Firoz's Tale

Firoz's Tale Assalamualaikum�.I'm a professional freelancer and digital marketer. you are welcome.

05/06/2025

Thanks for following 💗🤍💥💕

বাংলা বই vs বিজ্ঞান বই!🐸১) বাংলা বই বলে: সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়।🤔ফিজিক্স বই বলে: সূর্য ডুবে ও না ওঠেও না...
22/02/2025

বাংলা বই vs বিজ্ঞান বই!🐸

১) বাংলা বই বলে: সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়।🤔

ফিজিক্স বই বলে: সূর্য ডুবে ও না ওঠেও নাহ। পৃথিবী টা ঘুরে!🙄

২) বাংলা বই বলে: মানুষের সকল শক্তির আধার হচ্ছে চেতনা ও মূল্যবোধ😐

জীববিজ্ঞান বই বলে: মানুষের সকল শক্তির আধার হচ্ছে মাইটোকন্ড্রিয়া!😄

৩) বাংলা বই বলে: পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দেও স্বর্গের শোক!😌

ফিজিক্স বই বলে: পৃথিবী হচ্ছে কমলালেবুর মতো গোল। এর কোনো কোনা নাই!😒

৪) বাংলা বই বলে: যারা মানবকল্যাণে কোনো ভূমিকা রাখতে পারে নাহ, তারা হল অপদার্থ!😭

রসায়ন বই বলে: কোনো মানুষ ই অপদার্থ নয়।😋
সকল মানুষই পদার্থ।😔 কারন মানুষের ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে মানুষ বাধা প্রদান করে!😔😔

৫) বাংলা বই বলে: মানুষকে হৃদয় থেকে ভালোবাসো!😘

জীববিজ্ঞান বই বলে: ভালোবাসায় আর ভাল লাগায় হৃদপিন্ডের কোনো ভূমিকা নেই!😟

_ কি করবোরে ভাই,🤔 এগুলো কি বই পড়ি কোনোটার সাথে কোনো মিল নেই!😋🤣🐸

আজকাল বই ও আরেক বইয়ের সাথে শত্রুতা করছে,,🤣🤣
C

Three friends ,three million memories 😌🥰
09/02/2025

Three friends ,three million memories 😌🥰

Guess the mistake 🕵️
31/01/2025

Guess the mistake 🕵️

গুড চয়েজ। সারজিস আলম 🌸🌸🫶💐
31/01/2025

গুড চয়েজ। সারজিস আলম 🌸🌸🫶💐

😌
15/12/2024

😌

পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থানের নাম হলো মাউন্ট এভারেস্ট এবং সবচেয়ে গভীরতম স্থান হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স। দ...
05/11/2024

পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থানের নাম হলো মাউন্ট এভারেস্ট এবং সবচেয়ে গভীরতম স্থান হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স। দুই স্থানেই পৌঁছানো প্রথম মানুষটি কে জানেন?

তিনি "ভিক্টর ভাসকেভো"! যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এডভেঞ্চারের নেশা।

পৃথিবীর ৭ মহাদেশের ৭টি সর্বোচ্চ চূড়ায় এবং পৃথিবীর মহাসমুদ্রের সবচেয়ে গভীরতম ৫ স্থানে অভিযান সফল করেছেন তিনি"

এক্স মার্কিন নেভিয়ান ভিক্টর মহাসমুদ্রের সবচেয়ে গভীরতম ৫ স্থানে যে অভিযান করেছিলেন, সেখানে সলো অভিযান ছিলো দুইটি।

এমনকি গত বছরেও তিনি মহাকাশ ভ্রমনের অভিজ্ঞতা নিয়ে এসেছেন!

শুধু তাই নয়, উত্তর মেরু আর দক্ষিন মেরুর শেষ বিন্দুতে স্কি করে এসেছেন তিনি।

এই মানুষটা তার জীবদ্দশায় এমন এমন অভিযান করেছেন যে রিস্ক ফেক্টর বিবেচনা করলে বেঁচে থাকাটা মহা বিস্ময়! কিন্তু রাখে আল্লাহ মারে কে!

টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরন ৩২ বার ডুবন্ত টাইটানিক দেখতে বার বার অতল সমুদ্রে অভিযান করেছেন!

টাইটানিক তো মাত্র ১২০০০ ফুট নিচে, ভিক্টর প্রথম একা মানুষ হিসেবে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্সের গভীরে সফল অভিযান করেছিলেন! সমুদ্রের ৩৫০০০ হাজার ফুটে নিচে ছোট্ট একটা সামবেরিন নিয়ে ল্যান্ড করিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে গভীরতম যায়গায়।

যেখানে পানির চাপ ছিলো প্রতি বর্গ ইঞ্চিতে ১৬০০০ পাউন্ডের বেশি! দুর্ঘটনা ঘটলে পানির প্রেসারে চেপ্টা হয়ে মৃত্যু বরন করতে হতো। তবুও এডভেঞ্চার নামক নেশাটা তাকে দমিয়ে রাখতে পারেনি। সফল ভাবে বেচে ফিরেছিলেন তিনি।

মানুষের এই অদম্য এডভেঞ্চারাস একটিভিটি পৃথিবীর মানচিত্র পাল্টে দিয়েছিলো একসময়। অনেক কিছুই আমরা উপভোগ করছি যা মানুষের মৃত্যুর মুখোমুখি হয়ে অর্জন করতে হয়েছে।

আর আপনি কিনা নিজের ছোট-খাটো লক্ষ্যগুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছেন! কেন?

উঠে দাঁড়ান। আবার পরিকল্পনা করুন। পরিশ্রম করুন। লেগে থাকুন।
সফলতা আসবে ই_ইনশাল্লাহ। (সংগৃহীত)

একটা ছেলেকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হলো , আচ্ছা বলো দেখি তোমার একটা পজিটিভ দিকের কথা যেটা দিয়ে তুমি আমাদের ইম্প্রেস...
30/10/2024

একটা ছেলেকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হলো , আচ্ছা বলো দেখি তোমার একটা পজিটিভ দিকের কথা যেটা দিয়ে তুমি আমাদের ইম্প্রেস করতে পারো ।

ছেলেটা একটু ভেবে নিয়ে উত্তর দিলো , স্যার আমার সিভির দিকে তাকালে দেখবেন আমার রেজাল্ট খুব একটা ভালো না । এরপরেও ৯৫ জন কে টপকে রিটেন এক্সামে ১ম হয়ে আপনাদের সামনে বসে ভাইভা দিচ্ছি স্যার । এইটাই আমার সব থেকে পজিটিভ দিক ।

বোর্ড থেকে উত্তর এলো ,এটা কি আর অমন পজিটিভ দিক ? ব্যাখ্যা করো তো !!

ছেলেটার উত্তর , স্যার আমার সাথে মাধ্যমিক এ rank করা একটা ছেলে এক্সাম দিতে এসেছে । আমার সাথে HS এ rank করা একটা ছেলেও এক্সাম দিতে এসেছে ।

মানুষের অনেক কথাই শুনেছি বেকার জীবনে আমি । এতোকিছু শোনার পরেও নিজেকে তৈরি করে আজকে এই জায়গায় আসছি স্যার । রিটেনে টিকে যাওয়ায় আপনারা আমাকে ডেকেছেন । নইলে ডাকতেন না । স্যার ,আমি মনে করি এইটাই আমার সব থেকে পজিটিভ দিক ।

আমি ফাইট করতে জানি । হারতে জানি না । আমি জানি এইখানে আমার চাকুরী না হলেও আরেকটা জায়গায় আমি ঠিক চাকুরী জুটিয়ে নিতে পারবো । বোর্ড তার এটিচিউডে ইম্প্রেস হয়েছিল । জবটা পেলো সেই ছেলেটাই ।

দিস ইজ কলড এটিচিঊড ।
কোন মোটিভেশনাল ভিডিও দেখে এই মনোভাব আসে না ।
সারাদিন বসে ইউটিউবিং করে এই মনোভাব গড়ে তোলা যায় না!
এই মনোভাব আর সাহস আসে অদম্য পরিশ্রম থেকে ।

সকাল বেলা অফিসে যাওয়ার সময় আমি দুই ধরনের ছেলে দেখি ।
একদল আছে বসে বসে বইয়ের পাতা উল্টায় । আরেকদল আছে সারারাত স্পেশাল ওয়ানের সাথে কথা বলে দিনের বেলা দুপুর ১ টা অব্দি ঘুমাতে থাকে ।

দুইজনের রেজাল্ট কখনোই একরকম হবে না । সবাই চ্যালেঞ্জ নিতে পারে না । যতো গভীর গর্তে পড়বেন চ্যালেঞ্জ ঠিক ততোটাই কঠিন হবে ।

বেকারত্বের টেস্ট কি জিনিস সেটা এক্সাম দিয়ে ফেল না করা পর্যন্ত টের পাবেন না । যেদিন টের পাবেন সেদিন বুঝে ফেলবেন পায়ের নিচে আর মাটিটা নাই । ওইদিন ক্লাস ফাইভের বৃত্তিও কাজে আসবে না । কোন মোটিভেশনাল গল্পও কান দিয়ে ঢুকবে না ।

জীবন থেকে যদি পালাতেই থাকেন , তাহলে জীবনও আপনাকে তাড়িয়েই বেড়াবে । আর যদি ফেস করতে শিখেন , চোখ বুজে চ্যালেঞ্জ নিতে শেখেন তাহলে দেখবেন একটা না একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছেন ।

ভুল করাটা সমস্যা নয় । ভুল না শোধরানোটাই সব থেকে বড় সমস্যা ।ধৈর্য্য হারাবেন না। চেষ্টা চালিয়ে যান।

(জানি যত সুন্দর লেখনীই কালেক্ট করি না কেন, খুব কম মানুষই লাইক দিবে।

মূল ভবনে আ’ঘা’ত করার সময় তিনি গ্রাউন্ড ফ্লোরে ছিলেন। ভবনের চারদিক ঘিরে ফেলে দা’ন’ব বাহিনী। ওদের উপস্থিতি টের পাওয়ার সঙ্গ...
22/10/2024

মূল ভবনে আ’ঘা’ত করার সময় তিনি গ্রাউন্ড ফ্লোরে ছিলেন। ভবনের চারদিক ঘিরে ফেলে দা’ন’ব বাহিনী। ওদের উপস্থিতি টের পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি উপরের তলায়, ঠিক যেখানে তিনি লুকিয়ে থাকতেন, সেখানে চলে গেলেন। তাঁর এর দৌড়ঝাঁপ দেখে ফেলে ওরা। উপরে ওঠার মুহূর্তেই ওরা আবার তাঁকে লক্ষ করে ট্যা’ঙ্ক থেকে হা’ম’লা চালায়। তিনি মা’রা’ত্ম’কভাবে আ’হ’ত হন এবং একটা হাত শরীর থেকে বি‘চ্ছি’ন্ন হয়ে যায়। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে তাঁর জায়গায় গিয়ে বসলেন। এরমধ্যে শ’য়’তা’ন বা‘হিনী তোড়জোড় করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। তিনি তা টের পেয়ে এক হাতেই দু দুটো গ্রে’নে’ড নিক্ষেপ করেন ওদেরকে ল’ক্ষ্য করে। ওরা সাহস হারিয়ে ফেলল। যে গতিতে উপরে ওঠার চেষ্টা করেছিল তারচেয়ে দ্বিগুণ গতিতে পুনরায় নিচে নেমে গেল।

বাহিরে রুদ্ধদ্বার বৈঠক। সিদ্ধান্ত হল ড্রো’ন প্রবেশ করিয়ে তাঁর অবস্থান শনাক্ত করা। সিদ্ধান্ত অনুযায়ী ড্রো’ন ব্যবহার করল তারা। তিনি শরী’র থেকে আলাদা হয়ে যাওয়ার র’ক্তা’ক্ত হাত নিয়ে দেখছিলেন সব। তাঁর এক হাতে ছিল লাঠি। যখন ড্রো’ন তাঁর কাছাকাছি আসল ঠিক তখনই তিনি লাঠি নিক্ষেপ করলেন ড্রো’ন এর উদ্দেশ্যে। তাঁর এই অবস্থান শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বিল্ডিং গু’ড়ি’য়ে দেওয়ার মতো শক্তিশালী ট্যাং’ক শে’ল্ড ব্যবহার করল ওরা এবং তিনিও তাঁর সামনের কাতারে থেকে লড়াই করার এক অবিস্মরণীয় ও ঐতিহাসিক অভিযাত্রা শেষ করলেন। আল্লাহতালা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন!!

©

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
19/10/2024

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

🤣
18/10/2024

🤣

16/10/2024

Address

Lalmonirhat
Lalmonirhat

Telephone

+8801324132736

Website

Http://www.youtube.com/

Alerts

Be the first to know and let us send you an email when Firoz's Tale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Firoz's Tale:

Share