
16/05/2025
উদ্যোক্তা
---
"সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে নিজের উপর বিশ্বাস।
উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা করা নয়, এটা একটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস।
সব শুরু হয় একটা ছোট চিন্তা থেকে — কিন্তু সেই চিন্তাকেই যখন অধ্যবসায়, পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে লালন করা হয়, তখনই জন্ম হয় নতুন কিছু।
ভয় নয়, শুরু করুন। ভুল হবে, শেখা হবে — তবেই তো এগিয়ে যাওয়ার গল্প তৈরি হবে।
আপনি যদি নিজেই নিজের স্বপ্নের পথে হাঁটতে না চান, তাহলে আর কে হাঁটাবে?
আজই হোন আপনার জীবনের উদ্যোক্তা!"
---
Cafe-21