Monir world Hosen

Monir world Hosen গাছ লাগান পরিবেশ বাঁচান অক্সিজেন বৃদ্ধি করুন গাছ আপনার মূল্যবান সম্পদ যত পারেন গাছকে ভালবাসেন গাছের নতুন ভিডিও দেখার জন্য ফলো দিয়ে সাথে থাকুন

17/08/2025

আংকুর গাছের ভিডিও #গাছ

15/08/2025

সৌদি আরব পাহাড় এর ভিডিও #গাছ

এটি একটি শক্তিশালী বক্তব্য:"দেশবিরোধীদেরকে ধ্বংস করে মনির সম্মান পাবে।"এটি মনিরের চরিত্রে এক ধরনের সংগ্রামী, দেশপ্রেমিক ...
03/07/2025

এটি একটি শক্তিশালী বক্তব্য:
"দেশবিরোধীদেরকে ধ্বংস করে মনির সম্মান পাবে।"

এটি মনিরের চরিত্রে এক ধরনের সংগ্রামী, দেশপ্রেমিক এবং কঠোর ন্যায়বাদের চেতনা প্রকাশ করে। সে বোঝে, শুধু নিজের জন্য নয় — দেশের জন্য কিছু করলে, ত্যাগ স্বীকার করলে, এবং শত্রুদের বিরুদ্ধে দাঁড়ালে — সেখানেই আসল সম্মান।

বিশ্লেষণমূলকভাবে যদি বলি:

মনিরের সম্মান চাওয়ার পথটি সহজ নয়। সে সম্মান পেতে চায় লড়াই করে, রক্ষা করে, নিজের বিপদের ঝুঁকি নিয়ে।

"দেশবিরোধী" মানে হতে পারে — যারা দেশকে বিক্রি করে, যারা অন্যায়ের সাথে হাত মিলায়, যারা জনগণের ক্ষতি করে।

মনির বুঝে গেছে — সত্যিকার সম্মান আসে আত্মত্যাগ, সাহস, আর দেশপ্রেম থেকে। কৃত্রিম বা ক্রয়কৃত সম্মান নয়, বরং জনমানুষের শ্রদ্ধা সে চায়।

একটি সম্ভাব্য গল্পের শুরু হতে পারে এমনভাবে:

মনির আর দশজনের মতো একজন সাধারণ মানুষ ছিল। কিন্তু একদিন সে দেখল, দেশের ভিতরে বসেই কিছু লোক দেশেরই সর্বনাশ করছে। চুপ থাকলে নিজের বিবেকের কাছে হেরে যাবে। তাই সে সিদ্ধান্ত নিল — এসব দেশবিরোধীদের মুখোশ খুলে দেবে। হয়তো এতে তার জীবন বিপন্ন হবে, কিন্তু সে জানে, যদি সে দেশের জন্য লড়াই করে, তবে সে শুধু সম্মান পাবে না — সে ইতিহাস হয়ে থাকবে।

আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমাদের  দেশে অপরাধী যে হোক না কেন আপনারা আইন হাতে তুলে নেবেন না  আপনারা পুলিশ প্রশাসনের ...
02/07/2025

আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমাদের দেশে অপরাধী যে হোক না কেন আপনারা আইন হাতে তুলে নেবেন না আপনারা পুলিশ প্রশাসনের হাতে তাদের তুলে দেন পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরও যদি বিচার না পান তাহলে পুলিশ প্রশাসন পাবলিক কে মারার জন্য বাধ্য করেছে পাবলিক তাদেরকে মেরে ফেলবে মাইন্ডেড

দেশ দেশের মতো চলতে চাই!  কিন্তু কিছু অসাধু মানুষ দেশকে দেশের মতো চলতে দেয় না!  এরমধ্যে কিছু স্মাগলার, কিছু সুদ খোর, কিছ...
02/07/2025

দেশ দেশের মতো চলতে চাই! কিন্তু কিছু অসাধু মানুষ দেশকে দেশের মতো চলতে দেয় না! এরমধ্যে কিছু স্মাগলার, কিছু সুদ খোর, কিছু বাটপার, কিছু প্রভাবশালী, যারা এসব কাজের সাথে জড়িত তারা আমাকে উল্টা পাল্টা কমেন্ট করবেই.... আপনি নিজে ভালো নি?

সামান্য শখ ছিল দুইটা ছবি উঠানোর উঠাইছি কি রকম হলো আপনারা বলবেন
24/06/2025

সামান্য শখ ছিল দুইটা ছবি উঠানোর উঠাইছি কি রকম হলো আপনারা বলবেন

বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম হে আমার দেশের ভাই ও বোনেরা আপনারা এমন লোককে সাপোর্ট করবেন যার কখনো খারাপ রে...
23/06/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম হে আমার দেশের ভাই ও বোনেরা আপনারা এমন লোককে সাপোর্ট করবেন যার কখনো খারাপ রেকর্ড শুনেননি +English Rahmanihir Rahim Assalamu Alaikum O brothers and sisters of my country, you will support a person who has never heard a bad record.

11/05/2025

Dubai
09/05/2025

Dubai

18/04/2025

Address

Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Monir world Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share