Ramganjnews24.net রামগঞ্জ নিউজ ২৪ ডট নেট

Ramganjnews24.net রামগঞ্জ নিউজ ২৪ ডট নেট সত্য ও ন্যায়ের পক্ষ নিয়ে,আমরা আছি আপনাদের পাশে। রামগঞ্জ সর্বসাধারনদের একমাত্র অনলাইন ফেইজ

পদত্যাগ করেছেন জাকসুর নির্বাচন কমিশনার  মাফরুহী সাত্তার
12/09/2025

পদত্যাগ করেছেন জাকসুর নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার

12/09/2025

নোয়াখালীতে দোকান লুটের ভিডিও করায় সাংবাদিকদের দিকে তেড়ে এলেন স্থানীয় নেতা!

11/09/2025

রাতে ৩০০ ফিটে আর-ওয়ান-ফাইভ বাইক ও আইফোন ডাকাতি করে নিল অন্য বাইকে করে আসা ডাকাতদল। রূপগঞ্জের বোলতা গাউছিয়া সড়কে গুলি চালিয়ে ও চাইনিজ কুড়িলের কোপ দিয়ে জিসান নামের এক বাইকার থেকে মোবাইল ও বাইক ছিনিয়ে নিয়ে যায় দলটি। ফেসবুক পোষ্টে একটি ভিডিও দিয়ে তিনি তার বাইক ও মোবাইল ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।উক্ত ঘটনায় একটি আঙ্গুল হারায় জিসান।

11/09/2025

রামগঞ্জে জামায়াত নেতা হত্যা, ঢাকা শাহ আলী মাজার থেকে আসামি গ্রেপ্তার।

11/09/2025

আপনিও যুক্ত থাকেন আমাদের অনলাইন পেইজে #রামগঞ্জ_নিউজ24

ওসি মঞ্জুরুল কাদের হাটহাজারী থানাতে যোগদানশাহে ইমরান :বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সৎ এবং আদর্শ পুলিশ অফিসার হিসেবে পরিচি...
10/09/2025

ওসি মঞ্জুরুল কাদের হাটহাজারী থানাতে যোগদান

শাহে ইমরান :
বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সৎ এবং আদর্শ পুলিশ অফিসার হিসেবে পরিচিত ওসি মঞ্জুরুল কাদেও ভুইয়া চট্টগ্রামের হাটহাজারী থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছে। সোমবার তার যোগদানের খবর ছড়িয়ে পড়লে হাটহাজারীবাসীদের মাঝে আশার আলো দেখা দেয়। অপরাধীদের আতংক এবং নিরাপদ মানুষের বন্ধু খ্যাত পুলিশ অফিসারকে থানা যোগদান করায় উপজেলার শীর্ষস্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ পুলিশের উর্ধ্বতম কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। এদিকে মঞ্জুরুল কাদের ভুইয়া আবারো ওসি হিসেবে যোগদান করায় চিহিৃত মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার অপরাধীরা আতংকিত হয়ে পড়ে। সাংবাদিকতার আড়লে নানা অপরাধে জড়িত সেই মুনছুর আলম মুন্না তার ফেইজবুক আইডি থেকে নানা প্রভাকান্ড ছড়াচ্ছে।
সুত্রে জানায়, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে থানার ওসিকে অপসারন করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের উর্ধ্বতম কর্তৃপক্ষ ওসি মঞ্জুরুল কাদের ভুইয়াকে নতুন ওসি হিসেবে দায়িত্ব প্রদান করে। কর্তৃপক্ষের নির্দেশনায় পেয়ে সোমবার রাতে মঞ্জুরুল কাদের যোগদান করেন।
মঞ্জুরুল কাদের ভুইয়া এর আগে কক্সবাজারের চকরিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালীন সময় তিনি অপরাধীদের জন্য একজন আতংকিত ওসি হিসেবে পরিচিত হন। চৌকস অফিসার হিসেবে দায়িত্ব পালন করায় তার হাত থেকে কোন অপরাধী ছাড় পায়নি। কয়েকজন মাদক পাচারকারী কথিত প্রেস সাইনবোর্ড ব্যবহার করে মাদক পাচার করতে গিয়েও রক্ষা পারনি। এতে অপরাধী চক্র তার বিরুদ্ধে নানা প্রভাকান্ড শুরু করে।

10/09/2025

লক্ষ্মীপুরে ১২০ টাকায় চাকুরী পেয়ে কাঁদলেন চাকুরী প্রার্থী ও স্বজনরা।

10/09/2025

ভাইকে খুঁজচ্ছে ভাই, সবাই সহযোগিতা করুন খুঁজে পেতে।

মো: রেদোয়ান হোসেন,
বয়স ১৬ বছর, পিতা মো: বেলাল হোসেন,
গ্রাম-সোনাপুর, উপজেলা-রামগঞ্জ,
লক্ষ্মীপুর জেলা এ নাম্বারে যোগাযোগ করবেন ০১৭৮৮ ৪৭১৪৫১/ ০১৬০১১৩৪০৮০

রায়পুরের বাসাবাড়ি বাজারে মোটরসাইকেল চু"রি করতে গিয়ে ধরা পড়ে জনতার হাতে আ"টক এক যুবক |
07/09/2025

রায়পুরের বাসাবাড়ি বাজারে মোটরসাইকেল চু"রি করতে গিয়ে ধরা পড়ে জনতার হাতে আ"টক এক যুবক |

07/09/2025

ভোলার বোরহানউদ্দিনে নারীকে গাছের সাথে বেঁধে চুল কে'টে ও গলায় জু'তার মা'লা পরিয়ে বর্বরোচিত নি'র্যা'ত'নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুরে স্বর্ণালংকারের লোভে শিশুকে অপহরণ ও হত্যার চেষ্টা, নারী গ্রেফতারলক্ষ্মীপুরের কমলনগরে স্বর্ণালংকারের লোভে আট ব...
07/09/2025

লক্ষ্মীপুরে স্বর্ণালংকারের লোভে শিশুকে অপহরণ ও হত্যার চেষ্টা, নারী গ্রেফতার

লক্ষ্মীপুরের কমলনগরে স্বর্ণালংকারের লোভে আট বছরের এক শিশুকে অপহরণ করে হত্যার চেষ্টা করেছে আরজু আক্তার (২৫) নামের এক নারী। এ ঘটনায় পুলিশ ওই নারীকে গ্রেফতার করেছে এবং শিশুর ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে।

পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৩টার দিকে খেলাধুলার কথা বলে আরজু আক্তার ভিকটিম তাহমিনা আক্তার সাদিয়াকে (৮) ঘর থেকে বের করে নেয়। পরে জোরপূর্বক শিশুর কানের রিং খুলে স্থানীয় বাজারে ৭ হাজার ৫৫০ টাকায় বিক্রি করে।

এরপর বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর একই দিন রাত ৮টার দিকে চর ফলকনের হাবিব উল্যাহ পাঞ্জাল বাড়ির সামনে রিকশা থেকে নামিয়ে শিশুটির হাত-পা বেঁধে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করলে শিশুটি গুরুতর আহত হয়।

ভিকটিমের মা নারগিস বেগম বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করলে তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) হিমেল চাকমা ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী রিকশাচালকের সহায়তায় দ্রুত আসামিকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যে চর লরেঞ্চ এলাকার "মদিনা স্বর্ণ শিল্পালয়" থেকে শিশুর কানের রিং উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার বিষয়টি প্রকাশ পাওয়ার ভয়ে শিশুটিকে হত্যার চেষ্টা করে আরজু আক্তার। গ্রেফতারকৃত আসামি ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত চলছে।

রামগঞ্জ উপজেলা আপনার এলাকার অনিয়ম, দুর্নীতির, চাঁদাবাজির সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ থাকলে আমাদের ইনবক্সে পাঠাতে পারেন।...
07/09/2025

রামগঞ্জ উপজেলা আপনার এলাকার অনিয়ম, দুর্নীতির, চাঁদাবাজির সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ থাকলে আমাদের ইনবক্সে পাঠাতে পারেন।
#রামগঞ্জ নিউজ২৪ আছে আপনার পাশে।

Address

Ramgonj
Lakshmipur
3700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramganjnews24.net রামগঞ্জ নিউজ ২৪ ডট নেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ramganjnews24.net রামগঞ্জ নিউজ ২৪ ডট নেট:

Share