Jhilik Media 03

Jhilik Media 03 This is my dream

16/10/2025
ফেসবুকে বলে বর্তমান ছবি দিলেও আয় করা যায়।
04/10/2025

ফেসবুকে বলে বর্তমান ছবি দিলেও আয় করা যায়।

আমারশশুর মশাই
04/10/2025

আমারশশুর মশাই

এক গ্রামে একবার এক অদ্ভুত পাখি দেখা গেল। তার ডানা ভাঙা, বাসা ভাঙা, খাবারের অভাব—তবুও পাখিটি কখনো অভিযোগ করেনি। প্রতিদিন ...
01/10/2025

এক গ্রামে একবার এক অদ্ভুত পাখি দেখা গেল। তার ডানা ভাঙা, বাসা ভাঙা, খাবারের অভাব—তবুও পাখিটি কখনো অভিযোগ করেনি। প্রতিদিন ভোরে যখন গ্রাম নিস্তব্ধ থাকত, সেই পাখি মধুর সুরে কুরআন তেলাওয়াত শুরু করত। গ্রামের মানুষরা অবাক হয়ে শুনত—“সবকিছু হারিয়েও সে কিভাবে এত শান্ত?”

লোকেরা ধীরে ধীরে বুঝল, আসল সুখ ধন-সম্পদে নয়, বরং সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি আর বিশ্বাসে। সেই দিন থেকে মানুষও পাখির মতো অন্তরের প্রশান্তি খুঁজতে শুরু করল।
#সন্তুষ্টিরশান্তি
#কুরআনেরপাখি

একটা গ্রামীণ অজপাড়াগাঁয়ে ছিল ভাঙাচোরা একটা মাটির ঘর। চারপাশে আগাছায় ঢাকা উঠান, ছাদে ফাটল, দেয়ালের মাটি খসে পড়া—সব মিলিয়...
30/09/2025

একটা গ্রামীণ অজপাড়াগাঁয়ে ছিল ভাঙাচোরা একটা মাটির ঘর। চারপাশে আগাছায় ঢাকা উঠান, ছাদে ফাটল, দেয়ালের মাটি খসে পড়া—সব মিলিয়ে ঘরটা যেন কেবল দাঁড়িয়ে আছে ভরসার উপর। সেই ঘরেই থাকতেন এক শতবর্ষী বৃদ্ধ দাদু। বয়স একশো পেরিয়ে গেছে অনেক আগেই, কিন্তু তার মুখে ছিল শান্তির ছাপ, চোখে ছিল আলোর ঝিলিক।

দাদুর জীবনের সব অভ্যাসই ছিল অদ্ভুত। তিনি কোনোদিন খেতেন, কোনোদিন আবার না খেয়েই দিন পার করতেন। ক্ষুধা থাকুক বা না থাকুক, তার আসল আহার ছিল আল্লাহর বাণী। ভোরের আলো ফোটার আগেই বসে যেতেন কোরআন শরীফ খুলে। দিন-রাত তিনি তেলাওয়াত করতেন, কখনও আস্তে আস্তে, কখনও চোখ বুজে আবেগভরা সুরে। আশেপাশের লোকজন বলত—“দাদুর কণ্ঠে কোরআনের সুরে এক ধরনের শান্তি আছে, যেটা শুনলে মন থেকে সব দুঃখ-কষ্ট দূর হয়ে যায়।”

অনেকে অবাক হয়ে দেখত, এত বয়সেও দাদুর চোখে কোনো চশমার দরকার হতো না। পাতার অক্ষরগুলো তিনি স্পষ্ট দেখতে পেতেন। গ্রামের মানুষজন বিশ্বাস করত, আল্লাহর কালামের বরকতেই তার দৃষ্টিশক্তি এত পরিষ্কার।

শীতের রাত হোক বা গরমের দুপুর, দাদুর কণ্ঠে অবিরাম বেজে উঠত কোরআনের আয়াত। তার ভাঙাচোরা ঘরে আলো জ্বলত না, কিন্তু আয়াতের সুরে পুরো পাড়া আলোকিত মনে হতো। শিশুরা খেলতে খেলতে থেমে যেত, তরুণেরা থমকে দাঁড়াত, আর বয়স্করা বলত—“দাদুর ঘরে যেন রহমতের নূর নেমে আসে।”

এভাবে দিন চলতে থাকল। দাদুর জন্য গ্রামের মানুষ শিখল—আসল শান্তি খাবার বা ধনে নয়, আসল শান্তি আসে আল্লাহর বাণীতে। দাদুর ভাঙাচোরা ঘর একসময় হয়ে উঠল গ্রামের সবচেয়ে শান্তির জায়গা, যেখানে ঢুকলেই মানুষের মনে প্রশান্তি নেমে আসত।

একশো বছরেরও বেশি বয়সী সেই দাদু প্রমাণ করে গেলেন—যে হৃদয় কোরআনের আলোয় ভরে যায়, তার জন্য দুনিয়ার দুঃখ-দারিদ্র্য কোনো ব্যাপার নয়।




মনের ভাব প্রকাশ করতে চাইছিলাম ভাষা মিল করতে পারছিলাম না।
26/09/2025

মনের ভাব প্রকাশ করতে চাইছিলাম ভাষা মিল করতে পারছিলাম না।

24/09/2025

ভুট্টার মুসার উপরে যে সাদা আবরণ থাকে সেটা দিয়ে ঝুড়ি তৈরি হচ্ছে। #ভুট্টা #ঝুড়ি

সংরক্ষিত ফটো আমাদের প্রিয় নবীর জীবনী থেকে নেওয়া।
19/09/2025

সংরক্ষিত ফটো আমাদের প্রিয় নবীর জীবনী থেকে নেওয়া।

Vilas
06/09/2025

Vilas

বৃষ্টির মধ্যে বসে আছি
04/07/2025

বৃষ্টির মধ্যে বসে আছি

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhilik Media 03 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share