
24/02/2025
আমি কি সত্যিই নিরাপদ?
আগে যখনই রাত করে বাসায় ফিরতাম, কখনো মনে হয়নি আমি অসুরক্ষিত। আমার চেনা পথ, পরিচিত মানুষজন—এটাই ছিল আমার নিরাপত্তার আশ্রয়। কিন্তু গত কয়েকদিনে ঘটে যাওয়া বর্বর ঘটনাগুলো আমাকে কাঁপিয়ে দিয়েছে। আজ আমি নিজেকেও নিরাপদ মনে করছি না।
আমার মতো অনেক মেয়ে, যারা কাজ শেষে রাতে বাড়ি ফেরে, তারা কি সত্যিই নিরাপদ? রাত হোক বা দিন, রাস্তায় বের হওয়ার আগে এখন বুক ধড়ফড় করে—এই কি আমাদের বাস্তবতা?
আমি আতঙ্কিত, কিন্তু চুপ থাকতে চাই না। আমরা কি আরেকটু নিরাপদ সমাজের দাবি করতে পারি না? আমরা কি চাই না, প্রত্যেকটি নারী ভয়হীনভাবে পথ চলতে পারুক?
#নারীর_নিরাপত্তা #নিরাপদ_বাংলাদেশ #স্টপ_হ্যারাসমেন্ট