Siddik Vai

Siddik Vai ꧁࿐BISMILLAH࿐꧂

আমাদের পেইজে আপনাকে স্বাগতম🌹
পেইজ টাহ ঘুরে আসুন ❤️‍
ভালো লাগলে ফলো দিয়ে সাপোর্ট করুন

বাচ্চাটার দিকে তাকান!কি মায়াবী না?ও হাদি ভাই এর ছেলে। ও কি জানে ফজরের সময় ওর বাবা ওকে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে ইনসাফ প...
19/12/2025

বাচ্চাটার দিকে তাকান!
কি মায়াবী না?
ও হাদি ভাই এর ছেলে। ও কি জানে ফজরের সময় ওর বাবা ওকে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে আসতো! এই পাখিটা বাবা ছাড়া বড় হবে; হোক! অনেক বড় হোক।📈

আমার ভাই হাদি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
18/12/2025

আমার ভাই হাদি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

13/12/2025

রাতে স্বামী রাগ করলে স্ত্রী যদি বলে,
তুমি খুশি না হওয়া অব্দি আমি ঘুমাবো না।
রাসূল ( সা: )বলেন সে স্ত্রী জান্নাতি।

ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে।ফয়সাল করিম মাসুদ (ছদ্মনাম দাউদ বিন ফয়সাল) নামের এই...
12/12/2025

ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে।

ফয়সাল করিম মাসুদ (ছদ্মনাম দাউদ বিন ফয়সাল) নামের এই ব্যক্তি সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি।

ছবিতে লালবৃত্তে চিহ্নিত ফয়সাল গত ৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির ঠিক পাশে বসে ছিলেন একটি বৈঠকে।

জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলে জানা গেছে।

কম বয়সে স্বামীকে হারিয়েছেন। জেলে থাকতে মাকে হারিয়েছেন। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছেন। আরেক সন্তান হাজা...
28/11/2025

কম বয়সে স্বামীকে হারিয়েছেন। জেলে থাকতে মাকে হারিয়েছেন। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছেন। আরেক সন্তান হাজার মাইল দূরে লন্ডনে ছিল দেড় দশক। এ ছাড়া নিজ বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে! খালেদা জিয়ার জীবনের পুরোটাই ত্যাগ ও সংগ্রামে ভরা!

খালেদা জিয়া চাইলে উন্নত কোনো দেশে বাকি জীবনটা আরামে কাটিয়ে দিতে পারতেন। তবে তিনি একবার বলেছিলেন, “আমার স্বজনহীন জীবনে দেশবাসীই আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাবো না।”

বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের সময়গুলো দেখে নিন -

২০০৭-২০০৮ সাল! এই সময়টায় খালেদা জিয়ার পরিবার ও দল – দু’টোর অবস্থাই ভীষণ নাজুক ছিল। তাঁর দুই ছেলেই দেশ ছাড়তে বাধ্য হন। বড় ছেলে তারেক রহমান ছিলেন গু'রু'তর আ'হত। তিনি যান লন্ডনে। ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন অ্যাজমা রোগাক্রান্ত। তিনি যান থাইল্যান্ড ও পরে মালয়েশিয়ায়।

এদিকে, বিএনপি ছিল দীর্ঘদিন ক্ষমতার বাইরে। বিপর্যয় আরও ঘনিয়ে আসে ২০০৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ নির্বাচনে জিতলে। নানা অনিয়মের অভিযোগ তুলে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহিদ মইনুল রোডের বাড়িটির
বরাদ্দ বাতিল করা হয়। পরে, ২০১০ সালের ১৩ নভেম্বর তাকে সেই বাড়ি থেকে উচ্ছেদ করা হয় যেখানে তিনি ৩৮ বছর ধরে বসবাস করেছিলেন।

মূলত জিয়াউর রহমান প্রাণ হারানোর পর তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ টোকেন মূল্যে ওই ২.৭২ একর সম্পত্তি খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিলেন। এরপরও খালেদা জিয়ার বিপর্যয়ের শেষ হয়নি। ২০১৫ সালের জানুয়ারি থেকে খালেদা জিয়া গুলশানে তাঁর অফিসে অবরুদ্ধ হন। এই অবস্থায় মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো প্রা'ণ হারায়।

পারিবারিক জীবনে ঝড় ঝঞ্ঝার এই সময়টাতে তিনি দলকে ভোলেননি। খালেদা জিয়া একবার বিরল রেকর্ড গড়েছিলেন! মাত্র ১৪ দিনে তিনি প্রায় ১০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন! বিধ্বস্ত বিএনপিকে নতুনভাবে সংগঠিত করতে তিনি একের পর এক জেলা পাড়ি দিয়েছিলেন।

শতাধিক জনসভা ও পথসভায় নির্বাচনী ভাষণ দিয়েছিলেন। এভাবে বাংলাদেশের নির্বাচনী অভিযানের ইতিহাসে
খালেদা জিয়া রেকর্ড গড়েছিলেন। তখন ছিল নির্বাচনের সময়, ২০০৮ সালের নির্বাচন। কিন্তু বিএনপি সেই নির্বাচনে হেরে যায়। পরাজয়ের পরও তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেন। কিন্তু ২০১৩ সালের নির্বাচনের আগে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।

তাঁর গুলশানের বাড়ির সামনের রাস্তার দুই পাশে বালির ট্রাক দিয়ে আটকে রাখা হয়। ওই সময় খালেদা জিয়া রেগে গিয়ে পুলিশদের উদ্দেশ্য করে বলেছিলেন, “এরা সবাই গোপালগঞ্জের, গোপালগঞ্জের নামই বদলে যাবে!” কিন্তু ছোট ছেলে আরাফাত রহমান কোকো প্রা'ণ হারানোর পর থেকে খালেদা জিয়ার শরীর ও মন ভেঙে পড়ে। তিনি অসুস্থ হয়ে পড়েন। খালেদা জিয়ার অসুস্থতা তাকে ও বিএনপিকে বেশ ভুগিয়েছে।

তিনি হার্ট, কিডনি ও লিভারসহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন। তাঁর হার্টে তিনটি ব্লক ছিল। আগে একটা রিং পরানো হয়েছিল। তাই ২০২৪ সালের জুনে তাঁর শরীরে পেসমেকার বসানো হয়। হৃদপিণ্ডে লাগানো এই পেসমেকার
একটা ইলেক্ট্রনিক ডিভাইস। এটা নিয়মিত বিরতিতে হার্টকে সিগন্যাল পাঠায় যাতে হার্ট পাম্প করে।বেগম জিয়া আর্থ্রাইটিস ও ডায়াবেটিসেও ভুগছেন। এরপর লন্ডনে গিয়ে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন।

ইতিহাস তাকে অনেক কারণেই মনে রাখবে। তবে আলাদা করে বলতে হয়, আশির দশকে জেনারেল এরশাদের
সামরিক শাসন অবসানের লক্ষ্যে দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে। এরশাদের ৯ বছরের শাসনামলে খালেদা জিয়া তিনবার গ্রেফতার হন।

এই আন্দোলনে সফল হয়ে ১৯৯১ সালে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেবার তিনি ফেনী-১, বগুড়া-৭, ঢাকা-৫, ঢাকা-৯, চট্টগ্রাম-৮ – মোট ৫টি আসনে জিতেছিলেন,যা রেকর্ড! এই ৫ আসন থেকে
তার মোট ভোট ছিল ৩ লাখ ১৬ হাজার ০৬৩!

১৯৯৬ সালের নির্বাচনেও তিনি ৫টি আসন থেকে জিতেছেন। এভাবে ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত অনুষ্ঠিত পাঁচটি নির্বাচনের মধ্যে চারটি নির্বাচনে খালেদা জিয়া সর্বোচ্চ ১৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ২০ লাখ ভোট পেয়েছেন!

দীর্ঘ সংগ্রামী জীবনে তাঁর প্রাপ্তি অনেক। তাঁর নামের সঙ্গে আছে ‘মাদার অব ডেমোক্রেসি’ তকমা। ত্যাগ ও সংগ্রামের দিক থেকে তাঁর তুলনা তিনি নিজেই!

©

23/11/2025

Deshi spiderman.!🦸🤣

শান্তিতে রাতে ঘুমাইতে পারে অন্ততসবসময় ভয়ে থাকা লাগে না।
22/11/2025

শান্তিতে রাতে ঘুমাইতে পারে অন্তত
সবসময় ভয়ে থাকা লাগে না।

যারা ভাবছেন প -লা-ত-ক হাসিনার মৃ- ত্যুভি-দ-ন্ডে-র রায় গুরুত্বপূর্ণ না..কারণ সে ভা-রতের কোলে বসে আছে..আপনাদের ভাবনা ভুল.....
17/11/2025

যারা ভাবছেন প -লা-ত-ক হাসিনার মৃ- ত্যুভি-দ-ন্ডে-র রায় গুরুত্বপূর্ণ না..কারণ সে ভা-রতের কোলে বসে আছে..আপনাদের ভাবনা ভুল..এই রায় এর বিশেষ তাৎপর্য রয়েছে..

শেখ হাসিনা এখন আন্তর্জাতিক ভাবে মৃ- ত্যু-দ- ন্ডে-র আসামী..ভারতও ইচ্ছে মতো মুভমেন্ট করতে পারবে না তাকে নিয়ে..অল্প কিছুদিনের মধ্যেই কথার সুর পাল্টে যাবে..দেখতে পাবেন..অপেক্ষা করুন..

শেখ হাসিনা এই রায়ের বিপক্ষে আপিল করতে পারবে না..আর্ন্তজাতিক অ-প-রা-ধ ট্রাই-বুনালের রায়ের বিপক্ষে আপিল করতে হলে আ-সামীকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে গ্রেফতার হয়ে আত্মসমর্পণ করতে হবে..সময়সীমা ৩০ দিন..এরপর আপিল করার সুযোগ শে-ষ হয়ে যাবে..

শেখ হাসিনাকে দেশে আনা সম্ভব হলে অথবা সে নিজ ইচ্ছায় দেশে আসলেই রাতারাতি ফাঁ। -সি কা-র্য-ক-র করতে আইনি কোনো বাঁধা থাকবে না..শেখ মুজিব হ -ত্যা মা-ম-লা-র সা- জা-প্রাপ্ত আসামী কলকাতা ফেরত ক্যাপ্টেন মাজেদকে যেভাবে রাতারাতি ফাঁ-সি কা-র্য-ক-র করেছিলো ২০২০ সালে ঠিক তেমনটাই..

এই রায় এর মধ্য দিয়ে অফিসিয়ালি শেখ হাসিনা এবং আওয়ামিলীগের পায়ের তলার মাটি সরে গেলো 🙂
©️

14/11/2025

😊😊

12/11/2025

যে ভদ্র সে, ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়, আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই!

ডায়ালাইসিস চলাকালে রোগীর শরীর থেকে রক্ত বের করে লাল টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়, সেখান থেকে পরিশোধিত রক্ত...
30/10/2025

ডায়ালাইসিস চলাকালে রোগীর শরীর থেকে রক্ত বের করে লাল টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়, সেখান থেকে পরিশোধিত রক্ত আবার নীল টিউব দিয়ে শরীরে ফিরিয়ে দেওয়া হয়।
এই প্রক্রিয়া চলতে থাকে টানা চার ঘণ্টা, রোগীকে শুয়ে থাকতে হয় একটানা, নড়াচড়া ছাড়া।
একজন ডায়ালাইসিস রোগীকে সপ্তাহে তিনবার এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়—
মাসে ১২ বার, মোট ৪৮ ঘণ্টা যন্ত্রের ওপর নির্ভরশীল জীবন।
অন্যদিকে, যারা সুস্থ—তাদের কিডনি এই কাজটি করে ফেলে দিনে ৩৬ বার,
না কোনো যন্ত্রের সাহায্য, না কোনো কষ্ট, না কোনো সময়ক্ষেপন।
“অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?”
সূরা আর রহমান,আয়াত-১৩

27/10/2025

- মানসিক শান্তি'ই বড় শান্তি->!!🩷'🌻

Address

Lalmonirhat
Lalmonirhat

Telephone

+8801786776924

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddik Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Siddik Vai:

Share

Category