Israt Jahan

Israt Jahan I'm Israt Jahan & I'm a professional digital marketer. I can also provide you best service such as SEO,SMO etc.

আমি কি সত্যিই নিরাপদ?আগে যখনই রাত করে বাসায় ফিরতাম, কখনো মনে হয়নি আমি অসুরক্ষিত। আমার চেনা পথ, পরিচিত মানুষজন—এটাই ছিল আ...
24/02/2025

আমি কি সত্যিই নিরাপদ?

আগে যখনই রাত করে বাসায় ফিরতাম, কখনো মনে হয়নি আমি অসুরক্ষিত। আমার চেনা পথ, পরিচিত মানুষজন—এটাই ছিল আমার নিরাপত্তার আশ্রয়। কিন্তু গত কয়েকদিনে ঘটে যাওয়া বর্বর ঘটনাগুলো আমাকে কাঁপিয়ে দিয়েছে। আজ আমি নিজেকেও নিরাপদ মনে করছি না।

আমার মতো অনেক মেয়ে, যারা কাজ শেষে রাতে বাড়ি ফেরে, তারা কি সত্যিই নিরাপদ? রাত হোক বা দিন, রাস্তায় বের হওয়ার আগে এখন বুক ধড়ফড় করে—এই কি আমাদের বাস্তবতা?

আমি আতঙ্কিত, কিন্তু চুপ থাকতে চাই না। আমরা কি আরেকটু নিরাপদ সমাজের দাবি করতে পারি না? আমরা কি চাই না, প্রত্যেকটি নারী ভয়হীনভাবে পথ চলতে পারুক?

#নারীর_নিরাপত্তা #নিরাপদ_বাংলাদেশ #স্টপ_হ্যারাসমেন্ট

25/10/2024

Welcome to my page. 🫰✅

My another work.
14/10/2024

My another work.

***ডিজিটাল মার্কেটিং কি? ***কেন আমরা ডিজিটাল মার্কেটিং করবো? চলেন আজকে এই দুইটা প্রশ্নের উত্তর আমরা জানবো।  প্রথমত- ডিজি...
11/10/2024

***ডিজিটাল মার্কেটিং কি?

***কেন আমরা ডিজিটাল মার্কেটিং করবো?

চলেন আজকে এই দুইটা প্রশ্নের উত্তর আমরা জানবো।



প্রথমত- ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটি মুক্ত পেশা, যেকোনো জায়গায় বসে আপনি মুক্তভাবে অর্থাৎ স্বাধীনভাবে কারো অধীনে না থেকে রিলাক্সে কাজ করতে পারবেন। এখানে না থাকবে কোন বস, না থাকবে কারো কোনো অর্ডার। আপনার যখন ইচ্ছা হবে তখনই আপনি কাজ করতে পারবেন।

দ্বিতীয়ত- কেন করবো আমরা ডিজিটাল মার্কেটিং কারণ ডিজিটাল মার্কেটিং এমন একটি পেশা যেখানে নতুন নতুন স্কিল এর মাধ্যমে আমরা নিজেদেরকে দক্ষ প্রমাণ করতে পারব। দিন দিন স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে আমরা নিজেদেরকে বিশ্ব দরবারে সুপরিচিত করতে পারবো।

বর্তমান যুগে মানুষ অনলাইনের প্রতি ঝুকে পড়েছে, মানুষ দোকানে দোকানে না ঘুরে অনলাইনের মাধ্যমে খুব সহজে কেনাকাটা করতে পারে। তাই আপনি যদি একজন ব্যবসায়ী হন আপনার উচিত ডিজিটাল মার্কেটিং শিখা। আর এই অনলাইনকে কাজে লাগিয়ে আমরা সফলতা অর্জন করতে পারবো খুব সহজে। তবে তার জন্য অবশ্যই আপনাকে স্কিলফুল হতে হবে, দক্ষ হতে হবে।

ডিজিটাল মার্কেটিং আপনি চাইলে অনলাইন এবং অফলাইন দুইটার মাধ্যমে করতে পারবেন।

এছাড়াও আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন রাইটিং মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং সহ আরো অনেক অনেক কাজ আপনি ঘরে বসেই করতে পারবেন। তার জন্য শুধুমাত্র দরকার হবে আপনার ধৈর্য এবং কঠিন আত্মবিশ্বাসের।

Udemy is an online platform aimed at professional adults and students.  It was developed in May 2010.  As of January 202...
07/10/2024

Udemy is an online platform aimed at professional adults and students. It was developed in May 2010. As of January 2020, the Udemy platform has over 65 million students and over 57,000 students and 57,000 instructors. There are over 295 million courses enrolled in 56 languages. Udemy serves as a platform that allows instructors to create online courses on the subjects of their choice. Using udemy course development tools they can upload video power plant presentations PDF audio GP files and live classes to create courses.

ডিজিটাল মার্কেটিং কি? ⇨ডিজিটাল মার্কেটিং হল এমন একটি মাধ্যম যার দ্বারা আমরা যে কোন প্রোডাক্ট বা সার্ভিস ঘরে বসেই কিছু সম...
03/10/2024

ডিজিটাল মার্কেটিং কি?

⇨ডিজিটাল মার্কেটিং হল এমন একটি মাধ্যম যার দ্বারা আমরা যে কোন প্রোডাক্ট বা সার্ভিস ঘরে বসেই কিছু সময়ের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে প্রচার করতে পারি। সহজ ভাষায় বলতে গেলে অনলাইনের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে।

⇨ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা যে সকল কাজ সমূহ করতে পারবো তার মধ্যে উল্লেখযোগ্য হল - ইমেইল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং।

⇨ডিজিটাল মার্কেটিং এর অনেক শাখা রয়েছে তার মধ্যে বহুল পরিচিত এবং কার্যকরী কিছু শাখা হল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এস ই ও।

☞এস ই ও কি?

⇨সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান ( এসইও ) হল একটি ওয়েবসাইট বা সার্চ ইঞ্জিন থেকে একটি ওয়েব পেজে ওয়েবসাইট ট্রাফিকের গুণমান এবং পরিমাণ উন্নত করার প্রক্রিয়া।

⇨সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রধানত দুই প্রকার :

১. অন পেজ এসইও : একটি ওয়েবসাইট কে প্রথম পেজে আনার জন্য ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করতে হয় তাকে অন পেজ এসইও বলে।

২. অফ পেজ এসইও : অফ পেইজ এসিও হচ্ছে ওয়েবসাইটের বাইরের কাজ।

Address

Lakshmipur
3706

Website

Alerts

Be the first to know and let us send you an email when Israt Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share