07/01/2024
রাজনীতি করলাম যেমন তেমন
নৌকা জিতে গেল,
জেলে পছবে বাকি জীবন
বিএনপি কভু ছিল।
নাম দিয়েছি ছাত্র নেতা
করেছি কত আন্দোলন,
এবার বউকে নিয়ে কাটাতে হবে
বাকি অনন্ত জীবন।
কৃষক মরল যেমন তেমন
বাঁচল চাকরি জিবি,
বাংলাদেশে বলতে এবার
তারাই ভাগ্যবতি।
অবৈধকে মানছি না আমরা
এক তরফা এ নির্বাচন
দূর্নীতিতে সব ভরে গেছে
আওয়ামী লীগের সমর্থন
লাঠির পাছায় আগুন লাগিয়ে
জব্বার মারলি ভাব,
খ্যাতার মত নেতা হয়ে
জেল খানার অভিশাপ।
পাড়া পরশি আত্মািয় সজন
কোথায় হাট বাজার,
পাশের গলি যেতে ভয়
হাসিনা দাদির মাজার।