Patgram Television

Patgram Television পাটগ্রাম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
পাটগ্রাম টেলিভিশন,
পরিক্ষামুলক সম্প্রচার চলছে...

বন্ধু-বান্ধবকে ‘বাঁশ’ দেওয়ার কথা মজা করে অনেকেই বলেন। তবে আজ সত্যিই বাঁশের তৈরি উপহার দিতে পারেন কাছের মানুষকে। কারণ আজ ...
18/09/2025

বন্ধু-বান্ধবকে ‘বাঁশ’ দেওয়ার কথা মজা করে অনেকেই বলেন। তবে আজ সত্যিই বাঁশের তৈরি উপহার দিতে পারেন কাছের মানুষকে। কারণ আজ ১৮ সেপ্টেম্বর-বিশ্ব বাঁশ দিবস।

লালমনিরহাটের বডখাতা কেন্দ্রীয় ও এতিমখানা মাদ্রাসার ছাত্র মোঃ নাজমুল ইসলাম ও রিয়াদ হোসেন গত ১৬-০৯-২০২৫ তারিখে সকাল আনুম...
18/09/2025

লালমনিরহাটের বডখাতা কেন্দ্রীয় ও এতিমখানা মাদ্রাসার ছাত্র মোঃ নাজমুল ইসলাম ও রিয়াদ হোসেন গত ১৬-০৯-২০২৫ তারিখে সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় মাদ্রাসা থেকে বাইরে বের হয় এবং এরপর থেকে আর ফিরে আসেনি।

যদি কোন সহৃদয়বান ব্যক্তি এই দুই ছাত্রের সন্ধান পান অথবা তাদের সম্পর্কে কোন তথ্য জানেন, তবে অনুগ্রহপূর্বক নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে- ০১৭৭০০৩৮০৬১ ০১৮৬৮৭৫১১২৭

লালমনিরহাটের হাতীবান্ধা বন্দরস্থ ঢাকা কসমেটিকসের স্বত্বাধিকারী শেখ লিটন শাহারিয়ারের একমাত্র ছেলে কলেজছাত্র লাবিব শাহরিয়া...
17/09/2025

লালমনিরহাটের হাতীবান্ধা বন্দরস্থ ঢাকা কসমেটিকসের স্বত্বাধিকারী শেখ লিটন শাহারিয়ারের একমাত্র ছেলে কলেজছাত্র লাবিব শাহরিয়া (১৮) আর নেই। মাত্র দুদিনের জ্বরে আজ বুধবার তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নাম মোঃ ফরহাদ  পিতা,,মোঃ আব্দুল মালেক মাতা,,মোছাঃ ফরিদা বেগম ছেলেটার বয়স ১৯ বছর, মির্জারকোট, পাটগ্রাম  ৯ নং ওয়াড।
17/09/2025

নাম মোঃ ফরহাদ পিতা,,মোঃ আব্দুল মালেক মাতা,,মোছাঃ ফরিদা বেগম
ছেলেটার বয়স ১৯ বছর, মির্জারকোট, পাটগ্রাম ৯ নং ওয়াড।

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট-সান্তাহার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে...
16/09/2025

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট-সান্তাহার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

15/09/2025

বিদেশে থাকা রাকিবুল হাসান রকি বলছেন, অভিযোগ মিথ্যা, নিরপেক্ষ তদন্ত চাই”

#নির্দোষ #ন্যায়চাই #গুজববিরত #নির্দোষ #ন্যায়চাই #নিরপেক্ষতদন্ত #গুজববিরত #সত্যজানুন #পারিবারিকসন্মান #নির্দোষ #ন্যায়চাই #নিরপেক্ষতদন্ত #গুজববিরত #সত্যজানুন #পারিবারিকসন্মান #বিচারচাই #সত্যেরপাশে #পাটগ্রাম #লালমনিরহাট

15/09/2025
14/09/2025

পাটগ্রামে ভোগদখলকৃত পৈতৃক সম্পত্তি থেকে বাঁশ ও গাছ কেটে নিল ভাতিজা

#পাটগ্রাম #বাউরা #লালমনিরহাট

পাটগ্রামে ডেঙ্গু জ্বরের প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে বর্ষাকালে আশেপাশের বিভিন্ন জলাশয় ও ড্রেনের জলাবদ্ধতাই ডেঙ্গ...
14/09/2025

পাটগ্রামে ডেঙ্গু জ্বরের প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে বর্ষাকালে আশেপাশের বিভিন্ন জলাশয় ও ড্রেনের জলাবদ্ধতাই ডেঙ্গু বিস্তারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এ পরিস্থিতি মোকাবিলায় যথাযথ মশা নিধন কার্যক্রম এখনো গ্রহণ করা হয়নি। এতে করে সাধারণ মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।

কক্সবাজার সদরে রঞ্জন চাকমা নামের এক ব্যক্তিকে গলা কেটে হ/ত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রে/প্তার করেছে পুলিশ।শনিব...
14/09/2025

কক্সবাজার সদরে রঞ্জন চাকমা নামের এক ব্যক্তিকে গলা কেটে হ/ত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রে/প্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদরের ঝিলংজার উত্তরণ আবাসিক এলাকা এ ঘটনা ঘটে। নিহতের নাম রঞ্জন চাকমা (৫৫)। তিনি রাঙামাটি জেলার বাসিন্দা। গ্রেপ্তার আসামির নাম বীরেন চাকমা (৫৪)।

জানা গেছে, রাঙামাটি জেলার বাসিন্দা নিহত রঞ্জন চাকমা স্ত্রীকে সঙ্গে নিয়ে সম্প্রতি কক্সবাজারে কাজের উদ্দেশে আসেন। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা কক্সবাজারে বীরেন চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন। বীরেনও কয়েক মাস আগে রাঙামাটি থেকে এসে ঝিলংজার উত্তরণ আবাসিকে ভাড়া থাকছিলেন।

Address

JR Block, Rod/13, Baridhara
Lalmonirhat

Alerts

Be the first to know and let us send you an email when Patgram Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Patgram Television:

Share