Choice

Choice only one way change ur life that is honesty �

✅ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাট...
01/08/2025

✅ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ
১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বি-টু বোম্বার দিয়ে হামলা করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে টুইট ...
22/06/2025

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বি-টু বোম্বার দিয়ে হামলা করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে টুইট করে এটা স্বীকার করেছেন।
ইরানের নাতাঞ্জ , ইসফাহান ও ফোরদো পারমাণবিক স্থাপনায় ৩০ হাজার পাউন্ডের বাঙ্কার ব্লাস্টার বোমা দিয়ে হামলা করেছে আমেরিকা। ইরানের উপর জিবিইউ ৫৭ এ/বি বাঙ্কার ব্লাস্টার বোমা দিয়ে প্রায় ২০ টন ওজনের বোমা হামলা করেছে।১৯৮০ -৮৮ সালের ইরাক - ইরান যুদ্ধের পর এটাই ছিল ইরানের উপর সবচেয়ে বড় হামলা। ইরানের জিপিএস সিস্টেমকে জ্যাম করে আমেরিকার গুয়াম দ্বীপপঞ্জ থেকে উড়ে আসা বি- টু বোমারু বিমান যেমন হামলা করে আবার ফিরে গেছে ঠিক তেমনি আমেরিকার সাবমেরিন থেকে ৩০ টি টমাহক (Tomahawk missile) দিয়ে রাত ২ টা ৪ মিনিটে এই ভয়াবহ হামলা করে আবার সাগরে ডুব দিয়েছে। ইরানের মুক্তির এখন একমাত্র উপায় হচ্ছে শান্তি আলোচনা।আমেরিকা প্রেসিডেন্ট নিজেই এখন ইরানকে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন।।

এই হামলা প্রসঙ্গে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, " বিশ্ব আজ আতঙ্ক মুক্ত হয়েছে।" ইসরায়েল ইরানকে শান্তি আলোচনায় বসার আহ্বান করেছে, এবং সেই সাথে স্পষ্ট করে বলে দিয়েছে , দীর্ঘ যুদ্ধের জন্য ইসরায়েল প্রস্তত রয়েছে।
আপনি কি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন?

ইরানের পাল্টা হামলা প্রতিরোধের জন্য ইতিমধ্যে আমেরিকা মধ্যপ্রাচ্যে ৫ টি যুদ্ধজাহাজ প্রস্তুত রেখেছে।সৌদিআরবে আরও পঞ্চাশের অধিক যুদ্ধ বিমান বাড়িয়েছে। ইরান যদি পাল্টা হামলার প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্য আমেরিকার ১৯ টি ঘাঁটিতে হামলা করে তবে ইরানের অবস্থা হবে আরও ভয়াবহ।কারণ ইরানের আকাশ ইসরায়েল ও আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে।যদি এই হামলার বিপরীতে ইরান পাল্টা হামলার চেষ্টা করে সেক্ষেত্রে ইরানের অবস্থা হবে কল্পনাতীত ভয়াবহ।এসব নিয়ে ইরানের বহু আগেই ভেবে রাখা উচিত ছিল। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী না করে ইরান মূর্খের মত নিউক্লিয়ার বোমার দিকে ঝুঁকেছে।
আমেরিকার এফ-১৬ , এফ -৩৫ ও ইসরায়েলের সাইবার হামলার মোকাবেলার শক্তি আদৌ ইরানের নেই এটাও সত্য।তাছাড়া এই বিধ্বংসক হামলা থেকে নিউক্লিয়ার রেডিয়েশন ঠেকাতেও ইরানের তেমন কোন পরিকল্পনা আছে বলে আমার মনে হয় না।এই মুহূর্তে আমেরিকা মেরে আবার মলমও লাগাবে আইএই এর মাধ্যমে ।

রাশিয়ার চেরোনোবিল পারমাণবিক বিস্ফোরণের মত এত ভয়াবহ রেডিয়েশন হয়তো নাতাঞ্জ পারমাণবিক বিস্ফোরণ থেকে হবে না। কিন্তু এর মাধ্যমে ইরান এই যুদ্ধে ৮০ শতাংশ হেরে গেছে। তুরস্ক সহ কোন মুসলিম দেশ সরাসরি ইরানের পক্ষে এগিয়েও আসেনি। এক্ষেত্রে যদি ইরান আমেরিকার সেনা বেইসে হামলা করার চেষ্টা করে তবে ইরান হতে পারে ইরাক ও লিবিয়ার মত আরেকটি ভুতুড়ে দেশ।এই মুহূর্তে শান্তি আলোচনা ছাড়া ইরানের হাতে আর কোন অস্ত্র নেই। রাশিয়া ও চীন যদি এই যুদ্ধে জড়িত হয় তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে রাশিয়ায়।এই মুহূর্তে আমেরিকাকে মোকাবেলা করার একমাত্র শক্তি রয়েছে রাশিয়ার কাছে। চীন ক্ষমতাধর হলেও নিজেদের অর্থনৈতিক পরিস্থিতি ও প্রতিবেশী দেশ ভারতের কথা ভেবে চীন হয়তো সেভাবে অগ্রসর হবে না।পাকিস্তানকে হাতের মুঠোয় নিয়েই পাকিস্তানের সেনাপ্রধানের সাথে গোপন আলোচনা করেই আমেরিকা এই হামলা করেছে।যেভাবে আমেরিকা পাকিস্তান দিয়ে আফগানিস্তান ধ্বংস করেছে ঠিক একইভাবে আবার পাকিস্তানকে সঙ্গে নিয়ে ইরানকে ধ্বংস করলো।।

'ওয়াক এজ ' এর যুগে এসে তুরস্কের ডেরিংকুয়ো শহরের আদলে মাটির নীচে ইরান যে ভূগর্ভস্থ মিসাইলের শহর গড়ে তুলেছিলো তা ধ্বংস করে দিয়েছে আমেরিকার বি- টু বোমারু বিমান। গতকাল আমি বুঝে গিয়েছিলাম ইরানে হামলা করতে যাচ্ছে আমেরিকা। ঘুমের মধ্যে আমি বারবার ইরানকে বাঁচাতে চেয়েছি।শেষ পর্যন্ত বাঁচাতে না পেরে ঘুম ভেঙ্গে দেখি আমেরিকা বিধ্বংসক হামলা করে বসেছে ইরানের উপর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা আবার বিশ্বকে নতুন করে তাদের শক্তি দেখিয়েছে। অস্ট্রেলিয়ার পেডি অঞ্চলের ভূগর্ভস্থ শহরে এখনও মানুষ বাস করে। দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, চীন , জাপান ও আমেরিকায় অসংখ্য ভূগর্ভস্থ শহর রয়েছে।নিজ নিজ দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করার মাধ্যমেই এই দেশগুলো এগিয়ে যাচ্ছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতোই দূর্বল যে ১৩ ই জুন ইরানের সেনাবাহিনীর উচ্চ পদস্থ কমান্ডার ও প্রায় ১৫ নিউক্লিয়ার সাইন্টিস্ট হত্যা করে কোমর ভেঙে দিয়েছিলো ইসরায়েল। অপরদিকে দুই সপ্তাহের সময় নিয়ে ইরানকে কনফিউজড করে দিয়েছিল আমেরিকা। ইরান না বুঝলেও আমি বুঝে গিয়েছিলাম কী হতে যাচ্ছে , এবং তাই হয়েছে।। শান্তি আলোচনার বিপরীতে অন্য কিছু ভাবতে গেলে ইরানের বাকী ২০ শতাংশ শক্তিও আগামী কয়েকদিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। এই মুহূর্তে রাশিয়া ও চীনের ভুমিকার উপর নির্ভর করবে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রতিধ্বনি। কিন্তু তাতেও ওরা এই মুহুর্তে শক্তিশালী আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে না।

আমেরিকার আধিপত্য যদি ধ্বংস করতে হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে হবে চীনকে। প্রতিবেশী জাপান ও ভারতের সাথে দ্রুত ঝামেলা মিটিয়ে সংগঠিত হতে হবে।এছাড়া আমেরিকার মোকাবেলা করার শক্তি এই মুহূর্তে রাশিয়া ও চীনের নেই এটাই সত্য। এছাড়াও চীন কৌশলী হয়ে তাইওয়ানের সাথে যুদ্ধ বাঁধিয়ে আমেরিকাকে চীনের দিকে নিয়ে আসতে পারে। রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়াকে দিয়ে দক্ষিণ কোরিয়ায় যুদ্ধের আরেকটি নতুন ফ্রন্ট খুলে আমেরিকাকে ব্যস্ত করে সামরিক ও অর্থনৈতিকভাবে আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অর্থনৈতিক ও সামরিকভাবে নিজেদের শক্তিশালী না করে আমেরিকার মোকাবেলা হবে বিশ্বের তৃতীয় ভুল। আমেরিকা যে খুব সুক্ষ্ম পরিকল্পনা করে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এতে কোন সন্দেহই নেই। এই যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে ২ জুন ১১৭ টি ড্রোন হামলা করে ইউক্রেনকে দিয়ে রাশিয়ায় ৪০ টি বিমান ধ্বংস করে দিয়ে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত করে ফেলেছিল আমেরিকা। অপরদিকে চীনকে ঠেকানোর জন্য এপ্রিল মাসেই ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে পরমাণু বোমা বহনে সক্ষম ছয়টি বি - টু বোমারু বিমান মোতায়েন করেছিল আমেরিকা। ইরানে হামলা করার পুরোটাই ছিল আমেরিকা ও ইসরায়েলের দীর্ঘ পরিকল্পনা।যার শুরুটা হয়ে গেছে তুরস্ককে বুকে নিয়ে সিরিয়ায় বাশার আল আসাদের সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে। অথচ, এসব না বুঝেই এই দেশের আহম্মকরা বাশার আল আসাদের পতনে লাফালাফি করেছ। দীর্ঘ পরিকল্পনা করে সফল হয়ে বিশ্বকে নিজেদের শক্তির আবারো জানান দিলো আমেরিকা।।

সত্য সবসময় সুন্দর।
লুসিড ড্রিম

19/03/2025

মানবতা বলে কোন শব্দ নেই।
জালিমদের অত্যাচার আর কত সহ্য করবে ফিলিস্তিন। ইজরায়েল কে শিক্ষা দেওয়ার মত আছে কি কেউ।

আছে কোন বীর বাহাদুর কোন মানবতাবাদী???
আমি যুদ্ধে যেতে কেউ রাস্তা বার করে দিবেন???
আমি আর সহ্য করতে পারছি না।
মহান আল্লাহ কাছে কি জবাব দিব আমি??

30/01/2025

লালমনিরহাটের তিন বিঘা করিডোর এলাকায় সমোঝোতা করার পর ও আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণ করার অপচেষ্টা করছে ভারত।
বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী এত সুন্দর ভাবে ব্যাখ্যা করার পর ভারতের জোরজবরদস্তি কি ভাবে উত্তর দেওয়া যায় কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন।

all rights 👍
05/01/2025

all rights 👍

17/12/2024

Follow to follow

16/12/2024

৭১ নিয়ে তারা বলে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ।
বাংলা ছবির মত অবস্থা শেষ সময় পুলিশ আসে সব সমাধান করে দেয় 😜
বিজয় আনল বাংলাদেশ
আর শেষ সময় সহায়তা করে ক্রেডিট চায় ভারত
কি একটা অবস্থা।বিস্তারিত কমেন্টে।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

ফলো টু ফলো 👍💪
10/12/2024

ফলো টু ফলো 👍💪

10/12/2024

👍👍দেখুন কিভাবে সিরিয়ায় স্বৈরশাসনের দোসরগন পালাচ্ছে।

মোল্লা নাসিরুদ্দিনের গাধার গল্প👍👍একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয...
03/12/2024

মোল্লা নাসিরুদ্দিনের গাধার গল্প👍👍

একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল, গাধা আর নিচে নামতে রাজি নয়। মোল্লা বহু চেষ্টা করলেন, পীড়াপীড়ি করলেন, কিন্তু গাধা অনড়।

অগত্যা মোল্লা নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন। আধঘণ্টা, এক ঘণ্টা—এভাবেই সময় গড়িয়ে গেল। গাধা তবু নিচে নামছে না। উপরন্তু, ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে। মোল্লার মনে হলো, গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে।

বিষয়টা ভাবনাজনক। বাড়ির ছাদ বেশ পুরোনো এবং দুর্বল। সামনে বর্ষাকাল—ছাদ ভেঙে গেলে ঝড়-বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে। মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য। কিন্তু গাধা এক ইঞ্চিও সরল না। বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল।

শেষমেশ, মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন। কিন্তু ফল হলো উল্টো। গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল। মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন। তার হাত ভেঙে গেছে, কোমরেও চোট লেগেছে।

আর ছাদ? গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়ল। গাধাসহ ছাদ থেকে ইট-পাথর মেঝেতে পড়ল। গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল। তার পা ভেঙে গেছে, উঠতে পারছে না।

মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন, গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয়।
কারণ:
যে জায়গায় তাকে তোলা হবে,
সেই জায়গার ক্ষতি করবে।😟
যিনি তাকে তোলেন, তারও ক্ষতি করবে।😟
শেষে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে।😟

গল্পের শিক্ষা📌📌📌
অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চপদে বসালে, সে নিজের, আপনার, এবং আশপাশের সবকিছুর ক্ষতি করবে।

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Choice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share