Voice Of Rights Media

Voice Of Rights Media Journalist community

ব্রেকিং নিউজ রংপুরে সিও বাজারে গ্যাস পাম্প বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিলো যে, আশপাশের ১-২ কিলোমিটার এলাকার থাই গ্লা...
19/07/2025

ব্রেকিং নিউজ
রংপুরে সিও বাজারে গ্যাস পাম্প বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিলো যে, আশপাশের ১-২ কিলোমিটার এলাকার থাই গ্লাস একে একে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। আশেপাশের যত টিনের চাল ছিলো—সব উড়ে গিয়েছে দূরে। স্টেশনের পাশে থাকা প্রাইভেট কার, মাইক্রোবাস আর অ্যাম্বুলেন্সগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এমনকি লোহার অ্যাঙ্গেল ছিটকে গিয়ে গাছের ওপর গিয়ে পড়েছে। চারপাশ যেন এক ভয়ংকর যুদ্ধক্ষেত্র! আল্লাহ হেফাজত করুক সকলকে।।

গ্যাস পাম্প গুলো জনবসতি স্কুল,কলেজ,হাসপাতাল,মার্কেট এর পাশাপাশি না হয়ে দূরে ফাকা যায়গায় হাওয়া দরকার।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঐতিহাসিক মহাসমাবেশে মাঠ আজকে রাতেই কানায় কানায় পরিপূর্ণ।
18/07/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঐতিহাসিক মহাসমাবেশে মাঠ আজকে রাতেই কানায় কানায় পরিপূর্ণ।

স্বামীর ‘কসম’ রাখতে ৬০ বছর ভাত খাননি জাহানারা বেগমস্বামীর দেওয়া একটি ‘কসম’ রাখতে প্রায় ৬০ বছর ধরে ভাত খান না জাহানারা বে...
14/07/2025

স্বামীর ‘কসম’ রাখতে ৬০ বছর ভাত খাননি জাহানারা বেগম
স্বামীর দেওয়া একটি ‘কসম’ রাখতে প্রায় ৬০ বছর ধরে ভাত খান না জাহানারা বেগম নামের এক ৭৫ বছরের বৃদ্ধা। প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ভাতের পরিবর্তে রুটি, বিস্কুটসহ অন্যান্য খাবার খেয়ে বেঁচে দিন যাপন করছেন।

দুই সন্তানের মা জাহানারা বেগম ঠাকুরগাঁও সদর উপজেলা গোবিন্দ নগর মুন্সির হাট এলাকার বাসিন্দা। তিনি একই এলাকার হাফিজুর রহমানের স্ত্রী।

এলাকাবাসী ও পরিবার বলছে, মাত্র ১১ বছর বয়সে জাহানারা বেগমের বিয়ে হয় একই এলাকার হাফিজুর রহমানের সঙ্গে। বিয়ের বছরখানেকের মধ্যেই জন্ম নেয় প্রথম সন্তান। দুই বছর পর আরও একজন। দুই সন্তান নিয়ে বেশ সুখে চলছিল তাদের দাম্পত্য জীবন। হঠাৎ একদিন পারিবারিক কলহ বাঁধে এই দম্পতির। কলহের একপর্যায়ের স্বামী হাফিজুর রাগান্বিত হয়ে তাকে বলেন, ‘তুই যদি আমার বাড়ির ভাত খাস তাহলে তোর দুই সন্তানের মাথা খাবি’। পরবর্তীতে বিবাদ মিটে গেলেও সেদিনের পর থেকে জাহানারা বেগম আর কখনো ভাত মুখে তোলেননি। ৬ বছর আগে স্বামী হাফিজুর রহমানের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। তবে স্বামীর প্রতি নেই ক্ষোভ, অভিমান।

জাহানরা বেগম বলেন, ‘স্বামীর কসম দেওয়ার পর ভয়ে ছিলাম এই ভেবে যে, ভাত খেলে সন্তানদের যদি বড় কোনো বিপদ হয় বা ক্ষতি হয়। ঘটনার ওই দিনের পর থেকে বিস্কুট, চা, রুটি এ সব খেয়ে থাকি। সংসার জীবনে তো অনেক কিছুই হয়। মানুষটার (স্বামী) জন্য এখন খুব কষ্ট হয়। আমাকে একা রেখে চলে গেল!’

জাহানারা বেগমের বড় ছেলে সিদ্দিকুল ইসলাম বলেন, ‘পরিবারের সবাই অনেক চেষ্টা করেও মাকে ভাত খাওয়াতে পারিনি। বাসায় বিভিন্ন সময় অনুষ্ঠানে আয়োজন হয়, সেখানে মাকে ছাড়া খেতে কষ্ট হয়।’

প্রতিবেশী অজিফা বেগম বলেন, ‘ওই ঘটনার পর তার স্বামীসহ আমরা অনেক চেষ্টা করেও তাঁকে খাওয়াতে পারিনি। তাঁর বিশ্বাস সে যদি ভাত খায় তাহলে তাঁর সন্তান ও তার নিজের ক্ষতি হতে পারে। এ কারণে সে আর কোনো দিন ভাত খাননি।’

13/07/2025

পুুরান ঢাকায় যুবদল কর্তৃক নৃশংসভাবে সোহাগকে হত্যা করা হয়েছে তার আগের একটি ভিডিও বার্তা।

চাঁদা না দেওয়ায় ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংস ভাবে হত্যা করে এবং মৃত দেহের উপর নৃত্য পরিবেশন করেন চকবাজার থানা যুব...
12/07/2025

চাঁদা না দেওয়ায় ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংস ভাবে হত্যা করে এবং মৃত দেহের উপর নৃত্য পরিবেশন করেন চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মইন।

11/07/2025

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সিন্দুনা ইউনিয়নের জোড়া দিঘী থেকে ৫০০ গজ দক্ষিণে মেইন রোডের পশ্চিমে,
কিছু কুচক্রী মহল অবৈধভাবে সতী থেকে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করছে।
এতে উক্ত এলাকার ক্ষতির সম্ভাবনা খুবই বেশি।
বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

বাবার মৃত্যুর জন্য দায়ী করলেন উপজেলা বিএনপি নেতাকে।
11/07/2025

বাবার মৃত্যুর জন্য দায়ী করলেন উপজেলা বিএনপি নেতাকে।

11/07/2025
রুহুল কবির রিজভী বলেছেন, সকল ধর্ম ও বর্ণের সকল মানুষ বিএনপির সদস্য হতে পারেন। কিন্তু দখলবাজ, চাঁদাবাজ কিংবা সমাজবিরোধী ক...
09/07/2025

রুহুল কবির রিজভী বলেছেন, সকল ধর্ম ও বর্ণের সকল মানুষ বিএনপির সদস্য হতে পারেন। কিন্তু দখলবাজ, চাঁদাবাজ কিংবা সমাজবিরোধী কেউ এই দলে স্থান পাবে না...

Breaking Newsহাতীবান্ধায় পুলিশের কাজে বাঁধা দেওয়া মামলায় মাইদুল নামে একজনকে গ্রে-ফ-তা-র করেছে থানা পুলিশ।
08/07/2025

Breaking News
হাতীবান্ধায় পুলিশের কাজে বাঁধা দেওয়া মামলায় মাইদুল নামে একজনকে গ্রে-ফ-তা-র করেছে থানা পুলিশ।

Address

Lalmonirhat
Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Rights Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share