Uttor Bangla Entertainment

Uttor Bangla Entertainment Entertainment
comedy
Fun
Social Drama
(1)

সকলের দোয়া ও ভালোবাসায় ফাইনালি 'উত্তর বাংলা এন্টারটেইনমেন্ট' ইউটিউব চ্যানেলটি ১ লক্ষ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছ...
04/07/2025

সকলের দোয়া ও ভালোবাসায় ফাইনালি 'উত্তর বাংলা এন্টারটেইনমেন্ট' ইউটিউব চ্যানেলটি ১ লক্ষ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছে। এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন। সকল সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাচ্ছি।

💚💝🖤🤍🧡❤️💛💜🤎💙

মেঘ চলেছে অকূল পাথার পায় না খুঁজে পথসেই মনোহর দৃশ্য দেখে জুড়াই মনোরথ।
28/06/2025

মেঘ চলেছে অকূল পাথার পায় না খুঁজে পথ
সেই মনোহর দৃশ্য দেখে জুড়াই মনোরথ।

ইদ মুবারক
07/06/2025

ইদ মুবারক

একটি সরল দৃষ্টি নিক্ষেপ করলাম তোমার জন্য, বনলতাদ্বিধা ফেলে সেই পথে এগিয়ে যেও একদিন।নিসর্গ পেয়ে গেলে তারপর, খুলে যাবে একট...
06/06/2025

একটি সরল দৃষ্টি নিক্ষেপ করলাম তোমার জন্য, বনলতা
দ্বিধা ফেলে সেই পথে এগিয়ে যেও একদিন।

নিসর্গ পেয়ে গেলে তারপর, খুলে যাবে একটি অনন্ত প্রেমের সংবিধান
বটবৃক্ষের বাঁকলে খোদাই করা পত্রটিতে একটিমাত্র পলক ফেলে
অলিপথ-গলিপথ আঁকা নকশাটিও তুলে নিও।

এরপর এগিয়ে যেও সন্নিকটের কলমিলতা বিলের কাছে
কলমিজলে রাজহংসের ঘর-সংসারকে নির্ভুল চিহ্ন মেনে নিয়ে
সেই ঠিকানায় পদ্মফুলের আসন পেতে বসে যেও
ভুল করো না যেন, বনলতা
তোমার একটিমাত্র ভুলেও অপমৃত্যু ঘটে যাবে জীয়ন্ত সংবিধানের
মুছে যাবে নিমন্ত্রণ বাণী-
নকশার রেখাগুলো অভিমানে দুর্বোধ্য হয়ে উঠবে সদলবলে
মনে রেখ, তোমার একটিমাত্র ভুলেও
অবশ্যম্ভাবী আখ্যানের চিরসমাপ্তি ঘটে যাবে।

এইবার অনবদ্য দৃষ্টি ফেল সহজপাঠ্য পুস্তকের অভ্যন্তরে
পুনঃ পুনঃ পরখ কর সরলদ্রষ্টা আঁখির গভীরতা
সন্তর্পনে বুঝে নাও অনন্ত সংবিধানের প্রেম-অপ্রেমের মূলনীতি
নকশার অলিপথ-গলিপথ খুব করে ঘুরে এসো একবার।

তারপর একদিন,
সব দ্বিধা ঝেড়ে ফেলে চলে এসো প্রেমিকের কাছে।

-লিমন কবির

সামনেই ইদ। অনেকেই ইদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যাবেন। এই কয়েকদিন আপনার শহরের বাসাটি খালি থাকবে। বাসার নিরাপত্তা ও অন্যা...
05/06/2025

সামনেই ইদ। অনেকেই ইদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যাবেন। এই কয়েকদিন আপনার শহরের বাসাটি খালি থাকবে। বাসার নিরাপত্তা ও অন্যান্য যে সকল বিষয়ে সতর্কতা জরুরি সেগুলো তুলে ধরা হলোঃ

🔐 নিরাপত্তা ব্যবস্থা:
১. সকল দরজা-জানালা ভালোভাবে তালা দিন – প্রধান দরজার পাশাপাশি বাথরুম, বারান্দা, রান্নাঘরের জানালাও তালা দিন।
২. ডবল লক বা স্মার্ট লক ব্যবহার করুন – সম্ভব হলে অতিরিক্ত নিরাপত্তার জন্য স্মার্ট লক বা ডবল লক ব্যবহার করুন।
৩. গ্যাসের চুলা ও রেগুলেটর খুলে দিন – গ্যাস লিকেজ রোধে রেগুলেটর খুলে রাখা জরুরি।
৪. বাড়ির মেইন সুইচ বন্ধ করুন – অপ্রয়োজনীয় বৈদ্যুতিক ঝুঁকি এড়াতে মেইন সুইচ বন্ধ রাখুন।
৫. ফ্রিজ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন – দীর্ঘ সময় গেলে ফ্রিজের প্লাগ খুলে দিন এবং ফ্রিজ খালি করে দিন।
৬. সিসিটিভি থাকলে অন রাখুন – বাসায় সিসিটিভি থাকলে তা চালু রেখে মনিটরিং করুন।
৭. মেইন পানির লাইন বন্ধ করে দিন – পানির লিক হলে তা যেন প্লাবন না ঘটায়।
৮. দরকারি জিনিসপত্র নিরাপদ স্থানে রাখুন – মূল্যবান জিনিস ব্যাংক বা লকারে রাখুন, অথবা এমন জায়গায় রাখুন যা সহজে চুরি করা যায় না।
৯. বাসা পরিষ্কার করে যান – যাতে ফিরে এসে দুর্গন্ধ বা পোকামাকড়ের সমস্যা না হয়।
১০. পোষা প্রাণী থাকলে- বাসায় যদি পোষা প্রাণী থাকে তাহলে সঙ্গে নিয়ে আসুন অথবা এনিম্যাল কেয়ার এ রেখে আসুন।

🛣️ যাত্রার সময় সতর্কতা:
১. পরিকল্পনা– যাত্রার সময় এবং তারিখ আগেই ঠিক করে নিন। সম্ভব হলে ভিড়ের সময় এড়িয়ে চলুন।
২. নিরাপদ যানবাহন– লাইসেন্সপ্রাপ্ত, নিরাপদ ও নিয়ম মেনে চলা পরিবহন ব্যবহার করুন।
৩. জরুরি নম্বর– পুলিশ, অ্যাম্বুলেন্স, আত্মীয়দের নাম্বার মোবাইলে ও কাগজে লিখে রাখুন।

👜 মালামাল ও নিরাপত্তা:
১. জরুরি কাগজপত্র– জাতীয় পরিচয়পত্র, টিকিট, মোবাইল চার্জার ইত্যাদি সঙ্গে রাখুন।
২. মালামাল– বাস, ট্রেন বা লঞ্চে চলাফেরার সময় নিজের ব্যাগপত্রে নজর রাখুন।

আপনার ইদ যাত্রা নিরাপদ হোক। লেখাটি শে*য়া*র করতে পারেন।

-লিমন কবির

কোনো কারণ ছাড়াই কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে না৷ এতদিন ইনস্ট্রিম এডস সেটআপ দিয়ে রেখেছিল। আজকে সেটাও তুলে নিয়েছে।সেলুকাস ফেস...
31/05/2025

কোনো কারণ ছাড়াই কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে না৷ এতদিন ইনস্ট্রিম এডস সেটআপ দিয়ে রেখেছিল। আজকে সেটাও তুলে নিয়েছে।
সেলুকাস ফেসবুক টীম।

ক্যামেরাম্যান বলল একটু ভাব নিয়ে দাঁড়াও। আমি ভাব নিয়ে দাঁড়ালাম।অথচ ক্যামেরাম্যান বুঝতেও পারেনি আমি কার দিকে তাকিয়ে আছি।🥰🥰
28/05/2025

ক্যামেরাম্যান বলল একটু ভাব নিয়ে দাঁড়াও।
আমি ভাব নিয়ে দাঁড়ালাম।
অথচ ক্যামেরাম্যান বুঝতেও পারেনি আমি কার দিকে তাকিয়ে আছি।

🥰🥰

আজকে আমি সন্ধ্যা স্নানে সিক্ত হবসন্ধ্যা নামার আগেই যদি বৃষ্টি নামেখুব প্রণয়ে সেই মোহনার আপন হব।
19/05/2025

আজকে আমি সন্ধ্যা স্নানে সিক্ত হব
সন্ধ্যা নামার আগেই যদি বৃষ্টি নামে
খুব প্রণয়ে সেই মোহনার আপন হব।

ফেসবুক আমার সাথে নিয়মিত মজা নিচ্ছে......
30/04/2025

ফেসবুক আমার সাথে নিয়মিত মজা নিচ্ছে......

বারবার এই দৃশ্যের কাছেই আটকে যাই....
26/04/2025

বারবার এই দৃশ্যের কাছেই আটকে যাই....

25/04/2025

কাশ্মীরে জ*ঙ্গী হাম*লার প্রভাব বাংলাদেশেও আসতে পারে যেভাবে।

মলম মিডিয়া।
25/04/2025

মলম মিডিয়া।

Address

Lalmonirhat
Lalmonirhat

Telephone

+8801793813681

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttor Bangla Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uttor Bangla Entertainment:

Share