02/11/2023
এই বিষাক্ত সাপ ধরে খেলা দেখাতে গিয়ে অকাল মৃত্যু ঘটে গেল কিশোর শরিফুল ইসলাম শরীফের
গত রবিবার (২৮অক্টোবর) সন্ধ্যা সাতটায় লালমনিরহাট আদিতমারী সারপুকুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তেলীটারী এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত শরীফ ঐ এলাকার সলিমুল্লাহ ছেলে।
জানা গেছে রাস্তা থেকে শরীফ ও তার অন্যান্য বন্ধুরা মিলে বিষাক্ত সাপটি নিয়ে খেলা দেখিয়ে ভিডিও করে এতে হঠাৎ করে সেই বিষাক্ত সাপটি কপালের পাশে ছোবল মারলে রক্ত বের হতে শুরু করে। এতে প্রথমে শরীফ ও তার বন্ধুরা বুঝতে পারেনা পরে ধীরে ধীরে সে নিস্তেজ হতে থাকলে এক পর্যায়ে লালমনিরহাট সদর মেডিকেলে নিয়ে আসে এরপরে রংপুর নিয়ে যাওয়া হলে রাত দশটায় তার মৃত্যু হয়। বিষাক্ত সাপটির নাম ওয়েলস ক্রেইট বা কালাচ সাপ বলা হয়।
স্বজনরা জানায় সে সহ বন্ধুরা ভেবেছিল সাপটি হয়তো বিষাক্ত নয়। তাই তারা সেটিকে নিয়ে খেলতেছিলো অনেকেই। কিন্তু এক পর্যায়ে সাপটি তাকে ছোবল মেরে দেয়। কিছুক্ষণ সেখানে থাকার পর হাসপাতালে নিয়ে আসা হয়। লালমনিরহাট সদর হাসপাতালে কোনরকম চিকিৎসা না থাকায় তাকে রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু ততক্ষণের শরীফের বিষে সারা শরীর ছড়িয়ে যায়। ধীরে ধীরে শরীরের রং পরিবর্তন হতে থাকে এবং মুখ দিয়ে ফেনা আস্তে থাকে। অতঃপর রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত দশটায় তার মৃত্যু হয়।