Rony's tricks heaven

Rony's tricks heaven Wisdom has no value unless you share with others.

সমাপ্তি মানেই শেষ নয়। END
শব্দটির মানে হচ্ছে Effort Never Dies,
অর্থাৎ প্রচেষ্টার মৃ'ত্যু নেই🥰

প্রিয় এইচএসসি -২০২৫ এর শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের বাংলা ২য় পত্র পরীক্ষা। যেখানে শুদ্ধ বানানে ৫ নাম্বার রয়েছে, স্বাভা...
28/06/2025

প্রিয় এইচএসসি -২০২৫ এর শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের বাংলা ২য় পত্র পরীক্ষা। যেখানে শুদ্ধ বানানে ৫ নাম্বার রয়েছে, স্বাভাবিকভাবে আমরা পরিবেশ থেকে ৮০% শিক্ষা অর্জন করে থাকি, আর আমাদের আশে পাশে এ বানান গুলোর ভুল প্রচলনের কারণে পরীক্ষায় কনফিউজড হয়ে যাই,এজন্য বানান গুলো ভালো ভাবে রিভিশন দিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
মনে রাখবে।
✍️এমন অনেক শব্দ আছে যার প্রথম অংশের শেষে অ/আ উচ্চারিত হলে 'স' হবে। যেমনঃ ভাস্কর, বাচস্পতি, বনস্পতি, মনস্কামনা, মনস্তাত্ত্বিক, আস্পর্ধা, আস্পদ, নমস্কার, পুরস্কার, তিরস্কার, তেজস্কর, বৃহস্পতি ইত্যাদি।
✍️এমন অনেক শব্দ আছে যার প্রথম অংশের শেষে ই/উ উচ্চারিত হলে 'ষ' হবে। যেমনঃ নিষ্পাপ, আয়ুষ্কাল, চতুষ্পদ, নিষ্প্রাণ, নিষ্ফল, পরিষ্কার, বহিষ্কার, আবিষ্কার, অনুষ্ঠান, অনুষঙ্গ ইত্যাদি।
✍️বিদেশি শব্দে কখনো 'ষ' ব্যবহৃত হয় না বরং সর্বদাই 'স' হয়। যেমনঃমাস্টার, ডাস্টার, পোস্ট-মাস্টার, স্টেশন, স্টেডিয়াম ইত্যাদি।
সকলের জন্য ভালোবাসা ও শুভকামনা রইল।

প্রাইমারিতে দুইবার ফেল...মাধ্যমিকে তিনবার ফেল...বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় তিনবার ফেল... চাকরির জন্য পরীক্ষা দিয়ে ৩০...
27/06/2025

প্রাইমারিতে দুইবার ফেল...

মাধ্যমিকে তিনবার ফেল...

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় তিনবার ফেল... চাকরির জন্য পরীক্ষা দিয়ে ৩০ বার ব্যর্থ হয়েছি আমি।

চীনে যখন কেএফসি আসে তখন ২৪ জন চাকরির জন্য আবেদন করে৷ এর মধ্যে ২৩ জনের চাকরি হয়৷ শুধুমাত্র একজন বাদ পড়ে, আর সেই ব্যক্তিটি আমি।

এমনও দেখা গেছে চাকরির জন্য পাঁচ জন আবেদন করেছে তন্মধ্যে চার জনের চাকরি হয়েছে বাদ.পড়েছি শুধুই আমি। প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যানই দেখেছি আমি।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১০বার আবেদন করে ১০বারই প্রত্যাখ্যাত হয়েছি।

এতক্ষণ যার কথা বলেছি তিনি হলেন পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কোম্পানি আলিবাবা ডটকমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা। তার জন্ম চীনের জিজিয়াং প্রদেশে।

ফোবর্স ম্যাগাজিনের হিসেবে জ্যাক মা পৃথিবীর ৩৩ তম ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ ২১ দশমিক ৬ বিলিয়ন ডলার।

জ্যাক মার জীবনে এতবার ব্যার্থ হওয়ার পরও বড় হওয়ার,প্রতিষ্ঠিত হওয়ার আশা থেকে বিন্দু মাত্র পিছপা হন নি। অবিরাম চেষ্টা চিলিয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন।

যেই জ্যাক মা চাকরির জন্য ৩০ বার প্রত্যাখ্যাত হয়েছিলেন সেই জ্যাক মার প্রতিষ্ঠান আলিবাবা ডটকম চীনে নতুন করে ১৪ মিলিয়ন চাকরি তৈরি করেছে।

জ্যাক মা যখন আলিবাবা প্রতিষ্ঠা করেন তখন সবাই তাকে পাগল বলত৷ টাইম মেগাজিনে জ্যাক মা কে পাগল জ্যাক বলে অভিহিত করেছিল।

কিন্তু জ্যাক মা আশাহত হন নি। তিনি চলেছেন আপন গতিতেই৷ তার সেই গতিই তাকে পৌঁছে দিয়েছে সফলতার দ্বার প্রান্তে।

তিনি বলেন, যুবকদের সামনে রয়েছে অফুরন্ত সময়৷ আর সেই সময়কে কাজে লাগিয়ে তারাও হতে পারে পৃথিবী বাসির কাছে অনুসরণীয় ব্যাক্তিত্ব৷ ইচ্ছা করলেই নিজেকে উদাহরণের প্রতীক হিসেবে গড়ে তুলতে পারে।

জ্যাক মার একটি বিখ্যাত উক্তি, তিনি বলেছিলেন “আমার মনে হয় পাগল হওয়াই ভাল। আমরা পাগল কিন্তু নির্বোধ নই "

👉একবার না পারিলে দেখ শতবার👈

18/06/2025

জিতে দেখাও তাদের,
যারা তোমার হার দেখার অপেক্ষায় আছে।

22/05/2025

😀😀

19/05/2025

৪৩তম বিসিএস প্রশাসন ক্যাডারে,

১. বুয়েট হতে ৬৬ জন
২. চুয়েট হতে ৭ জন
৩. কুয়েট হতে ২০ জন
৪. রুয়েট হতে ১২ জন
৫. সাস্ট হতে ১৩ জন
৬. মেডিক্যাল হতে ১২ জন
৭. ঢাবি হতে ৭৪ জন
৮. চবি হতে ৮ জন
৯. কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৬ জন
১০. জাহাঙ্গীরনগর হতে ৮ জন
১১. জগন্নাথ হতে ৪ জন
১২. বুটেক্স হতে ৪ জন
১৩. এমআইএসটি হতে ৪ জন
১৪. জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ২ জন
সুপারিশপ্রাপ্ত হয়েছেন (প্রায়)

তথ্যসূত্র: আহমেদ জাফর, ৪৩তম বিসিএস (প্রশাসন)

23/04/2025

👉ব্রেকিং
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩ মে এর পরিবর্তে ২৪ মে অনুষ্ঠিত হবে

27/03/2025

👉ব্রেকিং 🔥

‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি

✍️ব্রেকিং নিউজ ....এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন কেন্দ্রীয় মেরিট লিস্ট দেওয়া হবে না ❗আপনি যে কলেজে আবেদন করেছেন আপন...
20/03/2025

✍️ব্রেকিং নিউজ ....

এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন কেন্দ্রীয় মেরিট লিস্ট দেওয়া হবে না ❗

আপনি যে কলেজে আবেদন করেছেন আপনি কেবল সেই কলেজের নির্ধারিত আসনের ভিতর থাকলেই ভর্তি হতে পারবেন। অন্যথায় রিলিজ স্লিপ নিয়ে অন্য কলেজে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি হতে হবে।

চশমা কোন ভাষার শব্দ?
13/03/2025

চশমা কোন ভাষার শব্দ?

01/03/2025

ভয়ংকর ব্রেকিং নিউজ ....

এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন কেন্দ্রীয় মেরিট লিস্ট দেওয়া হবে না ।

আপনি যে কলেজে আবেদন করেছেন আপনি কেবল সেই কলেজের নির্ধারিত আসনের ভিতর থাকলেই ভর্তি হতে পারবেন।

01/01/2025

Rony's tricks heaven এর পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ❤️
HAPPY NEW YEAR 2K25

Address

Lalmonirhat

Alerts

Be the first to know and let us send you an email when Rony's tricks heaven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rony's tricks heaven:

Share