
10/09/2025
আজ লক্ষ্মীপুর সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির প্রি-টেস্ট পরীক্ষার শেষ হওয়ায় আগামীকাল থেকে রুটিন অনুযায়ী ক্লাস হবে।সবাই ক্লাস উপস্থিত থেকে নিয়মিত ক্লাস করে টেস্ট পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে নাও।এইবার টেস্টে খারাপ রেজাল্ট করলে ফরম ফিলআপ হবে নাহ আর তাতে ফাইনাল বোর্ড পরীক্ষা দিতে পারবা নাহ।
Dreamer's Academy তে আমি রেগুলার ব্যাচে অনলাইন ও অফলাইনে পড়ায়-
#এসএসসি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ এর পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর।
#এইচএসসি বাংলা,ইংরেজি, আইসিটি, রসায়ন পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত।
সুতরাং একসাথে এক জনের কাছে সব গুলো বিষয় পড়ার সুযোগ পাচ্ছো আমার স্পেশাল প্রাইভেট ব্যাচে। #সামনের টেস্ট পরীক্ষা কে মাথায় রেখে টেস্ট পরীক্ষায় ১০০% পাশ সহ সর্বোচ্চ ভালো মানের রেজাল্ট নিশ্চিত করতে টেস্ট পরীক্ষার সিলেবাস শেষ করার মিশনে নতুন ব্যাচে পড়ার জন্য নক দাও আমাকে ইনবক্সে অথবা 01849465157 (WhatsApp/Imo)।
বি.দ্র. আমাদের কোচিং এ প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয় যেকোনো ক্লাসের যেকোনো গ্রুপের যেকোনো বিষয় আলাদা আলাদা দক্ষ শিক্ষক দিয়ে সাথে বাসায় গিয়ে ও পড়ানো হয়।