
26/09/2025
ছেলে-মেয়ে যদি নিজ ইচ্ছায় বিয়ে করে থাকে তাহলে কেনো এই মামলা....জোর করে তো কাউকে বিয়ে করা যায় না…..বিয়ে যখন হয়েই গেছে তাহলে তো মামলা করার আর দরকার ছিলো না....জোর করে বিয়ে করলে এক কথা ছিলো....যতটুক শুনলাম জানলাম ছেলেটার জন্য খারাপই লাগতাছে....আমার মনে হয় মেয়েকে জিজ্ঞেস করলেই সব পরিস্কার হয়....বিয়ে যখন করতে পারছে ছেলের পক্ষ ও নিতে পারবে...শুধু শুধু একটা ছেলের জীবন কেনো নষ্ট হবে....দোষ করলে দুইজনেই করছে...দুইজনকেই ধরা উচিত...আশা করি সুষ্ঠ বিচারই পাবে ছেলেটা😓