
20/05/2025
সারা জীবন নিঃস্বার্থভাবে ৩ হাজারেরও বেশি মানুষের কবর খুঁড়েছেন মনু মিয়া। ৫০ বছর ধরে এক টাকাও নেননি কাজের জন্য।
এখন তিনি নিজেই হাসপাতালের বেডে। আর এই সুযোগে কেউ একজন তাঁর সবচেয়ে প্রিয় সাথী, নিজের কেনা ঘোড়াটিকে মেরে ফেলেছে!
দূরের জায়গায় কবর খুঁড়তে সহজে পৌঁছানোর জন্য মনু মিয়া নিজের ধানের জমি বিক্রি করে এই ঘোড়াটা কিনেছিলেন।
ভাবা যায়, মানুষ কতটা অকৃতজ্ঞ আর নিষ্ঠুর হতে পারে?
পোস্টটি শেয়ার করে মনু মিয়ার এই অসহায় অবস্থার কথা ছড়িয়ে দিন,
সবাই জানুক মানুষ কত অকৃতজ্ঞ হতে পারে।