ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর

  • Home
  • Bangladesh
  • Lalmonirhat
  • ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর

ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, Digital creator, Lalmonirhat.

পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র জী কি জয়।
পরম আরাধ্যা জগৎ জননী শ্রীশ্রীবড়মা কি জয়।
পরম পূজ্যপাদ শ্রীশ্রীবড়দাদা কি জয়।
পরম পূজ্যপাদ শ্রীশ্রীআচার্য্যদেব কি জয়।
বন্দে -পুরুষোত্তমম্
বন্দে-আর্য্যবৃত্তিম
বন্দে-মাতৃবর্গান।
বন্দে-অহমকৃষ্টিদৈবতম।

" আপনাদের আবারও বলি সৎসঙ্গের টাকায় ইষ্টভৃতির টাকায় না আমি হাত দি ,  না আমার পরিবারের কেউ ওই টাকা ব্যবহার করে । ওই টাকা...
26/06/2025

" আপনাদের আবারও বলি সৎসঙ্গের টাকায় ইষ্টভৃতির টাকায় না আমি হাত দি , না আমার পরিবারের কেউ ওই টাকা ব্যবহার করে । ওই টাকায় আমাদের পেট চলেনা ।

এই যে এই মন্দির (অমরধাম) দেখছেন বা যত মন্দির আছে কোনোটাই আমার বা আমার বাবার বা আমার ঠাকুরদার নয় , ছিলও না । সব সৎসঙ্গের নামে । এর পাশের যে বাড়িটা সেটাও সৎসঙ্গের নামে ।

শুধুমাত্র তার পাশে একটি বাড়ি আছে, যেটা আমার মায়ের ( বড় বৌরানিমা ) নামে আছে । ওটা আমার মাকে আমার মামা বাড়ির দাদু কিনে দিয়েছিলেন।

বাকি কিছু নেই আমাদের নামে । পুরোটাই দয়ালের ।

আমি নিজের ব্যবস্থা করে নিয়েছি। তা দিয়েই আমি এই গাড়ির ভাড়া , খাওয়া-দাওয়া , যেখানে যায় সেখানের খরচা সবকিছু দি । না আমি প্রণামী নি , আমি কারো কাছ থেকে টাকা নি।

তাই আপনাদের কোন অজুহাত আমি শুনবো না।

বাবাকে ছোট থেকে দেখে আসছি। উনি আচার্য্য । সকালে ওঠেন সেই উষাকালে , তারপরে নাম জপ , ইষ্টভৃতি এসব করে তিনি প্রার্থনায় যান । সেখান থেকে আসেন , এসে চা টুকু খেয়ে বসে পড়েন নিজের বই পত্র নিয়ে লেখাপড়া করতে । তারপর বেরিয়ে যান নামের সময়ে আশ্রমের উদ্দেশ্যে। আবার সেখান থেকে সাড়ে নটা - দশটার দিকে বাড়ি ঢুকেন । এক গ্লাস জল খেতে না খেতে ওনার নাটমন্ডপে বসার সময় হয়ে যায় ।

শুরু হয়ে যায় নিবেদন শোনা , এদিক ওদিক সকলের কথা শোনা .... এসব করতে করতে দুপুর গড়িয়ে যায় তারপর তিনি উপরে এসে হালকা কিছু খাওয়া-দাওয়া করে, এত গোটা দিনের পরে মায়ের সাথে হয়তো তার একবার কথা হয় । তারপর একটু যদি টিভি দেখেন না হলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন ।

এই করতে করতে বিকেল হয় তারপর আবার প্রার্থনায় যাওয়া , সেখান থেকে এসে এক কাপ কফি খাওয়ার সময় হতে না হতে আবার নাট মন্ডপে বসার সময় হয়ে যায় । তারপর রাত এগারোটায় নাট মন্ডপ থেকে ফিরে এসে তিনি ঘুমিয়ে যান ।

কারণ সেই সকালে আবার তিনটে চারটে থেকে পুরো দিন চালু হয় । এভাবেই নিজের পুরো জীবনটা সৎসঙ্গের জন্য তিনি দিয়েছেন ।

আমি এখন এভাবে জীবন ব্যতীত করছি। একদিন আসবে আমিও জানি আমাকে বাবার মত এভাবেই চলতে হবে।

তাই আমরা সৎসঙ্গকে নিজেদের পুরোটাই দিয়ে দিয়েছি। তাই সৎসঙ্গের পুরোটাই আমরা ব্যবহার করতে পারি। আপনিও দিয়ে দেন দেখবেন পুরোটাই আপনার হয়ে গেছে । "

পূজ্যপাদ শ্রীশ্রী অবিনদার আমৃতকথা -( বিশেষ উল্লেখ্য - শ্রীশ্রী আচার্য্যদেবের দিনলিপি )

সৎসঙ্গ অমরধাম(57)
২৪শে জুন ২০২৫ ইং , রাত্রি ১০.৩০ - ১০.৪০*

" আপনাদের আবারও বলি সৎসঙ্গের টাকায় ইষ্টভৃতির টাকায় না আমি হাত দি ,  না আমার পরিবারের কেউ ওই টাকা ব্যবহার করে । ওই টাকা...
26/06/2025

" আপনাদের আবারও বলি সৎসঙ্গের টাকায় ইষ্টভৃতির টাকায় না আমি হাত দি , না আমার পরিবারের কেউ ওই টাকা ব্যবহার করে । ওই টাকায় আমাদের পেট চলেনা । এই যে এই মন্দির (অমরধাম) দেখছেন বা যত মন্দির আছে কোনোটাই আমার বা আমার বাবার বা আমার ঠাকুরদার নয় , ছিলও না । সব সৎসঙ্গের নামে । এর পাশের যে বাড়িটা সেটাও সৎসঙ্গের নামে । শুধুমাত্র তার পাশে একটি বাড়ি আছে, যেটা আমার মায়ের ( বড় বৌরানিমা ) নামে আছে । ওটা আমার মাকে আমার মামা বাড়ির দাদু কিনে দিয়েছিলেন। বাকি কিছু নেই আমাদের নামে । পুরোটাই দয়ালের । আমি নিজের ব্যবস্থা করে নিয়েছি। তা দিয়েই আমি এই গাড়ির ভাড়া , খাওয়া-দাওয়া , যেখানে যায় সেখানের খরচা সবকিছু দি । না আমি প্রণামী নি , আমি কারো কাছ থেকে টাকা নি। তাই আপনাদের কোন অজুহাত আমি শুনবো না। বাবাকে ছোট থেকে দেখে আসছি। উনি আচার্য্য । সকালে ওঠেন সেই উষাকালে , তারপরে নাম জপ , ইষ্টভৃতি এসব করে তিনি প্রার্থনায় যান । সেখান থেকে আসেন , এসে চা টুকু খেয়ে বসে পড়েন নিজের বই পত্র নিয়ে লেখাপড়া করতে । তারপর বেরিয়ে যান নামের সময়ে আশ্রমের উদ্দেশ্যে। আবার সেখান থেকে সাড়ে নটা - দশটার দিকে বাড়ি ঢুকেন । এক গ্লাস জল খেতে না খেতে ওনার নাটমন্ডপে বসার সময় হয়ে যায় । শুরু হয়ে যায় নিবেদন শোনা , এদিক ওদিক সকলের কথা শোনা .... এসব করতে করতে দুপুর গড়িয়ে যায় তারপর তিনি উপরে এসে হালকা কিছু খাওয়া-দাওয়া করে এত গোটা দিনের পরে মায়ের সাথে হয়তো তার একবার কথা হয় । তারপর একটু যদি টিভি দেখেন না হলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন । এই করতে করতে বিকেল হয় তারপর আবার প্রার্থনায় যাওয়া , সেখান থেকে এসে এক কাপ কফি খাওয়ার সময় হতে না হতে আবার নাট মন্ডপে বসার সময় হয়ে যায় । তারপর রাত এগারোটায় নাট মন্ডপ থেকে ফিরে এসে তিনি ঘুমিয়ে যান । কারণ সেই সকালে আবার তিনটে চারটে থেকে পুরো দিন চালু হয় । এভাবেই নিজের পুরো জীবনটা সৎসঙ্গের জন্য তিনি দিয়েছেন । আমি এখন এভাবে জীবন ব্যতীত করছি। একদিন আসবে আমিও জানি আমাকে বাবার মত এভাবেই চলতে হবে। তাই আমরা সৎসঙ্গকে নিজেদের পুরোটাই দিয়ে দিয়েছি। তাই সৎসঙ্গের পুরোটাই আমরা ব্যবহার করতে পারি। আপনিও দিয়ে দেন দেখবেন পুরোটাই আপনার হয়ে গেছে । "

পূজ্যপাদ শ্রীশ্রী অবিনদার আমৃতকথা -( বিশেষ উল্লেখ্য - শ্রীশ্রী আচার্য্যদেবের দিনলিপি )

সৎসঙ্গ অমরধাম , 24 জুন , রাত্রি ১০.৩০ - ১০.৪০
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
#শ্রীশ্রীঠাকুর #সৎসঙ্গ #জয়গুরু #শ্রীশ্রীঠাকুর #পূজ্যপাদ_আচার্য্যদেব ゚
#সৎসঙ্গ #শ্রীশ্রীঠাকুর #জয়গুরু

"সব মন্দিরে কমিটি গঠন নিয়ে এত কথা, কেনো  জানেন? আপনারা মন্দির গুলো নিজেদের জন্য, নিজেদের মতো চালাতেন , দয়ালের জন্য নয়...
26/06/2025

"সব মন্দিরে কমিটি গঠন নিয়ে এত কথা, কেনো জানেন? আপনারা মন্দির গুলো নিজেদের জন্য, নিজেদের মতো চালাতেন , দয়ালের জন্য নয়। নিজের না ভেবে ওটা দয়ালের জায়গা ভাবুন, দেখবেন এই ঔদ্ধত্য ভরা বড় বড় পদ নিয়ে থাকা মানুষ গুলো ক্ষান্ত হবেন, না-হলে চলুন নিজের মত। নিজের জায়গায় হিরো হলেও দয়ালের কাছে ভিলেন হয়েই থাকবেন এবং পরজন্মে বাকিটা বুঝতে হবে ( মুচকি হাসি )"

~~পরমপূজ্যপাদ শ্রীশ্রীঅবিনদাদা ।।
অমরধাম(৫৭), সৎসঙ্গ মন্দির
কলকাতা, ভারত ।।

তারিখঃ- ২৫/০৬/২০২৫ ইং
সময় রাত্রিঃ- ১০:১০ -- ১০:২০ মিনিট।



"Marie gold বিস্কুট এর দাম যেটা আমরা রাস্তার কুকুরকে খাওয়াই সেটা ৩০ টাকা , আর ঠাকুরকেও সেই ৩০ টাকা দিয়ে সব হয়ে যাবে.....
26/06/2025

"Marie gold বিস্কুট এর দাম যেটা আমরা রাস্তার কুকুরকে খাওয়াই সেটা ৩০ টাকা , আর ঠাকুরকেও সেই ৩০ টাকা দিয়ে সব হয়ে যাবে..... কি বুঝলেন? দেখুন বলে দি - আমিও ইষ্টভৃতি করি , আমার বাবাও করেন , আমার ঠাকুরদাও করতেন। তিনি শ্রী শ্রী দাদা ) যখন শেষ সময়ে হাসপাতালে ভর্তি তখনও ওই শরীরে সকালে উঠে আগে ইষ্টভৃতি করতেন। আমরা ছাড় পাইনি যা থেকে আপনারা সেটাকে এত অবহেলার সাথে করেন। ..... মনে রাখবেন ইষ্টভৃতি এর একটা টাকাও আমি বা আমার বাড়ির কেও নিজের কাজে লাগান না। আমি নিজের ব্যবস্থা নিজে করেছি। না আমি কারো কাছে প্রনামী নি এমনি দিনে। বছরে একদিনই আমি প্রণামী সেটা সেটা আমার জন্মদিন। ব্যাস। এখন ডেলি 10 - 12 টা গাড়ি ঘুরছে , খাওয়া দাওয়া , আমি নিজে সব দি, তাই দয়ালকে ভালবাসতে গেলে কতদূরে যেতে হয় সেটা ভাবার সময় এসেছে।"

"সব মন্দিরে কমিটি গঠন নিয়ে এত কথা, কেনো জানেন জানেন? আপনারা মন্দিরগুলো নিজেদের জন্য নিজেদের মতো চালাতেন , দয়ালের জন্য নয়।নিজের না ভেবে ওটা দয়ালের জায়গা ভাবুন, দেখবেন এই ঔদ্ধত্য ভরা বড় বড় পদ নিয়ে থাকা মানুষ গুলো ক্ষান্ত হবেন, নাহলে চলুন নিজের মত। নিজের জায়গায় হিরো হলেও দয়ালের কাছে ভিলেন হয়েই থাকবেন এবং পরজন্মে বাকিটা বুঝতে হবে ( মুচকি হাসি )"
~ পরমপূজ্যপাদ শ্রীশ্রীঅবিনদাদা

রাত্রি ১০.১০ - ১০. ২০
সৎসঙ্গ অমরধাম
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄

19/06/2025

#পরমপ্রেমময়শ্রীশ্রীঠাকুর‌অনুকূলচন্দ্র #পরমপূজ্যপাদশ্রীশ্রীআচার্য্যদেব #পরমপূজ্যপাদশ্রীশ্রীঅবিনদাদা

না - করিয়া দাবীতে _____________________________কাহাকেও কিছু না করিয়া(যাহাতে মানুষ স্বস্তি, শান্তি ও আনন্দ পায় এমনতর) ...
14/06/2025

না - করিয়া দাবীতে
_____________________________
কাহাকেও কিছু না করিয়া
(যাহাতে মানুষ স্বস্তি, শান্তি ও আনন্দ পায় এমনতর)
আপনার ভাবিয়া
দাবী করিও না ___
পাইবে না _______
বরং
লাঞ্ছিত হ‌ইবে।।৫১।।

#নারীরনীতি
#পরমপ্রেমময়শ্রীশ্রীঠাকুর‌অনুকূলচন্দ্র #পরমপূজ্যপাদশ্রীশ্রীআচার্য্যদেব

12/06/2025

সেবায় সংস্রব
____________________________________________
যেমন প্রকারে
যতটুকু সম্ভব___
সবার‌ই সেবা করিও ____

কিন্তু
উপযুক্ত স্থান- ব্যতীত
সংস্রবে যাই‌ও না ।।৩৯।।

#নারীরনীতি
#পরমপ্রেমময়শ্রীশ্রীঠাকুর‌অনুকূলচন্দ্র

12/06/2025

স্বামী
________________________________________________
যদি তুমি তোমার পুরুষকে
তোমার অস্তিত্বের মত
অনুভব করিতে পার,

আর, তাহা করিলে____
বস্তুতঃ তোমার চরিত্রের ভিতর- দিয়া
চাল-চলন, ভাব-ভাষা ইত্যাদির অভিব্যক্তি
যদি ঘোষণা করে___
সে তোমার অস্তিত্ব _____
জানিও 'স্বামী'- সম্বোধন
তখনই
তোমার জয়যুক্ত হ‌ইবে।।১৭৪।।

#নারীরনীতি
#পরমপ্রেমময়শ্রীশ্রীঠাকুর‌অনুকূলচন্দ্র

10/06/2025
বিবাহে বয়সের পার্থক্য _______________________ যাহাকে পতিবরণ করিবার      সম্ভাবনা আছে_____তাহাতে      শুধু বন্ধুর মতন চি...
06/06/2025

বিবাহে বয়সের পার্থক্য
_______________________

যাহাকে পতিবরণ করিবার
সম্ভাবনা আছে_____

তাহাতে
শুধু বন্ধুর মতন চিন্তা করিও না,
বরং ভাবিও_____
দেবতার মত,
আচার্য্যের মত;

ভাব ও বয়সের নৈকট্য
মানুষের
বোধ ও গ্রহণক্ষমতার
দূরত্ব ঘটাইয়া থাকে;____

তাই___
স্বামী- স্ত্রীর বয়সের পার্থক্য

পুরুষের যে -বয়সে
প্রথম সন্তান হ‌ইতে পারে
ততখানি
হ‌ওয়াই উচিত।।৮২।।

#নারীর নীতি
#পরমপ্রেমময়শ্রীশ্রীঠাকুর‌অনুকূলচন্দ্র
পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।।

স্বামী -বিক্ষেপেস্ত্রী-ই যদি হ‌ইয়া থাক___   স্বামী হ‌ইতে বিক্ষিপ্ত হ‌ইও না___নিজের সর্ব্বনাশের আগুনে   তাঁহাকে ভস্মসাৎ ...
05/06/2025

স্বামী -বিক্ষেপে

স্ত্রী-ই যদি হ‌ইয়া থাক___
স্বামী হ‌ইতে বিক্ষিপ্ত হ‌ইও না___
নিজের সর্ব্বনাশের আগুনে
তাঁহাকে ভস্মসাৎ করিও না।। ৯০।।

নারীর নীতি
পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।

Address

Lalmonirhat

Alerts

Be the first to know and let us send you an email when ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর:

Share