12/06/2025
একসময় চেয়েছিলাম মুক্ত একটা জীবন—যেখানে কারো উপর কোনও প্রত্যাশা থাকবে না, কেউ আমার জীবনে না থাকলেও চলবে, আমার গল্প আমি একাই লিখে যাব। আজ সেই জীবন আমার। নিজের মত করে দিন কেটে যায়, কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হয় না, কেউ কিছু জানতে চায় না, আমিও বলি না। ভীষণ স্বাচ্ছন্দ্য লাগে এই একাকীত্বে। মনে হয়, এটাই তো চেয়েছিলাম—একটা একান্ত, স্বাধীন জীবন।
তবুও, কখনো কখনো—রাতের নির্জনে, কিংবা ভোরবেলা খোলা আকাশের নিচে দাঁড়ালে মনে হয়, এই স্বাধীনতাটা কি সত্যিই আমি চেয়েছিলাম? এতটা নিঃসঙ্গতা কি প্রার্থনা করেছিলাম? বুক ভার হয়ে আসে, পৃথিবীর দিকে তাকিয়ে ভাবি—মানুষ কি একা থাকার জন্যই জন্মায়?
স্বাধীনতা সুন্দর, যদি পাশে কেউ থাকে তাকে ভাগ করে নেওয়ার মতো। নিঃসঙ্গতা নিরিবিলি, যদি কেউ জানতে চায়—"তুমি আজ কেমন আছো?"
আজকের এই একাকী শান্তি যেন একরাশ ক্লান্তি নিয়ে আসে মাঝে মাঝে। তখন বুঝি, আমি স্বাধীনতা চেয়েছিলাম, নিঃসঙ্গতা না।