Gram Bangla

Gram Bangla

27/07/2022

Fun video

24/07/2022

আকাশটা অতদূরে নয়,তুমি যতটা দূরে;
সপ্নগুলোও ততটা বাস্তব নয়, যতটা ছিল তোমায় ঘিরে।

16/07/2022
01/07/2022

আজকে আমি একা
কারণ ? এখন আমার সময়টা খারাপ আর
খারাপ সময়ে কেউ কারো পাশে থাকে

অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা ভাইজাননবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,কেন্দ্রীয় কমিটি সাবেক চেয়ারম্যান...
14/06/2022

অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা ভাইজান
নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,কেন্দ্রীয় কমিটি
সাবেক চেয়ারম্যান,সিংচাপইড় ইউ/পি।

বাঙালির মুক্তির সনদ 'ছয় দফা'ব্রিটিশ শাসন শেষে জন্ম হয় পাকিস্তান নামক একটি রাষ্ট্রের। আমাদের বাংলাদেশ ছিলো পূর্ব পাকিস্তা...
07/06/2022

বাঙালির মুক্তির সনদ 'ছয় দফা'

ব্রিটিশ শাসন শেষে জন্ম হয় পাকিস্তান নামক একটি রাষ্ট্রের। আমাদের বাংলাদেশ ছিলো পূর্ব পাকিস্তান। জনসংখ্যায় আমরা ছিলাম সংখ্যাগরিষ্ঠ। দেশের মোট রপ্তানি আয়ের অধিকাংশ আসতো আমাদের অঞ্চল থেকে। কিন্তু যার সবটুকুই ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে। আমাদের অঞ্চল ছিলো নিগৃহীত-নির্যাতিত। সরকারি চাকুরি, ব্যবসা প্রতিষ্ঠান সব সুযোগই পেতো পশ্চিম পাকিস্তানের জনগণ। আমরা ছিলাম অবহেলিত। এভাবে দেড় যুগ পার করার পরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেশ করেন বাঙালির মুক্তির সনদ ৬ দফা।

৬ দফা আমাদের জন্য ছিলো ঐতিহাসিক একটি ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসন প্রতিষ্ঠার লক্ষে ৬ দফা দাবি উত্থাপন করেন।

বাংলাদেশের মানুষের জন্য ৬ দফা এতোই গুরুত্বপূর্ণ যে একে ‘ম্যাগনা কার্টা’ বা বাঙালি জাতির মুক্তির সনদও বলা হয়।

৬ দফার দাবিসমূহ হচ্ছে-
১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি
২. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
৩. মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা
৪. রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা
৫. বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা
৬. আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা

এই দাবি সমূহে মূলত বলা হয়েছিলো পররাষ্ট্র ও প্রতিরক্ষা ব্যতিত অন্যান্য সকল ক্ষমতা প্রাদেশিক সরকারের কাছে থাকবে। পকিস্তানের অন্যান্য রাজনৈতিক দল ও শাসকগোষ্ঠী ৬ দফা দাবিকে গুরুত্ব দেয়নি যা এ অঞ্চলের মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। পাকিস্তানের শাসকগোষ্ঠী বন্দুকের মাধ্যমে ৬ দফা প্রতিহতের ঘোষণা দেয়।

আইয়ুব খানের নির্যাতনের পটভূমিতে দ্রুতই ৬ দফা মানুষের সমর্থন পেতে থাকে। মানুষের মাঝে আশার সঞ্চার ও ব্যাপক জনসমর্থন তৈরি হয়। বঙ্গবন্ধু সারাদেশ ব্যাপী ৬ দফার সমর্থনে সমাবেশ শুরু করেন। ২ মাসের মধ্যে ৮ বার বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। এরপর ঐ সালের ৮ই মে নারায়ণগঞ্জে জনসভা শেষে ঢাকায় ফিরে আসার পর ধানমণ্ডির বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় ও ৯ ই মে তাঁকে কারাগারে প্রেরণ করে পাকিস্তানি শাসকগোষ্ঠী।

বঙ্গবন্ধুর গ্রেফতারের ফলে বাঙালিরা ফুঁসে উঠে। ৭ জুন আওয়ামী লীগ দেশব্যাপী হরতালের ডাক দেয়। হরতালের প্রতিহতের ভার পড়ে তৎকালীন গভর্নর মোনায়েম খানের উপর। মোনামেয় খানের আদেশে ৭ই জুন আওয়ামী লীগ

জীবন বাঁচাতে এসে জীবন দিলেন ফায়ার সার্ভিসের এ ভাই...😭😭________নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়ন নাইয়ারা গ্রামের কৃতিসন্তা...
05/06/2022

জীবন বাঁচাতে এসে জীবন দিলেন ফায়ার সার্ভিসের এ ভাই...😭😭

________নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়ন নাইয়ারা গ্রামের কৃতিসন্তান মোঃ মনিরুজ্জামান কুমিরা ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন.বিএম ডিপো আগুনে পোড়া মানুষ দের কে বাচাইতে গিয়ে,ওনি দুনিয়ায় ছেড়ে চলে গেছেন..।😭

আল্লাহ তাআলা প্রিয় ভাই কে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন।🤲🤲

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ও তাদের  দোসরদের কর্তৃক কটুক্তি এবং হত্যার প্রকাশ্য হুমকির প্রতিবা...
05/06/2022

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ও তাদের দোসরদের কর্তৃক কটুক্তি এবং হত্যার প্রকাশ্য হুমকির প্রতিবাদে জননেতা মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের নেতৃত্বে গোবিন্দগঞ্জ পয়েন্টে বিশাল বিক্ষোভ মিছিল।

চাচা
29/05/2022

চাচা

28/05/2022

আমি ক্লান্ত🙂

-মিথ্যে হাসিতে, মিথ্যে মানুষে, মিথ্যে বন্ধুত্বে, মিথ্যে ভালোবাসায়!💔🥀

23/05/2022

একদিন মাঠির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্দ দালান ঘর।

রাস্তায় পানি ঝিগলী ছাতক সুনামগঞ্জ
20/05/2022

রাস্তায় পানি ঝিগলী ছাতক সুনামগঞ্জ

10/05/2022

আজ মরহুম আব্দুল হাকিম ভাইয়ের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে - ঝিগলী গণপাঠাগারে, #শব্দসিঁড়ি_সাহিত্য_পরিষদের উদ্বোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল। হাকিম ভাই ছিলেন একজন ভালো সংগঠক ও সাদা মনের মানুষ। তাঁর মৃত্যুতে আমরা একজন ন্যায় পরায়ন ব্যাক্তিকে হারালাম। আমরা মরহুমকে জানাই বনম্র শ্রদ্ধা।
আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করি, আল্লাহ যেন উনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। আসিন।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের       জন্ম দিনে জানাই শ্রদ্ধাঞ্জলি,          শ্রদ্ধাভরে স্মরণ করে তার প্রতি অর্পণ করি শ্রদ...
08/05/2022

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের
জন্ম দিনে জানাই শ্রদ্ধাঞ্জলি,
শ্রদ্ধাভরে স্মরণ করে
তার প্রতি অর্পণ করি শ্রদ্ধার্ঘ্য পুষ্পাঞ্জলি।

25/03/2022
25/03/2022
23/03/2022
21/03/2022
20/03/2022
19/03/2022

শব্দসিঁড়ি সাহিত্য পরিষদ সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত "রানা কুঞ্জকানন" এর শুভ উদ্বোধন উপলক্ষে গণ সংবর্ধনা।

18/03/2022
শব্দসিঁড়ি সাহিত্য পরিষদ সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত রানা কুঞ্জকাননের শুভ উদ্বোধন উপলক্ষে গণ সংবর্ধনা।সংবর্ধিত অতিথি ৯০এর স্...
18/03/2022

শব্দসিঁড়ি সাহিত্য পরিষদ সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত রানা কুঞ্জকাননের শুভ উদ্বোধন উপলক্ষে গণ সংবর্ধনা।

সংবর্ধিত অতিথি ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রলীগ নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব আওলাদ আলী রেজা ও সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক জনাব নুরুজ্জামান।

কবি দার্শনিক অধ্যাপক রফিকুল ইসলাম ও ছড়াশিল্পী নজরুল ইসলাম আসলমীর পৃষ্ঠপোষকতায় - যে সকল বিভাগ নিয়ে রানা কুঞ্জকানন গঠিত -

১/ আব্দুল হক স্মৃতি গণ শিক্ষা কেন্দ্র।
২/ আকলিমা হক স্মৃতি গবেষণাগার।
৩/শব্দসিঁড়ি সাহিত্য পরিষদ।
৪/ ঝিগলী গণ পাঠাগার।
৪/ শব্দসিঁড়ি প্রকাশনী।
৫/ শব্দসিঁড়ি মিডিয়া ( অনলাইন)
৬/ চিত্রকলা ও শিল্প কলা একাডেমী - সহ শিক্ষা মূলক প্রতিষ্ঠান।

14/03/2022

জামেয়া ইসলামিয়া আরাবিয়া ঝিগলী বিদায় অনুষ্ঠান।

11/03/2022
08/03/2022

কবি সৈয়দা রুবীনা কন্ঠে কবিতা আবৃত্তি।

05/03/2022

বাউল গানের আড্ডা

02/03/2022

বাউল সন্ধা

27/02/2022

অন্ধ একজন মানুষের কাছ থেকে 5 টাকা একটি নোট দিয়ে 10tk নোট নিয়ে গেল রুবেল নামে ছেলে।

Address

Lalabazar

Telephone

+8801314002811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gram Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gram Bangla:

Videos

Share


Other Lalabazar media companies

Show All