30/06/2024
ডেস্ক রিপোর্টঃ
আজ থেকে শুরু হয়েছে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা। পরীক্ষায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সূর্যমুখী বি,এম কলেজের ১৬ জন শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় অংশগ্রহণ করতে পারেননি। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম।
কয়েকজন শিক্ষার্থী সংবাদমাধ্যমকে জানান, কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকদের অবহেলার কারণে তাদের একটি বছর নষ্ট হয়ে গেলো। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
সূত্রমতে, কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া এলাকায় অবস্থিত সূর্যমুখী বি,এম কলেজ। ওই কলেজের ১৬ জন শিক্ষার্থী ফরম পূরণ করেও পরীক্ষার প্রবেশপত্র পাননি। তাই তারা আজকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা।
চলবলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অনিন্দ্য কুমার রায় বলেন, ‘আমাকে কেউ জানায়নি। তবে অনলাইনে বিষয়টি জানলাম। অনেকেই নাকি পরীক্ষা দিতে পারেননি। বাচ্চাগুলোর একটা বছর জীবন থেকে চলে গেলো। শুনলাম অনেক শিক্ষার্থীকে তাদের অভিভাবকরা পরীক্ষা না দেয়ায় বাসায় ঢুকতে দিচ্ছেন না’।
কালীগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, ‘এ বিষয়ে পরীক্ষার পরে ২টার সময় আমাকে জানানো হয়। কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক বা কলেজ কর্তৃপক্ষ আমাকে কিছুই জানায়নি। আমি নিজ উদ্যোগে জেনেছি যেটা তা হল, ওখানকার কলেজের শিক্ষক সুকুমার রায় এই রেজিস্ট্রেশনের সাথে জড়িত। তাকে ফোন দিয়েছিলাম তিনি ঢাকায় আছেন। তিনি বললেন যে, ১৬ জনের মধ্যে ১২ জন অন্য প্রতিষ্ঠানে রেজিস্টারকৃত যার কারণে বোর্ড তাদেরকে এডমিট কার্ড দেয়নি। বাকি ৪ জনের বিষয়েও তাদের সন্দেহ হয়েছে। ওই শিক্ষক ফিরে আসলে তাকে আমরা শোকজ করবো। তারপর তার কি বক্তব্য তা শুনে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব।’
উল্লেখ্য, ওই কলেজের অফিস সহকারী ধনঞ্জয়ের মুঠোফোন নম্বরে তাকে কল করলে তিনি কলটি রিসিভ করেননি। তাই ওই শিক্ষার্থীদের নাম জানা সম্ভব হয়নি। এছাড়াও কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুকুমার রায়ের নম্বর নিয়ে তার ফোনে কল করলে তিনিও কল রিসিভ করেননি।