুকুমের অধীনেই তাদের চলাচল এবং কার্যক্রম।

তাতে গ্রহণ লাগলে মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং চন্দ্রগ্রহণের এ সময়ে বেশি বেশি দোয়া করা, তাসবিহ পড়া, তাওবাহ-ইসতেগফার করা, নামাজ পড়া এবং দান-সাদকার আবশ্যক কর্তব্য।
এ সময় অযথা অনর্থক গল্প-গুজব, হাসি-তামাশায় সময় অতিবাহিত না করে অন্তরে মহান আল্লাহর প্রতি ভয় রাখা জরুরি। কেননা এসবই মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সতর্কতা। অনেক হাদিসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকে বিশেষ বিপদের সময় বা ক্রান্তিকাল বলে গণ্য করা হয়েছে।

চন্দ্রগ্রহণের নামাজ
হাদিসে সূর্যগ্রহণের নামাজের মতো চন্দ্রগ্রহণের নামাজও প্রমাণিত এবং সুন্নাত। তবে এ নামাজ জামাআতে ও একাকি পড়া নিয়ে মতভেদ রয়েছে। হানাফি অনুসারীরা এ নামাজ একাকি নিজ নিজ ঘরে পড়ার ওপর তাগিদ দিয়েছেন। এ সম্পর্কে ফিকহের বিখ্যাত গ্রন্থ বাদায়েউস সানাঈ-তে এসেছে-
ﺃَﻣَّﺎ ﻓِﻲ ﺧُﺴُﻮﻑِ ﺍﻟْﻘَﻤَﺮِ ﻓَﻴُﺼَﻠُّﻮﻥَ ﻓِﻲ ﻣَﻨَﺎﺯِﻟِﻬِﻢْ؛ ﻟِﺄَﻥَّ ﺍﻟﺴُّﻨَّﺔَ ﻓِﻴﻬَﺎ ﺃَﻥْ ﻳُﺼَﻠُّﻮﺍ ﻭُﺣْﺪَﺍﻧًﺎ
চন্দ্রগ্রহণের সময় ঘরে নামাজ আদায় করা হবে। কেননা সুন্নাহ হচ্ছে, তখন একাকি নামাজ পড়া। (বাদায়েউস সানাঈ : ১/২৮২)

সংগ্রহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।

05/09/2025

চন্দ্রনাথ পাহাড়ে কালেমার পতাকাসহ ভ্রমণ করায় আজ বিকেলে ৬ জন মুসলিম পর্যটককে গ্রেফতার করছে পুলিশ। আমরা স্বাধীন ভূখণ্ডে কালিমার পতাকা নিয়ে বিচরণকালে এমন গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সাথে অনতিবিলম্বে গ্রেফতার কৃতদের মুক্তির আহ্বান জানাচ্ছি। আশা করছি প্রশাসন কারো ফাদে পা দিবেন না। ইনশাআল্লাহ।

অফিসিয়াল বিবৃতিআসসালামু আলাইকুম,সম্মানিত তাওহীদি জনতা,দীর্ঘ টালবাহানার পর অবশেষে ১৪ বছরের কিশোরীকে -রেপের ঘটনায় মূলহোতা ...
03/09/2025

অফিসিয়াল বিবৃতি

আসসালামু আলাইকুম,
সম্মানিত তাওহীদি জনতা,

দীর্ঘ টালবাহানার পর অবশেষে ১৪ বছরের কিশোরীকে -রেপের ঘটনায় মূলহোতা ধর্ষক জয় কুরিকে গ্রেপ্তার করেছে লক্ষ্মীপুর রায়পুর থানা পুলিশ। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।

আমরা লক্ষ্মীপুরের আপামর তাওহীদি জনতার পক্ষ থেকে দাবি করছি-

১. এ ঘটনায় জড়িত বাকিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

২. মামলার চার্জশিট দ্রুত গঠন করে কার্যক্রম এগিয়ে নিতে হবে।

৩. ভুক্তভোগী ও তার পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। আমরা প্রশাসনের কাছে স্পষ্টভাবে জানাচ্ছি–কোনো প্রকার টালবাহানা বা কৌশল এই সমাজের মানুষ মেনে নেবে না। যদি মামলাটি বিলম্বিত বা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়, তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট পুলিশ ও প্রশাসনের ওপর বর্তাবে।

আমরা চাই, দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। সেইসাথে কোনো অসাধু মহল যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সেজন্য ন্যায়বিচারের স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখা হোক।

বার্তা প্রেরক
লক্ষ্মীপুরের আপামর তাওহীদি জনতার পক্ষে
লক্ষ্মীপুর দাওয়াহ সার্কেল

"ঈবাদুর রহমান সেমিনার"🗓️সময়: ২২ই আগস্ট ২০২৫খ্রি. শুক্রবার, বাদ জুমা (দুপুর ২.৩০ ঘটিকা) হইতে।📍ভেন্যু: ইউরোয়েশিয়া কনভেনশন...
19/08/2025

"ঈবাদুর রহমান সেমিনার"

🗓️সময়: ২২ই আগস্ট ২০২৫খ্রি.
শুক্রবার, বাদ জুমা (দুপুর ২.৩০ ঘটিকা) হইতে।

📍ভেন্যু: ইউরোয়েশিয়া কনভেনশন হল।
চেয়্যারম্যান ঘাট, চাঁদপুর সদর, চাঁদপুর।

আলোচনা করিবেনঃ

🎙 মুফতি সিরাজুল ইসলাম কাসেমী হাফি.
🎙 মুফতি ফরহাদ হোসাইন হাফি.
🎙 মুফতি মুস্তাফিজুর রহমান হাফি.
🎙 মুফতি জুনায়েদ আহমাদ হাফি.
🎙 মুফতি তারেকুজ্জামান হাফি.
🎙 জাকারিয়া মাসুদ হাফি.
🎙 আসিফ আদনান হাফি.

এছাড়া আরও উপস্তিত থাকবেন চাঁদপুরের সম্মানিত ওলামাগণ।

সেমিনারে সভাপতিত্ব করিবেনঃ
📜 মুফতি সিরাজুল ইসলাম কাসেমী হাফি.

⚫আগামী ১৯ই আগষ্ট ২০২৫খ্রি. অবদি রেজিষ্ট্রেশন চলবে "ইনশাআল্লাহ"। সময় এবং আসন দুটোই সীমিত, সুতরাং এখনই রেজিষ্ট্রেশন করে আপনার সিট কনফার্ম করুন।

⭕Registration Link (রেজিস্ট্রেশন লিংক): https://tally.so/r/wkBgpe

Page Link : AIF - Al Ihsan Foundation

মাসআলাগুলোকে নিজের বিভিন্ন লেখায় ও আলাপে রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন। তাহলেই এগুলো জীবিত থাকবে।©মুফতী Abdullah Bin Ba...
10/08/2025

মাসআলাগুলোকে নিজের বিভিন্ন লেখায় ও আলাপে রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন। তাহলেই এগুলো জীবিত থাকবে।

©মুফতী Abdullah Bin Bashir হাফিযাহুল্লাহ।

10/08/2025

সেক্যুলারিজম ও ইসলামী বিচার ব্যবস্থা: সুশীলগীরী যেন আমাদের ঈমান হারানোর কারণ না হয়!

©Rezaul Karim Abrar হাফিযাহুল্লাহ

আমরা অনেক সময় এমন ভাইদের দেখেছি, যারা নিঃস্বার্থভাবে আল্লাহর পথে কাজ করে যাচ্ছেন—তাওহীদ ও সুন্নাহর দাওয়াহ প্রচার করছেন...
01/08/2025

আমরা অনেক সময় এমন ভাইদের দেখেছি, যারা নিঃস্বার্থভাবে আল্লাহর পথে কাজ করে যাচ্ছেন—তাওহীদ ও সুন্নাহর দাওয়াহ প্রচার করছেন, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ান, অন্যের কষ্টে সাড়া দেন।

আজ, এমনই এক নিরলস পরিশ্রমী দায়ী ভাই নিজেই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁর প্রিয় আব্বা লিভার ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি, আর পরিবারে দায়িত্ব একাই তিনি বহন করছেন—বাবার চিকিৎসা, পরিবারের খরচ, ছোট বোনের পড়ালেখা সবকিছুই তাঁর কাঁধে।

তিনি নিজের কষ্ট প্রকাশ না করে, এখনো দ্বীনের পথে দৃঢ় থাকছেন। কিন্তু এই মুহূর্তে তাঁর পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।

আপনি সদাকাহ বা হাদিয়ার মাধ্যমে এই পরিবারকে কিছুটা স্বস্তি দিতে পারেন। যদি সাহায্য করার সামর্থ্য না-ও থাকে, অন্তত একটি দোয়া করুন—আল্লাহ যেন এই ভাইয়ের আব্বাকে পূর্ণ শিফা দান করেন, পরিবারকে ধৈর্য ও সহজতা দান করেন।

সাহায্যের মাধ্যম:
বিকাশ নম্বর: 01644 231 526।

ব্যাংকে পাঠাইতে চাইলে

Islami Bank Bangladesh
নাম:- আরিফ হোসাইন
একাউন্ট নাম্বার:- 2050 760 02 00190213
ব্রাঞ্চ:- হাজিরপাড়া সাব ব্রাঞ্চ, চন্দ্রগঞ্জ, লক্ষীপুর।

আল্লাহ তায়ালা আমাদের সকলকে একে অপরের সহায়তায় এগিয়ে আসার তাওফিক দিন।

جَزَاكُمُ اللّٰهُ خَيْرًا

25/07/2025

Address

Chawkbazar Shahi Jame Masjid Road
Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Lakshmipur Dawah Circle - লক্ষ্মীপুর দাওয়াহ সার্কেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share