05/06/2025
সামনেই ইদ। অনেকেই ইদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যাবেন। এই কয়েকদিন আপনার শহরের বাসাটি খালি থাকবে। বাসার নিরাপত্তা ও অন্যান্য যে সকল বিষয়ে সতর্কতা জরুরি সেগুলো তুলে ধরা হলোঃ
🔐 নিরাপত্তা ব্যবস্থা:
১. সকল দরজা-জানালা ভালোভাবে তালা দিন – প্রধান দরজার পাশাপাশি বাথরুম, বারান্দা, রান্নাঘরের জানালাও তালা দিন।
২. ডবল লক বা স্মার্ট লক ব্যবহার করুন – সম্ভব হলে অতিরিক্ত নিরাপত্তার জন্য স্মার্ট লক বা ডবল লক ব্যবহার করুন।
৩. গ্যাসের চুলা ও রেগুলেটর খুলে দিন – গ্যাস লিকেজ রোধে রেগুলেটর খুলে রাখা জরুরি।
৪. বাড়ির মেইন সুইচ বন্ধ করুন – অপ্রয়োজনীয় বৈদ্যুতিক ঝুঁকি এড়াতে মেইন সুইচ বন্ধ রাখুন।
৫. ফ্রিজ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন – দীর্ঘ সময় গেলে ফ্রিজের প্লাগ খুলে দিন এবং ফ্রিজ খালি করে দিন।
৬. সিসিটিভি থাকলে অন রাখুন – বাসায় সিসিটিভি থাকলে তা চালু রেখে মনিটরিং করুন।
৭. মেইন পানির লাইন বন্ধ করে দিন – পানির লিক হলে তা যেন প্লাবন না ঘটায়।
৮. দরকারি জিনিসপত্র নিরাপদ স্থানে রাখুন – মূল্যবান জিনিস ব্যাংক বা লকারে রাখুন, অথবা এমন জায়গায় রাখুন যা সহজে চুরি করা যায় না।
৯. বাসা পরিষ্কার করে যান – যাতে ফিরে এসে দুর্গন্ধ বা পোকামাকড়ের সমস্যা না হয়।
১০. পোষা প্রাণী থাকলে- বাসায় যদি পোষা প্রাণী থাকে তাহলে সঙ্গে নিয়ে আসুন অথবা এনিম্যাল কেয়ার এ রেখে আসুন।
🛣️ যাত্রার সময় সতর্কতা:
১. পরিকল্পনা– যাত্রার সময় এবং তারিখ আগেই ঠিক করে নিন। সম্ভব হলে ভিড়ের সময় এড়িয়ে চলুন।
২. নিরাপদ যানবাহন– লাইসেন্সপ্রাপ্ত, নিরাপদ ও নিয়ম মেনে চলা পরিবহন ব্যবহার করুন।
৩. জরুরি নম্বর– পুলিশ, অ্যাম্বুলেন্স, আত্মীয়দের নাম্বার মোবাইলে ও কাগজে লিখে রাখুন।
👜 মালামাল ও নিরাপত্তা:
১. জরুরি কাগজপত্র– জাতীয় পরিচয়পত্র, টিকিট, মোবাইল চার্জার ইত্যাদি সঙ্গে রাখুন।
২. মালামাল– বাস, ট্রেন বা লঞ্চে চলাফেরার সময় নিজের ব্যাগপত্রে নজর রাখুন।
আপনার ইদ যাত্রা নিরাপদ হোক। লেখাটি শে*য়া*র করতে পারেন।
-লিমন কবির