
14/06/2025
(Scabies), Sarcoptes scabiei (mite) এটি খুবই চুলকানিযুক্ত এবং ছোঁয়াচে রোগ, যা মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে।
---
🦠 লক্ষণসমূহ:
তীব্র চুলকানি, বিশেষ করে রাতে বেশি হয়
লাল গুটি বা ফুসকুড়ি দেখা যায়
আঙুলের ফাঁকে, কব্জিতে, বগলে, কোমরে, নাভির চারপাশে, যৌনাঙ্গে এবং পায়ের গোড়ালিতে বেশি হয়
শিশুর ক্ষেত্রে মুখ, মাথা বা পায়ের পাতাতেও হতে পারে
---
💊 চিকিৎসা:
১. মলম বা লোশন (Topical treatment):
Permethrin 5% Cream: সবচেয়ে কার্যকর ও নিরাপদ। সারা শরীরে মেখে ৮–১৪ ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হয়। এক সপ্তাহ পর আবার লাগানো হয়।
Lotion containing benzoic acid: Ointment containing sulfur: ২. খাওয়ার ওষুধ:
Ivermectin tablet (ডাক্তারের পরামর্শে): জটিল বা অনেক জন আক্রান্ত হলে কার্যকর।
---
🧼 পরিবারে সতর্কতা:
একসাথে থাকা সবাইকে একসঙ্গে চিকিৎসা নিতে হয়, এমনকি যাদের উপসর্গ না থাকলেও
পোশাক, বিছানার চাদর, তোয়ালে – গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে
আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস ৭ দিন বন্ধ ব্যাগে রাখলে পরজীবী মারা যায়
---
⚠️ কখন ডাক্তার দেখাবেন:
যদি ঘরোয়া চিকিৎসায় উপকার না হয়
শিশু, গর্ভবতী বা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে
ঘা বা ইনফেকশন দেখা দিলে
--