সমবিধান হোমিও হেলথ ক্লিনিক

সমবিধান হোমিও হেলথ ক্লিনিক Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সমবিধান হোমিও হেলথ ক্লিনিক, Digital creator, 1st/Rehan uddin buiyan sorok, 6 no word, lakshmipur pouroshova. 2nd-Bovanigong chorasta sumon shopping complex, Lakshmipur.

চেম্বার:১ম শাখা- রেহান উদ্দিন ভূঁইয়া সড়ক, সদর লক্ষীপুর, ২য় শাখা-সুমন শপিং কমপ্লেক্স, ইসলামী ব্যাংকের নিচতলা, ভবানীগঞ্জ, চৌরাস্তা। লক্ষীপুর।
এখানে অভিজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপনায় জটিল ও কঠিন রোগের অনলাইন/অফলাইন চিকিৎসা সেবা দেওয়া হয়। call-01725392631.

সরকার কর্তৃক স্বীকৃত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজসমূহে খুব শীঘ্রই ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিস্তারিত ...
03/11/2025

সরকার কর্তৃক স্বীকৃত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজসমূহে খুব শীঘ্রই ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, নির্দেশনা ও নিয়মাবলী প্রকাশিত হবে। সেই সঙ্গে ভর্তি প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, তারিখ ও কলেজভিত্তিক নির্দেশনাও জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীনে পরিচালিত ৪ বছর ৬ মাস মেয়াদি “ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএইচএমএস)” কোর্সের ভর্তি পরীক্ষা–২০২৫ এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রকাশিত হয়েছে।

📄 পরীক্ষার ফলাফল পাওয়া যাচ্ছে নিম্নোক্ত ওয়েবসাইটে—
🔗 স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ: www.mefwd.gov.bd
🔗 টেলিটক বাংলাদেশ লিমিটেড: bhmec.teletalk.com.bd

🎓 পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন।বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলকে সমবিধান হোমিও হেলথ ক্লিনিকের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ।

ডা: সামন্ত লাল সেন মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সমূহের ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ডিএইচএমএস) কোর...
19/10/2025

স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সমূহের ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ডিএইচএমএস) কোর্সের ভর্তি পরীক্ষার কেন্দ্রের তালিকা নিম্নরুপ দেয়া হল।

12/10/2025

ডি,এইচ,এম,এস ভর্তি #সমবিধানহোমিওহল #হোমিওপ্যাথি #ডাঃকামাল

ডি,এইচ,এম,এস, ভর্তিতে সময় বৃদ্ধিকরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তি।
12/10/2025

ডি,এইচ,এম,এস, ভর্তিতে সময় বৃদ্ধিকরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তি।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Nusrat Aziza, Mssohel Sohel
09/10/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Nusrat Aziza, Mssohel Sohel

প্রথম, দ্বিতীয়, তৃতীয়,ও চতুর্থ বর্ষের জন্য জরুরী নির্দেশনা।
30/09/2025

প্রথম, দ্বিতীয়, তৃতীয়,ও চতুর্থ বর্ষের জন্য জরুরী নির্দেশনা।

📍 লক্ষ্মীপুরে অভিজ্ঞ হোমিও চিকিৎসক ডা : কামাল হোসেন — এখন আপনাদের পাশে।📞 কল করুন এখনই: 01725392631📍 ভবানীগঞ্জ,চৌরাস্তা,ই...
28/09/2025

📍 লক্ষ্মীপুরে অভিজ্ঞ হোমিও চিকিৎসক ডা : কামাল হোসেন — এখন আপনাদের পাশে।

📞 কল করুন এখনই: 01725392631
📍 ভবানীগঞ্জ,চৌরাস্তা,ইসলামী ব্যাংকের নিচতলা।
💬 ইনবক্সে এখনই নাম্বার দিন – আমরা যোগাযোগ করব।

#হোমিওচিকিৎসা #ডাক্তারকামালহোসেন #লক্ষ্মীপুরচিকিৎসা #গোপনরোগ #ডায়াবেটিসচিকিৎসা #পাইলসচিকিৎসা #সমবিধানহোমিওহল

27/09/2025

বাচ্চাদের টি'কা না দেওয়ার পক্ষে বিশ্বের যেসব লেখক বা গবেষক মত দিয়েছেন সেটা Chat GPT এর মাধ্যমে এক জায়গায় করে লেখা হয়েছে-

🌍 বিশ্ব আলোচিত ভ্যাকসিন-সমালোচক লেখক ও গবেষক। এছাড়াও আমাদের হোমিওপ্যাথিতে টিকার কুফল জনিত সমস্যা কথা সকলেই জানি!

1. Andrew Wakefield (যুক্তরাজ্য)

পরিচয়: সাবেক চিকিৎসক, 1998 সালে The Lancet-এ প্রকাশিত একটি প্রবন্ধের মাধ্যমে খ্যাতি পান, যেখানে তিনি MMR ভ্যাকসিন ও অটিজমের মধ্যে সম্পর্ক দাবি করেছিলেন। পরবর্তীতে তার চিকিৎসক লাইসেন্স বাতিল করা হয়।

মূল বক্তব্য:

MMR ভ্যাকসিন শিশুদের অটিজমের ঝুঁকি বাড়াতে পারে।

ভ্যাকসিনে ব্যবহৃত কিছু উপাদান অন্ত্রের রোগ সৃষ্টি করতে পারে।

2. Robert F. Kennedy Jr. (যুক্তরাষ্ট্র)

পরিচয়: আইনজীবী, পরিবেশবাদী, ও বর্তমানে “Children’s Health Defense” নামক সংস্থার প্রতিষ্ঠাতা। ভ্যাকসিন নীতির অন্যতম বড় সমালোচক।

মূল বক্তব্য:

ভ্যাকসিনে ব্যবহৃত থিমেরোসাল (পারদ-ভিত্তিক সংরক্ষক) শিশুদের স্নায়বিক সমস্যা ও অটিজমের ঝুঁকি বাড়ায়।

ভ্যাকসিন শিল্প বড় কর্পোরেট স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত।

টিকার নিরাপত্তা বিষয়ে যথেষ্ট স্বচ্ছ গবেষণা নেই।

3. Barbara Loe Fisher (যুক্তরাষ্ট্র)

পরিচয়: National Vaccine Information Center (NVIC)-এর সহ-প্রতিষ্ঠাতা। ভ্যাকসিন নীতির দীর্ঘদিনের সমালোচক।

মূল বক্তব্য:

ভ্যাকসিন সবার জন্য সমান নিরাপদ নয়, তাই বাধ্যতামূলক টিকা নীতি স্বাধীনতার বিরোধী।

ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া অনেক সময় আড়ালে রাখা হয়।

পিতামাতাকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিতে হবে।

4. Dr. Suzanne Humphries (যুক্তরাষ্ট্র)

পরিচয়: নেফ্রোলজিস্ট (কিডনি বিশেষজ্ঞ), “Dissolving Illusions: Disease, Vaccines, and The Forgotten History” বইয়ের লেখক।

মূল বক্তব্য:

জনস্বাস্থ্য উন্নত হওয়ার প্রধান কারণ পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুষ্টি, বিশুদ্ধ পানি—টিকা নয়।

ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতাকে কৃত্রিমভাবে দুর্বল করে।

শিশুদের স্বাভাবিক রোগপ্রতিরোধ ব্যবস্থা ভ্যাকসিনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়।

5. Dr. Sherri Tenpenny (যুক্তরাষ্ট্র)

পরিচয়: অস্টিওপ্যাথিক ডাক্তার, ভ্যাকসিন বিষয়ক বক্তা ও লেখক।

মূল বক্তব্য:

ভ্যাকসিনে বিষাক্ত উপাদান (অ্যালুমিনিয়াম, ফর্মালডিহাইড, পারদ) থাকে যা স্নায়ু ও রোগ প্রতিরোধে ক্ষতি করে।

ভ্যাকসিনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রমাণিত নয়।

টিকা না দিলেও শিশুরা প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে।

6. Del Bigtree (যুক্তরাষ্ট্র)

পরিচয়: টেলিভিশন প্রযোজক ও “The HighWire” টকশোর হোস্ট। “Vaxxed” নামে ডকুমেন্টারি প্রযোজনা করেছেন।

মূল বক্তব্য:

ভ্যাকসিন নিরাপত্তা গবেষণা যথেষ্ট স্বাধীন নয়, বড় ফার্মা কোম্পানির প্রভাব আছে।

বাধ্যতামূলক টিকা নীতি ব্যক্তিগত স্বাধীনতা ও শরীরের অধিকার বিরোধী।

7. Jenny McCarthy (যুক্তরাষ্ট্র)

পরিচয়: অভিনেত্রী ও লেখক, ব্যক্তিগতভাবে অটিজমে আক্রান্ত সন্তানের মা।

মূল বক্তব্য:

MMR ভ্যাকসিন তার সন্তানের অটিজমের কারণ।

ভ্যাকসিনে থাকা রাসায়নিক শিশুদের মস্তিষ্কে ক্ষতি করে।

পিতামাতার সচেতন সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকতে হবে।

📌 সারসংক্ষেপ (তাদের সাধারণ বক্তব্য)

ভ্যাকসিন সবার জন্য সমান নিরাপদ নয়।

অটিজম, স্নায়বিক ক্ষতি ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা আছে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুষ্টি ও প্রাকৃতিক রোগপ্রতিরোধ টিকা ছাড়াই রোগ কমাতে সাহায্য করেছে।

ভ্যাকসিন নীতি কর্পোরেট স্বার্থ ও সরকারের চাপের মাধ্যমে চালিত হয়।

টিকা বাধ্যতামূলক নয়, পিতামাতার স্বাধীন সিদ্ধান্ত থাকা উচিত।
Copy post- unique homepathy page

ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি কোর্সে অনলাইন আবেদনের সময়সীমা ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ
26/09/2025

ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি কোর্সে অনলাইন আবেদনের সময়সীমা ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ

26/09/2025

লক্ষীপুর আর, এন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথম বর্ষে ভর্তি চলছে। যোগাযোগ নাম্বার -০১৭২৫৩৯২৬৩১

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Masud Mia, MD Rafiul Islam Rony, Emran R...
14/09/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Masud Mia, MD Rafiul Islam Rony, Emran Rocky

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কতৃক হোমিওপ্যাথিক চিকিৎসকগণ ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত নির্দেশনা।
08/09/2025

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কতৃক হোমিওপ্যাথিক চিকিৎসকগণ ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত নির্দেশনা।

Address

1st/Rehan Uddin Buiyan Sorok, 6 No Word, Lakshmipur Pouroshova. 2nd-Bovanigong Chorasta Sumon Shopping Complex
Lakshmipur
3700

Telephone

+8801725392631

Website

Alerts

Be the first to know and let us send you an email when সমবিধান হোমিও হেলথ ক্লিনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সমবিধান হোমিও হেলথ ক্লিনিক:

Share