
28/06/2025
প্রিয় এইচএসসি -২০২৫ এর শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের বাংলা ২য় পত্র পরীক্ষা। যেখানে শুদ্ধ বানানে ৫ নাম্বার রয়েছে, স্বাভাবিকভাবে আমরা পরিবেশ থেকে ৮০% শিক্ষা অর্জন করে থাকি, আর আমাদের আশে পাশে এ বানান গুলোর ভুল প্রচলনের কারণে পরীক্ষায় কনফিউজড হয়ে যাই,এজন্য বানান গুলো ভালো ভাবে রিভিশন দিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
মনে রাখবে।
✍️এমন অনেক শব্দ আছে যার প্রথম অংশের শেষে অ/আ উচ্চারিত হলে 'স' হবে। যেমনঃ ভাস্কর, বাচস্পতি, বনস্পতি, মনস্কামনা, মনস্তাত্ত্বিক, আস্পর্ধা, আস্পদ, নমস্কার, পুরস্কার, তিরস্কার, তেজস্কর, বৃহস্পতি ইত্যাদি।
✍️এমন অনেক শব্দ আছে যার প্রথম অংশের শেষে ই/উ উচ্চারিত হলে 'ষ' হবে। যেমনঃ নিষ্পাপ, আয়ুষ্কাল, চতুষ্পদ, নিষ্প্রাণ, নিষ্ফল, পরিষ্কার, বহিষ্কার, আবিষ্কার, অনুষ্ঠান, অনুষঙ্গ ইত্যাদি।
✍️বিদেশি শব্দে কখনো 'ষ' ব্যবহৃত হয় না বরং সর্বদাই 'স' হয়। যেমনঃমাস্টার, ডাস্টার, পোস্ট-মাস্টার, স্টেশন, স্টেডিয়াম ইত্যাদি।
সকলের জন্য ভালোবাসা ও শুভকামনা রইল।