17/03/2025
আজকের একটি মাত্র ছবি দ্বীন কায়েমের স্বপ্ন দেখা তথাকথিত "ইসলামী" দলের অজস্র কর্মীদের অন্তরের নোং*রামি ও দু’চোখের নির্ল*জ্জতা প্রকাশ করে দিয়েছে। আপাদ*মস্ত*ক গায়রতহীন এ দলগুলো, তোমরা যে কারণে প্রকৃত শ*রি*য়াহ চাইতে আগ্রহী নও, তা আমরা ভালো করেই বুঝি। শরি*য়াহ শা*সনে তোমরা কেন এত আত*ঙ্কিত, সেটাও অনেকটাই স্পষ্ট।
ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন:
"আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে নি*কৃষ্ট ব্যক্তি হলো দাইয়ুস। দাইয়ুসদের জন্য জান্নাত হা*রাম করা হয়েছে।"
(মাদারিজুস সালিকীন, ২/৪৮৬; আদ-দা’ ওয়াদ-দাওয়া, পৃ. ৩৬৪)
দাইয়ুস কে?
রাসুলুল্লাহ ﷺ বলেন:
"তিন ব্যক্তির দিকে কেয়ামতের দিন আল্লাহ তাকাবেন না— (১) পিতা-মাতার অবাধ্য সন্তান, (২) নারীসদৃশ পুরুষ, (৩) দাইয়ুস (যে নিজ পরিবারের অনৈতিক কাজকে মেনে নেয়)।"
(আন-নাসাঈ, হাদিস: ২৫৬২; আহমদ, হাদিস: ৬১৫৮; সহিহুল জামে: ৩০৬১)
আজ যারা নিজেদের ইসলামের রক্ষক বলে দাবি করেও দাইয়ুসসুলভ আচরণ করছে, তাদের জন্য এই কথাগুলো গভীরভাবে ভাবার বিষয়!