Md Omor Faruk

Md Omor Faruk আমার Dreamer's Academy এ নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সাইন্স গ্রুপের সকল বিষয় সহ আবশ্যিক বিষয় পড়ায়।

আজ লক্ষ্মীপুর সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির প্রি-টেস্ট পরীক্ষার শেষ হওয়ায় আগামীকাল থেকে রুটিন অনুযায়ী ক্লাস হবে।সবাই ক্লাস...
10/09/2025

আজ লক্ষ্মীপুর সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির প্রি-টেস্ট পরীক্ষার শেষ হওয়ায় আগামীকাল থেকে রুটিন অনুযায়ী ক্লাস হবে।সবাই ক্লাস উপস্থিত থেকে নিয়মিত ক্লাস করে টেস্ট পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে নাও।এইবার টেস্টে খারাপ রেজাল্ট করলে ফরম ফিলআপ হবে নাহ আর তাতে ফাইনাল বোর্ড পরীক্ষা দিতে পারবা নাহ।
Dreamer's Academy তে আমি রেগুলার ব্যাচে অনলাইন ও অফলাইনে পড়ায়-
#এসএসসি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ এর পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর।
#এইচএসসি বাংলা,ইংরেজি, আইসিটি, রসায়ন পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত।
সুতরাং একসাথে এক জনের কাছে সব গুলো বিষয় পড়ার সুযোগ পাচ্ছো আমার স্পেশাল প্রাইভেট ব্যাচে। #সামনের টেস্ট পরীক্ষা কে মাথায় রেখে টেস্ট পরীক্ষায় ১০০% পাশ সহ সর্বোচ্চ ভালো মানের রেজাল্ট নিশ্চিত করতে টেস্ট পরীক্ষার সিলেবাস শেষ করার মিশনে নতুন ব্যাচে পড়ার জন্য নক দাও আমাকে ইনবক্সে অথবা 01849465157 (WhatsApp/Imo)।
বি.দ্র. আমাদের কোচিং এ প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয় যেকোনো ক্লাসের যেকোনো গ্রুপের যেকোনো বিষয় আলাদা আলাদা দক্ষ শিক্ষক দিয়ে সাথে বাসায় গিয়ে ও পড়ানো হয়।

পড়াচ্ছি আমি Md Omor Faruk Sir  HSC Bangla, English, ICT, Physics, Chemistry, Biology & Higher Math এবং SSC Bangla, Engli...
08/09/2025

পড়াচ্ছি আমি
Md Omor Faruk Sir
HSC Bangla, English, ICT, Physics, Chemistry, Biology & Higher Math এবং
SSC Bangla, English, General Math, Science, Physics, Chemistry, Biology, Higher Math একক ভাবে পড়াচ্ছি নিশ্চিত পাশ আর সর্বোচ্চ ভালো মানের;(A+এর মতো) রেজাল্ট পাইয়ে দেওয়ার জন্য কোচিং এ ব্যাচে এবং বাসায় গিয়ে। নতুন ব্যাচ চলমান। সুতরাং আজই চলে আসুন নতুন ব্যাচে পড়তে।
Details:- 01849465157(WhatsApp/imo)

শুধু যারা পড়াশোনার পাশাপাশি নিজের হাত খরচের জন্য ও অভিজ্ঞতা অর্জনের জন্য কোনো জব করতে চান,তাদের জন্য সুযোগটা, যাদের হাতে...
08/09/2025

শুধু যারা পড়াশোনার পাশাপাশি নিজের হাত খরচের জন্য ও অভিজ্ঞতা অর্জনের জন্য কোনো জব করতে চান,তাদের জন্য সুযোগটা, যাদের হাতের লিখা সুন্দর,তারা আমাদের Dreamer's Academy এর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ এর স্যারদের দিকনির্দেশনা মোতাবেক উক্ত গ্রুপের বিষয় গুলোর নোটস,লেকচার শীট ও প্রশ্ন তৈরি করার জন্য কোচিং যুক্ত হতে পারেন। কাজের সময়:সকাল থেকে দুপুর বা দুপুর থেকে বিকাল বা উভয়। বেতন আলোচনা করে ঠিক করে নিবেন যা আপনার পোষাইবে।
কেউ অযথা ইনবক্সে মেসেজ বা কমেন্ট না করে সরাসরি আজ কোচিং এ এসে নিজের হাতের লিখা দেখায় কাজটা ফিক্সড করে নিন,ধন্যবাদ।
কোচিং সকাল ৮ টা থেকে খোলা হয়।
প্রয়োজনে পরিচালক Md Omor Faruk Sir কে নক দিন ইনবক্সে বা কোচিং এর অফিস নাম্বারে :- 01987203491 ( WhatsApp /Imo)।
লোকেশন : লক্ষ্মীপুর উত্তর স্টেশনে বালিকা বিদ্যানিকেতনের পিছনে ৮ তলা সাদা বিল্ডিংয়ের নিচে মাষ্টার ভিলা

07/09/2025

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজ থেকে যেই ফরম নিছো তোমরা,সেটা ও ওয়েবসাইটের অনলাইন ফরম এর যেকোনোটা ১০০% নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে কারো কোনো সমস্যা হইলে আমার সাথে সরাসরি শেয়ার করতে পারো,আমি সঠিকভাবে পূরণ করে দিতে সাহায্য করবো ইনশাআল্লাহ। যাদের প্রয়োজন পূরণ করার,তারা আগামীকাল সকাল ৮ টা থেকে লক্ষ্মীপুর উত্তর স্টেশনে বালিকা বিদ্যানিকেতনের পিছনে ৮ তলা সাদা বিল্ডিংয়ের নিচে মাষ্টার ভিলা তে আমার Dreamer's Academy কোচিং এ আমাকে পাবেন,আমি সারাদিন থাকবো।সুতরাং কারো হেল্প এর প্রয়োজন হলে কাল সকাল থেকে কোচিং এ এসে আপনার পূরণ করে নিতে পারবেন একদম ফ্রি তে। প্রয়োজনে নক দিন ইনবক্সে অথবা 01849465157 (WhatsApp/Imo) আমার এই নাম্বারে। আমি Md Omor Faruk, লক্ষ্মীপুর সরকারি কলেজ,রসায়ন বিভাগ, ফাইনাল ইয়ার। প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক Dreamer's Academy এর। সর্বদা কাজ করি স্টাডি রিলেটেড সার্ভিস নিয়ে,ধন্যবাদ

লক্ষ্মীপুর সরকারি কলেজে একাদশ (শিক্ষাবর্ষ:২০২৫-২৬) শ্রেণীতে ভর্তি নির্দেশনা। লক্ষ্মীপুর সরকারি কলেজে এইবার যারা একাদশ শ্...
03/09/2025

লক্ষ্মীপুর সরকারি কলেজে একাদশ (শিক্ষাবর্ষ:২০২৫-২৬) শ্রেণীতে ভর্তি নির্দেশনা। লক্ষ্মীপুর সরকারি কলেজে এইবার যারা একাদশ শ্রেণিতে চান্স পাইছো, তারা কলেজে গিয়ে ভর্তি ফরম নিয়ে তা পূরণ করে ব্যাংকে গ্রুপ ভিত্তিক উল্লেখিত টাকা জমা করে নোটিশে উল্লেখিত তারিখে কলেজে গিয়ে ভর্তি হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে। আর কারো কোনো বিস্তারিত তথ্য ভর্তি নিয়ে জানার থাকলে এবং online ভর্তি ফরম কিভাবে নিজে নিজে ঘরে বসে কলেজের ওয়েবসাইটে প্রবেশ করে পূরণ করবা,তা ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতে,ভিডিও টা পেতে আমাকে নক দিও ইনবক্সে অথবা 01849465157 ( WhatsApp/Imo) এই নাম্বারে, ধন্যবাদ।

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে এইবার যারা একাদশ শ্রেণিতে চান্স পাইছো, তারা কলেজে গিয়ে ভর্তি ফরম নিয়ে তা পূরণ করে ব্যাংকে ...
02/09/2025

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে এইবার যারা একাদশ শ্রেণিতে চান্স পাইছো, তারা কলেজে গিয়ে ভর্তি ফরম নিয়ে তা পূরণ করে ব্যাংকে গ্রুপ ভিত্তিক উল্লেখিত টাকা জমা করে নোটিশে উল্লেখিত তারিখে কলেজে গিয়ে ভর্তি হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে। আর কারো কোনো বিস্তারিত তথ্য ভর্তি নিয়ে জানার থাকলে আমাকে নক দিও 01849465157 ( WhatsApp/Imo) এই নাম্বারে, ধন্যবাদ।

02/09/2025

❤️❤️ একাদশ শ্রেণিতে ভর্তি হতে গেলে সাধারণত নিচের কাগজপত্রগুলো লাগে: সবাই রেড়ি করে রাখো।

✅ SSC পরীক্ষার ফলাফলের মার্কশিট

✅ SSC পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং প্রশংসাপত্র( ফটোকপি এবং মুলকপি)

✅ জন্ম নিবন্ধন সনদ / জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)

✅ পাসপোর্ট সাইজ ছবি (সাধারণত ২–৪ কপি লাগে, কলেজভেদে ভিন্ন হতে পারে)

✅ ভর্তির ফি জমার রশিদ / মানি রিসিট

✅ ভর্তি ফর্ম পূরণকৃত কপি (কলেজ ওয়েবসাইট থেকে পূরণ করা লাগতে পারে বা তারা ফর্ম দিবে। )

✅ বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র(ফটোকপি)

✅ কলেজ নিশ্চায়ন কপি( ভর্তি আবেদনের ওয়েবসাইটে পাওয়া যাবে। ৭ তারিখের আগেই)

😍😍[ আর হ্যাঁ, ভর্তি সম্পর্কিত বিস্তারিত কিছু জানার থাকলে আমাকে নক দাও 01849465157 (WhatsApp/Imo) এই নাম্বারে।

#কলেজ #একাদশ_ভর্তি_ফলাফল #ভর্তি_কাগজপত্র #ভর্তি_ফি

01/09/2025

🎓 Md Omor Faruk Sir er 🎓
📢 New Batch Starting From September 1 📢

📚 HSC Batch
👉 Bangla | English | ICT

🔬 Science Batch
👉 Physics | Chemistry | Biology | Higher Math

✅ সপ্তাহে মাত্র ৩ দিন ক্লাস
✅ নিজের সুবিধামতো দিন ও সময়
✅ ফ্লেক্সিবল সিডিউল

🔥 নতুন মাসে নতুন উদ্যম
🚀 আজ থেকেই শুরু হোক সাফল্যের যাত্রা!

⚡ Limited Seats — Enroll Now! ⚡

📞 Contact: 01849465157 (WhatsApp/Imo)

01/09/2025

লক্ষ্মীপুর সরকারি কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে যে পরিমাণে সিট এখনো খালি আছে, তাতে নূন্যতম আবেদনের বরাবর ৪ পয়েন্টে আবেদন করলেও চান্স হবে।সুতরাং ৩য় আবেদন ( সর্বশেষ) করে একটা সিট সরকারি কলেজে তোমার করে নাও। সরকারি কলেজ যাদের স্বপ্ন, তারা এই সর্বশেষ পর্যায়ের আবেদন ব্যবসায় শিক্ষা বিভাগে করে চান্স নিয়ে আপাতত স্বপ্ন পূরণ করতে পারো।একইভাবে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে ও যে পরিমাণে সিট খালি আছে, তাতে ২.৫০+ পয়েন্ট দিয়ে আবেদন করে একটা সিট পেতে পারো তোমরা ব্যবসায় শিক্ষা বিভাগে। আজই রাত ৮ টা পর্যন্ত আবেদন করা যাবে।তার পর আর কোনো আবেদন নেওয়া হবে নাহ এই বছরের জন্য। আর কোনো কিছু জানার থাকলে আমাকে নক দাও 01849465157 ( WhatsApp/Imo)

31/08/2025

লক্ষ্মীপুর সরকারি কলেজে ও লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ২য় আবেদনের নিশ্চায়নের পর এখনো যথাক্রমে ১৭৯ টা ও ১৫৬ টা সিট খালি আছে। সুতরাং ৩য় আবেদন আর মাইগ্রেশন থেকেও অনেকেই এখনো চান্স পাবার সুযোগ আছে আর হ্যাঁ এই ৩য় আবেদন ই শেষ আবেদন কারণ এর পর আর কোনো আবেদন নিবে নাহ,তাই যারা ৩য় আবেদন এ কোনো রকম ভুলের কারণে চান্স হারাইবা,তারা আর সরকারি কলেজে ভর্তি হতে পারবা না কিন্তু কেউ হতাশ না হয়ে শেষ বারের মতো ৩য় পর্যায়ের আবেদন করে ফেলো ইনশাআল্লাহ একটা সিট তোমার হবে। আর লক্ষ্মীপুর জেলার অন্য কোন কলেজে কত টা সিট আছে? তা কারো জানার দরকার হলে এবং
ভর্তি নিয়ে কারো কোনো প্রশ্ন বা বিস্তারিত জানতে চাইলে আমাকে নক দিন 01849465157 (WhatsApp/Imo)

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Omor Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share