M.M.I এত অল্প বয়সে এত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হবে, কখনো কল্পনা করিনি!

04/07/2025

💚🥀জীবনে যাই হোক না কেন কখনো হাসতে ভুলে যেও না 🦋 কারন হাসিটা আপনার শক্তি আর সাহস যোগাবে!-💚🌺

04/07/2025

!💚🥀ফোন আমার 😍 Id আমার 😍 পোস্ট আমার ♥️ তুমি কি দেখছো তুমিও আমার ””😌

প্রত্যেক পুরুষ কোন না কোন নারীর প্রতি আসক্ত , কিন্তু প্রত্যেক নারী পুরুষের প্রতি আসক্ত নয় ।
01/07/2025

প্রত্যেক পুরুষ কোন না কোন নারীর প্রতি আসক্ত , কিন্তু প্রত্যেক নারী পুরুষের প্রতি আসক্ত নয় ।

30/06/2025

অদ্ভুত কিছু আবেগ, অজানা কিছু অনুভূতি। অসম্ভব কিছু ভালো লাগা, হয়তো বা কষ্টের ভয়, একাকীত্ব নিরবতা। এই নিয়ে আমাদের টয়লেটে বসে থাকা।😜😜😜😜

💔 ছেলে ও মেয়ের কষ্টের গল্পছেলেটি একদিন হঠাৎ করেই মেয়েটিকে ভালোবেসে ফেলে। মেয়েটির হাসি, কথা, সবকিছুতেই সে নিজের ভবিষ্য...
30/06/2025

💔 ছেলে ও মেয়ের কষ্টের গল্প

ছেলেটি একদিন হঠাৎ করেই মেয়েটিকে ভালোবেসে ফেলে। মেয়েটির হাসি, কথা, সবকিছুতেই সে নিজের ভবিষ্যৎ দেখে। প্রতিদিন সে ছুটে যায় মেয়েটির খোঁজে, খেয়াল রাখে মেয়েটির ছোট ছোট ব্যাপারে। মেয়েটিও প্রথমদিকে খুব আপন করে নেয় ছেলেটিকে।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে সবকিছু। মেয়েটি ব্যস্ত হতে থাকে অন্য কারো সাথে, ফোনের উত্তর দেয় না, আগের মতো আর খোঁজও রাখে না। ছেলেটি সব বুঝেও চোখ বন্ধ করে ভালোবাসতে থাকে। কারণ তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ।

একদিন হঠাৎ করেই ছেলেটি জানতে পারে—মেয়েটির জীবনে সে শুধুই একটি 'সময় পার করার মানুষ' ছিল। মেয়েটি অন্য একজনকে নিয়ে সুখের স্বপ্ন গড়েছে। ছেলেটি নিঃশব্দে কেঁদে ফেলে। কাউকে কিছু বলে না, শুধু নিজের ভিতরটা চেপে ধরে রাখে।

তারপর থেকে ছেলেটি আর কাউকে বিশ্বাস করতে পারে না। রাতগুলো কেটে যায় একা, কষ্টের স্মৃতিগুলো আঁকড়ে ধরে। সে হাসে, কথা বলে, কিন্তু ভেতরে শুধু শূন্যতা।

গল্প: “শূন্য উঠোনে মায়ের গন্ধ”ঘরের উঠোনটা এখন অনেক বড় মনে হয়। আগের মতো নেই, যখন মা প্রতিদিন সকালে ঝাঁট দিতেন, কলসিতে ...
28/06/2025

গল্প: “শূন্য উঠোনে মায়ের গন্ধ”

ঘরের উঠোনটা এখন অনেক বড় মনে হয়। আগের মতো নেই, যখন মা প্রতিদিন সকালে ঝাঁট দিতেন, কলসিতে জল আনতেন, ছেলেকে ডেকে বলতেন—“তাড়াতাড়ি ওঠ, রোদ ওঠে গেছে।”

ছেলেটা এখন বড় হয়ে গেছে। কিন্তু সে আজও ভোরে ঘুম ভাঙলে কানে শুনতে পায় মায়ের কণ্ঠ, দূরে কোথাও যেন বাতাসে ভাসে, “তুই উঠলি না এখনও?”

মা নেই প্রায় তিন বছর। একটা হালকা কাশি নিয়ে হাসপাতালে গিয়েছিলেন, ফিরলেন না। সেই দিনটা এখনো বুকের মধ্যে জমে আছে কষ্ট হয়ে।

মা থাকলে এখন রুটি বেলতেন, দুধ গরম করতেন, কিংবা হাঁটুতে হাত দিয়ে বলতেন, “এই হাঁটুটা বুঝি আজও ব্যথা করছে?”

ছেলেটা শহরে কাজ করে, কিন্তু প্রতিদিন সকালে মায়ের ছবি দেখে সালাম করে। কোন দিন ভালো কিছু হলে ভাবে—"মা থাকলে আজ কেমন খুশি হতেন!"

আর কোন দিন খারাপ লাগে খুব, তখন ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে,
“মা, একটু দেখা দে না… একটা বার মাথায় হাত রাখিস না?”

কেউ দেখে না, কিন্তু ছেলেটা মনে মনে জানে—মা এখনো আছে।
শুধু মানুষ নয়,
হয়তো বাতাস হয়ে, রোদ হয়ে, কিংবা মনের ভিতরের কোনো কোমল গন্ধ হয়ে রয়ে গেছেন।
M M I

28/06/2025

যেদিন প্রান খুলে হাসতে গিয়েও চিন্তা করবেন হাসাটা ঠিক হবে কিনা,
তখনই বুঝবেন আপনি বড় হয়ে গেছেন ।

15/06/2025

বেশিরভাগ মানুষ রাতে করে, কেউ কেউ আবার দিনেও করে। কেউ টানা ত্রিশ মিনিট করে, কেউ কেউ আবার এক ঘন্টা ও করে। কেউ সারারাত করে, এভাবেই তো মানুষ মোবাইল চার্জ করে।🤣🤣🤣🤣🤣

22/10/2024

ফেইক আইডি দিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে জানতে পারলাম.!😳
আমি দুই বছর আগে রোড এক্সিডন্টে মারা গেছি.!🙂💔 # # #

🤣🤣🤣🤣🤣
13/10/2024

🤣🤣🤣🤣🤣

Black panther
16/06/2024

Black panther

16/06/2024

Address

Burimari Portland
Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.M.I posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share