দৈনিক লালমনি

দৈনিক লালমনি উত্তর জনপদের অনুসন্ধানী খবর

লালমনিরহাট পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা ও মতবিনিময় সভা স্টাফ রিপোর্টারঃলালমনিরহাট পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন...
13/07/2024

লালমনিরহাট পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাট পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪৮ কোটি ৭৮ লক্ষ ৮৬ হাজার ৫১১ টাকার বাজেট ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুলাই শনিবার সকালে পৌরসভা শপিং কমপ্লেক্স মিলনায়তনে পৌর মেয়র রেজাউল করিম স্বপন এ বাজেট ঘোষণা করেন।

২০২৪-২০২৫ প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৩ কোটি ৪৪ লক্ষ ৯৫ হাজার ৭০৮ টাকা, পানি শাখা থেকে আয় ৬৩ লক্ষ ৩০ হাজার ৩৬৫ টাকা, উন্নয়ন বাস্তবায়ন খাতে প্রাপ্তি ৩৪ কোটি ৬৯ লক্ষ ৯৭ হাজার ৪৪৭ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়, হিসাবরক্ষণ কর্মকর্তা, শফিকুল ইসলাম, কাউন্সিলর বৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আসসালামু আলাইকুম,তারিখঃ ০২-০৭ -২০২৪ খ্রি:সময়ঃ সন্ধ্যা ৬:০০ টা 👉তিস্তা নদী:১। ডালিয়া পয়েন্ট - পানির সমতল ৫১.৯৮ মিটার (বিপ...
02/07/2024

আসসালামু আলাইকুম,
তারিখঃ ০২-০৭ -২০২৪ খ্রি:
সময়ঃ সন্ধ্যা ৬:০০ টা

👉তিস্তা নদী:
১। ডালিয়া পয়েন্ট -
পানির সমতল ৫১.৯৮ মিটার (বিপদসীমা = ৫২.১৫ মিটার) যা বিপদসীমার ১৭ সে.মি নিচে ।

২। কাউনিয়া পয়েন্ট -
পানির সমতল ২৮.৬৬ মিটার
(বিপদসীমা = ২৮.৭৫ মিটার)
যা বিপদসীমার ৯ সে.মি নিচে ।

👉ধরলা নদীঃ
১। শিমুলবাড়ি পয়েন্ট -
পানি সমতল ৩০.৩৯ মিটার,
(বিপদসীমা = ৩১.০৯ মিটার)
যা বিপদসীমার ৭০ সে.মি নিচে।

২। পাটগ্রাম পয়েন্ট -
পানি সমতল ৫৭.৬২ মিটার
(বিপদসীমা = ৬০.৩৫ মিটার)
যা বিপদসীমার ২৭৩ সে.মি নিচে।

🌧লালমনিরহাটে গতকাল সকাল ৯ টা হতে আজ সকাল ৯ টা পর্যন্ত বৃষ্টিপাতঃ ১৭৩ মিলিমিটার।

আসসালামু আলাইকুম,তারিখঃ০১-০৭-২০২৪ খ্রি:সময়ঃ সন্ধ্যা  ০৬:০০ টা 👉তিস্তা নদী:১। ডালিয়া পয়েন্ট - পানির সমতল ৫১.৬৭মিটার (বিপদ...
01/07/2024

আসসালামু আলাইকুম,
তারিখঃ০১-০৭-২০২৪ খ্রি:
সময়ঃ সন্ধ্যা ০৬:০০ টা

👉তিস্তা নদী:
১। ডালিয়া পয়েন্ট -
পানির সমতল ৫১.৬৭মিটার (বিপদসীমা = ৫২.১৫ মিটার) যা বিপদসীমার ৪৮সে.মি নিচে ।

২। কাউনিয়া পয়েন্ট -
পানির সমতল ২৮. # মিটার
(বিপদসীমা = ২৮.৭৫ মিটার)
যা বিপদসীমার ০৫ সে.মি উপরে ।

👉ধরলা নদীঃ
১। শিমুলবাড়ি পয়েন্ট -
পানি সমতল ৩০.৪৪ মিটার,
(বিপদসীমা = ৩১.০৯ মিটার)
যা বিপদসীমার ৬৫সে.মি নিচে।

🌧লালমনিরহাটে গতকাল সকাল ৯ টা হতে আজ সকাল ৯ টা পর্যন্ত বৃষ্টিপাতঃ ৬ মিলিমিটার।

ডেস্ক রিপোর্টঃআজ থেকে শুরু হয়েছে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা। পরীক্ষায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সূর্যমুখী বি,এম কলেজ...
30/06/2024

ডেস্ক রিপোর্টঃ
আজ থেকে শুরু হয়েছে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা। পরীক্ষায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সূর্যমুখী বি,এম কলেজের ১৬ জন শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় অংশগ্রহণ করতে পারেননি। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম।

কয়েকজন শিক্ষার্থী সংবাদমাধ্যমকে জানান, কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকদের অবহেলার কারণে তাদের একটি বছর নষ্ট হয়ে গেলো। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

সূত্রমতে, কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া এলাকায় অবস্থিত সূর্যমুখী বি,এম কলেজ। ওই কলেজের ১৬ জন শিক্ষার্থী ফরম পূরণ করেও পরীক্ষার প্রবেশপত্র পাননি। তাই তারা আজকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা।

চলবলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অনিন্দ্য কুমার রায় বলেন, ‘আমাকে কেউ জানায়নি। তবে অনলাইনে বিষয়টি জানলাম। অনেকেই নাকি পরীক্ষা দিতে পারেননি। বাচ্চাগুলোর একটা বছর জীবন থেকে চলে গেলো। শুনলাম অনেক শিক্ষার্থীকে তাদের অভিভাবকরা পরীক্ষা না দেয়ায় বাসায় ঢুকতে দিচ্ছেন না’।

কালীগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, ‘এ বিষয়ে পরীক্ষার পরে ২টার সময় আমাকে জানানো হয়। কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক বা কলেজ কর্তৃপক্ষ আমাকে কিছুই জানায়নি। আমি নিজ উদ্যোগে জেনেছি যেটা তা হল, ওখানকার কলেজের শিক্ষক সুকুমার রায় এই রেজিস্ট্রেশনের সাথে জড়িত। তাকে ফোন দিয়েছিলাম তিনি ঢাকায় আছেন। তিনি বললেন যে, ১৬ জনের মধ্যে ১২ জন অন্য প্রতিষ্ঠানে রেজিস্টারকৃত যার কারণে বোর্ড তাদেরকে এডমিট কার্ড দেয়নি। বাকি ৪ জনের বিষয়েও তাদের সন্দেহ হয়েছে। ওই শিক্ষক ফিরে আসলে তাকে আমরা শোকজ করবো। তারপর তার কি বক্তব্য তা শুনে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, ওই কলেজের অফিস সহকারী ধনঞ্জয়ের মুঠোফোন নম্বরে তাকে কল করলে তিনি কলটি রিসিভ করেননি। তাই ওই শিক্ষার্থীদের নাম জানা সম্ভব হয়নি। এছাড়াও কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুকুমার রায়ের নম্বর নিয়ে তার ফোনে কল করলে তিনিও কল রিসিভ করেননি।

30/06/2024
30/06/2024

সূর্যমুখী বিএম কলেজ, (শিয়ালখোওয়া) এর ১৬জন শিক্ষার্থী আজ এইচএসসি পরীক্ষা দিতে পারেনি। প্রবেশপত্র না পাওয়ায় এ ঘটনা ঘটে।

30/06/2024

উত্তরাঞ্চলের নদ নদী সমূহের পানি সমতল সম্পর্কিত পূর্বাভাস (৩০ জুন, ২০২৪ খ্রি.)

দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

উত্তরাঞ্চলের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন: নেই।

গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের উল্লেখযোগ্য বৃষ্টিপাত (মি.মি.): পঞ্চগড় ১৯০.০ , ঠাকুরগাঁও ১৩০.০ , ডালিয়া (নীলফামারী) ৪৯.০।

গত ২৪ ঘণ্টায় দেশের সংশ্লিষ্ট উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত (মি.মি.):
জলপাইগুড়ি (পশ্চিম বঙ্গ) ১৩৬.০, শিলিগুড়ি (পশ্চিম বঙ্গ) ১১৫.০, দিব্রগড় (আসাম) ৬১.০।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র
বাপাউবো, পানি ভবন, ঢাকা

30/06/2024

আজ (৩০.০৬.২০২৪ তারিখ সকাল ০৯ টা থেকে) পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসঃ

সিনপটিক অবস্থা: পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

পূর্বাভাসঃ
প্রথম দিন (৩০.০৬.২০২৪ তারিখ সকাল ০৯ টা থেকে)ঃ
বৃষ্টিপাত: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা
থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

27/06/2024

মধ্যরাতে স্টেশন রোড

14/01/2024

কুয়াশায় ঢাকা রাতের মিশন মোড়

14/01/2024

ছয়দিন পর দেখা মিলল সূর্যের

Address

Lalmonirhat

Telephone

+8801719848856

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক লালমনি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক লালমনি:

Share