
23/05/2024
ইমেইল মার্কেটিং কি
উত্তর: কোন একটা প্রতিষ্ঠানের সার্ভিস প্রোডাক্ট যখন টার্গেটেড অডিয়েন্স এর কাছে ইমেইলের মাধ্যমে প্রচার প্রসারণ করা হয় তখন তাকে ইমেইল মার্কেটিং বলে।
সহজ ভাবে বলা যায় যে, ধরেন আপনার কোন একটা নিজস্ব দোকানের প্রোডাক্ট বা কোন একটা কোম্পানির বই অথবা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি এছাড়াও অন্যান্য আরো অনেক বিষয় আমরা যখন টার্গেটেট কাস্টমারের ইমেইল সংগ্রহ করে এবং সেই ইমেইলে এই সার্ভিসগুলো প্রচার প্রসারণ করি তখন তাকে ইমেইল মার্কেটিং বলে।
বিশেষ দ্রষ্টব্য বর্তমান জনপ্রিয় মার্কেটিং ফেসবুকের অর্গানিক মার্কেটিং এর চেয়ে ইমেইলে মার্কেটিং করার মান অনেক অনেক গুণে বেশি। তবে ফেসবুক পেইড মার্কেটিং এর বিষয়টা আলাদা।
আমি এই বিষয় নিশ্চিত যে আপনাদের নিজস্ব জিমেইল এ প্রমোশন মেইল জীবনে কেউ চেক করিনা। দেখেন তারা কিভাবে আপনাদের মেইলে মার্কেটিং করতেছে।