Ayaan's mom

Ayaan's mom Honesty is the best policy
(2)

আপনি কি জানেন❓জেলিফিশ হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবের একটি, যাদের অস্তিত্ব প্রায় ৫০ কোটি বছর আগের!মানব সভ্যতা, ডাইনোস...
22/08/2025

আপনি কি জানেন❓
জেলিফিশ হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবের একটি, যাদের অস্তিত্ব প্রায় ৫০ কোটি বছর আগের!
মানব সভ্যতা, ডাইনোসর, এমনকি অধিকাংশ প্রাণী জন্ম নেওয়ারও বহু আগে থেকেই সমুদ্রের গভীরে এরা বেঁচে আছে।

জেলিফিশের শরীরে মস্তিষ্ক, হৃদপিণ্ড বা হাড় নেই। তাদের শরীরের প্রায় ৯৫% পানি দিয়ে গঠিত।এরা সমুদ্রের স্রোতের সাথে ভেসে বেড়ায় এবং তাদের বিশেষ স্টিং সেল ব্যবহার করে শিকার ধরে। পৃথিবীর প্রায় সব সমুদ্রেই জেলিফিশের বসবাস রয়েছে।কোটি কোটি বছরের বিবর্তন ও পরিবর্তন টপকে জেলিফিশ
আজও টিকে আছে।
📌 Source: Smithsonian Ocean .

এই ধরনের আরো তথ্য পেতে ফলো করুন অত্যাশ্চর্য •

বাবা মা বলল,বৌ টা ম*রে গিয়ে আমার ছেলেটা বেঁচেছে!!ছেলের আর টাকা খরচ হবে না।কিন্তু বাবা মা এটা বুঝল না,ঐ বৌ টা ছাড়া ছেলের ...
22/08/2025

বাবা মা বলল,বৌ টা ম*রে গিয়ে আমার ছেলেটা বেঁচেছে!!
ছেলের আর টাকা খরচ হবে না।

কিন্তু বাবা মা এটা বুঝল না,ঐ বৌ টা ছাড়া ছেলের বেঁচে থাকাটাও কঠিন হয়ে যাচ্ছে 😭😭!!সে আমার সব ছিল। তাকে হারিয়ে আমার পৃথিবীটা আজ সবকিছু থেকেও শূন্য হয়ে গেছে 😭!

এভাবে কেঁদে কেঁদে নিজের স্ত্রীর কথা বলছিলেন তিনি।

ভালোবেসে বিয়ে করেছিলেন বলে,বাবার একমাত্র ছেলে হওয়াতে কোনভাবেই এই বিয়ে মেনে নেন নি তার বাবা মা।

উপার্জনের তেমন মজবুত কোন পথ ছিল না বিধায়,ভালোবাসার মানুষটাকে নিয়ে খুব টেনেটুনে সংসার করতেন তারা।

স্ত্রীকে প্রাণাধিক ভালোবাসতেন।

একদিন স্ত্রীর অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি জানতে পারলেন,তার স্ত্রীর ক্যা/ন্সার হয়েছে 😥!!!!

মাথায় যেন আকাশ ভেঙে পরল,এই ভয়ং/কর বজ্র/পাতের মত কথাটা শুনে!!

একে তো প্রাণপ্রিয় স্ত্রী।
তার উপর নেই কোন উপার্জনের বাহুল্য।
এত ভি আই পি রোগের চিকিৎসা কিভাবে করবেন তিনি?
তবে, যত কষ্ট-ই হোক।স্ত্রী কে চিকিৎসা করতেই হবে!

কি করবেন তিনি??

পাগলের মত ছুটেছেন সব আত্মীয়ের কাছে। কিন্তু কেউ তাকে সাহায্য করে নি।

ডাক্তার বললেন,তার স্ত্রী খুব জোর আড়াই বছর বাঁচতে পারেন,এ কথা জেনে ছেলের বাবা মা একটা পয়সাও দেন নি😭।

বরং ছেলেকে বলেছেন,মরেই তো যাবে।তাহলে এত পয়সা খরচ করে দরকার কি!!

নিজের বাবা মায়ের অবলীলায় বলা কথাটা বিষের ছুড়ির মত বিদ্ধ হয়েছে বুকে😭😭!!

বলেছেন,আড়াইটা বছরও তো তাকে আমি কাছে পাব।এটাই আমার কাছে অনেক!
এই আড়াইটা বছর আমি তার জন্য সব পরিস্থিতিতে লড়ে যাব।তার সাথে কাটানো একটা মুহুর্তও আমার কাছে অনেক দামী!!!

এরপর শুরু করেন জীবনের কঠিন লড়াই!

অনেক পরিশ্রম করে, স্ত্রীর চিকিৎসা করাতে থাকেন তিনি।

স্ত্রী দূর্বল হয়ে দিনদিন হাড্ডিসার হয়ে যেতে থাকেন😥!!

তবুও রূপ যৌবন ক্ষয়ে যাওয়া, আয়ু ফুরিয়ে আসা স্ত্রী কে তিনি এতটুকু অযত্ন করেন নি।
বরং পূর্বের তুললাম আরও ভালোবেসেছেন।

খুব করে চেয়েছেন,এই পৃথিবীতে শুধু সে বেঁচে থাক।তার পাশে থাক তার ভালোবাসার মানুষটি।

কিন্তু আল্লাহর পরিকল্পনার উপর তো কিছু করার নেই😭!!
হায়াতের উপর মানুষের কোন অধিকার নেই!!

তাই প্রিয়তমা স্ত্রী কে তিনি ধরে রাখতে পারলেন না।
তারই জন্মদিনের দিন, তার স্ত্রী তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল😭😭!!

বহুদিন হল, স্ত্রী চলে গেছে। কিন্তু আজও হৃদয়ে তার সাথে ভালোবাসায় গেঁথে আছে সে।

এক মুহূর্তের জন্য, এক রাতের জন্যও স্ত্রী কে ভুলতে পারেন না তিনি 😥!

ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদেন সারারাত 😭😭।

তার একটাই দুঃখ, তার স্ত্রী যতদিন এ পৃথিবীতে ছিল, ততদিন সে তার নিজের বাবার বাড়ি এবং তার শ্বশুর বাড়ির অবহেলা পেয়ে গেল,শুধুমাত্র তাকে ভালোবেসে বিয়ে করার জন্য 😭!

আজ আল্লাহর রহমতে তার অনেক অর্থ সম্পদ। কিন্তু তার সব থেকে মূল্যবান সম্পদ তার স্ত্রী আজ তার পাশে নেই।

তিনি চান,তার স্ত্রীর নামে একটা এতিমখানা তৈরি করতে।

তিনি কেঁদে কেঁদে বললেন, স্ত্রীর অসুস্থতার সময়,সেই অসহায় মুহূর্তে যাদের দ্বারে দ্বারে দৌঁড়িয়েছি,তাদের সামর্থ্য থাকা সত্বেও তারা কেউ আমাকে সাহায্য করে নি।

স্ত্রী বেশিদিন বাঁচবে না জেনেও নূন্যতম সহানুভূতি টুকুও স্ত্রী কে দেখায় নি।বরং তাচ্ছিল্য করেছে!

আজ তাদের বিপদে আমাকে লাগে!

কিন্তু আমার অর্থ আজ আর তাদের জন্য ব্যয় করতে চাই না।
আমি আমার স্ত্রীর নামেই এতিমখানা করব।যাতে আমার স্ত্রী এই ওসীলায় পরপারে শান্তিতে থাকতে পারে😭😭।
সেখানে যেন তার আর কোন কষ্ট না হয়😭!

22/08/2025

আলহামদুলিল্লাহ

21/08/2025

আল্লাহুম্মা সাল্লি'ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ.

21/08/2025

এতোদিন যে ভিউ ছিলো সেখান থেকে ভিউ কমে যাচ্ছে কেনো??

খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয়! কেউ যেন বলছে হতা’শ হয়ো না-নিরাশ হয়ো না! আমি সব দেখছি শুনছি, সব একদিন ঠিক হয়ে ...
20/08/2025

খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয়! কেউ যেন বলছে হতা’শ হয়ো না-নিরাশ হয়ো না! আমি সব দেখছি শুনছি, সব একদিন ঠিক হয়ে যাবে!❤️❤️




১৯৪৪ সালে জর্জ স্টিনি জুনিয়র নামের এক আফ্রিকান-আমেরিকান ছেলেকে দুইটি শেতাঙ্গ মেয়ে হত্যার দায়ে মৃত্যুদন্ড দেওয়া হয়।১৪ বছর...
19/08/2025

১৯৪৪ সালে জর্জ স্টিনি জুনিয়র নামের এক আফ্রিকান-আমেরিকান ছেলেকে দুইটি শেতাঙ্গ মেয়ে হত্যার দায়ে মৃত্যুদন্ড দেওয়া হয়।১৪ বছর বয়সী এই ছেলেকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিয়ে মৃত্যুদন্ড দেওয়া হয়। এই ঘটনার ৭০ বছর পর ২০১৪ সালে প্রমাণিত হয় সে নির্দোষ। ঐসময় সে কৃষ্ণাঙ্গ হওয়ার কারনে তার পক্ষে কোনো আইনজীবী আসেনি।

18/08/2025



Address

Rangpur
5520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayaan's mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayaan's mom:

Share