25/06/2025
কাপুরুষের কখনো বিয়ে করা উচিত নয়। কেনো বললাম?
একটা ছেলে ভালোবাসার হাত নিয়ে আসে ঠিকই কিন্তু, সেই ভালোবাসার পূর্ণতা চেয়ে বসলেই আসল রুপ এ ফেরত চলে আসে, মা- বাবার অজুহাত, মেয়ে স্যুটেবল না, ফ্যামিলির সাথে যায় না, আরো অনেক কথা। ভালোবাসা কাপুরুষদের জন্য নয়, চার দেয়ালের ভিতর শরীর এর ভালোবাসা দিয়ে নিজেকে পুরুষ দাবি করতে যাবেন না।
একটা মেয়ের জীবন নষ্ট করে ভাবছেন, ভার্জিন মেয়ে দেখে বিয়ে করে সুখী হবেন? বোকা মানুষ। রুহ এর হায় আপনার গায়ে না লাগলে ও আপনার ভবিষ্যৎ প্রজন্ম এর গায়ে কিন্তু ঠিকই লাগবে।
এখন বলতে পারেন তাহলে পুরুষ কারা? সেই প্রকৃত পুরুষ যে কিনা, ভালোবেসেছি মানে সে আমার, জোর গলায় ও বলবো সে আমার। আমার মায়ের পর যদি কাউকে খুব করে চাই এবং ভালোবাসি সে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, এই বল যাদের থাকে তাঁরাই হচ্ছে পুরুষ। ছেলেরা মন দিয়ে ভালোবাসলে তার শখের নারীর এলো মেলো চুল, ব্রন ভরা মুখে ও রুপ খুঁজে পায়। তার নারী ছাড়া পৃথিবীর সকল নারী তার কাছে হারাম হয়ে যায়। তোহ ২/৪ টা প্রেমের কথা বলে পুরুষ দাবি করো না। পুরুষ আগে হতে শেখো। নিজের সব টা দিয়ে আগলে রাখো নিজের শখের নারী কে। হও একে অন্যের পরিপূরক। ভালোবাসা অনেক দামী একটা জিনিস। আর দামি জিনিস যোগ্য জায়গায় ই মানায়। ❤️❤️❤️ " সংগৃহীত পোস্ট, কথাগুলো বাস্তব তাই শেয়ার করলাম।"