নুসাইবার ইসলামি কর্মকাণ্ড

নুসাইবার ইসলামি কর্মকাণ্ড নুসাইবার ইসলামি কর্মকাণ্ড দেখতে আমাদের পেজটি ফল ও লাইক শেয়ার করে সাথে থাকুন।

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিত্রুুট কনস্টেবল (টিআরসি) পদে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু.............আবেদন: ০১ অক্টোবর থেকে শু...
29/09/2024

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিত্রুুট কনস্টেবল (টিআরসি) পদে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু.............

আবেদন: ০১ অক্টোবর থেকে শুরু হয়ে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে..

বয়স: ১৮ হতে ২০ (১৫ অক্টোবর, ২০২৪ ইং তারিখে বয়স অবশ্যই ১৮-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ
জিপিএ- ২.৫০

উচ্চতা: ৫ ফিট ৬ ইঞ্চি (পুরুষ)
উচ্চতা: ৫ ফিট ৪ ইঞ্চি (মহিলা)

বুকের মাপ: স্বাভাকি অবস্থায়- ৩১ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায়: ৩৩ ইঞ্চি।

বি:দ্র:----- ট্রেইনি রিত্রুুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে।

বাংলাদেশ নৌবাহিনী       নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি - ২০২৫ ব্যাচ এ (আবেদন চলছে....)পদ ও যোগ্যতা: ডিই/ইউসি(সিম্যান, কমিউনি...
11/09/2024

বাংলাদেশ নৌবাহিনী
নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি - ২০২৫ ব্যাচ এ (আবেদন চলছে....)

পদ ও যোগ্যতা:
ডিই/ইউসি(সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) পদের জন্য সকল বোর্ড
হতে এসএসসি (বিজ্ঞান শাখা হতে জিপিএ - 3.50)

মেডিকেল পদের জন্য জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান) জিপিএ- 3.50

পেট্রোলম্যান, রাইটার, স্টোর, মিউজ,এমওডিসি (নৌ) এই সকল পদের জন্য যে কোন শাখা হতে এসএসসি জিপিএ- 3.00

কুক, স্টুয়ার্ড- এই দুটি পদের জন্য যে কোনো শাখা হতে এসএসসি জিপিএ- 2.50

টোপাস পদের জন্য নূন্যতম অষ্টম শ্রেণি পাস

বয়ষ: 01-01-2025 সালে নাবিক 17 হতে 20 বছর।
এমওডিসি (নৌ) পদের জন্য 17 হতে 22 বছর।

সিম্যান এর উচ্চতা: 5 ফিট 6 ইঞ্চি।
পেট্রোলম্যান এর উচ্চতা: 5 ফিট 8 ইঞ্চি।
অন্যান্য সকল পদের জন্য: 5 ফি 4 ইঞ্চি।

আবেদন শুরুর তারিখ: 11 সেপ্টেম্বর, 2024
আবেদন শেষ তারিখ: 15 অক্টোবর, 2024
আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে।

উক্ত পদের জন্য পরীক্ষার তারিখ প্রকাশিত: লালমনিরহাট জেলা ২২ অক্টোবর, ২০২৪,
স্থান: নৌবাহিনী ঘাঁটি, খিলক্ষেত, ঢাকা।

যোগাযোগ: 01737-573036
(আবেদন করার সুযোগ থাকলে অবশ্যই চেষ্টা করবেন,, কারণ বর্তমান অবস্থা আল্লাহ্ রহমতে মোটামোটি ভালো,,
(কোটায় নয় মেধায় চাকরি, দূর্নীতি নয় মেধায় চাকরি চাই)

বাংলাদেশ বর্ডার গার্ড (BGB) এ ১০৩তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও                                  মহিলা প্রার্থী ভর্...
10/09/2024

বাংলাদেশ বর্ডার গার্ড (BGB) এ ১০৩তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও
মহিলা প্রার্থী ভর্তি চলছে...........

যোগ্যতা: এসএসসি (পাশ) জিপিএ- 3.50
এইচএসসি (পাশ) জিপিএ- 2.50

বয়ষ: 26-01-2025 সালে 18 হতে 23 বছর (জন্ম তারিখ: 27-01-2022 হতে 26-01-2007 তারিখের মধ্যে হতে হবে)

উচ্চতা: পুরুষ = 5 ফিট 6 ইঞ্চি
মহিলা = 5 ফিট 2 ইঞ্চি
আবেদন শুরুর তারিখ: 10 সেপ্টেম্বর, 2024
আবেদন শেষ তারিখ: 19 সেপ্টেম্বর, 2024

আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে।
যোগাযোগ: 01737-573036

(আবেদন করার সুযোগ থাকলে অবশ্যই চেষ্টা করবেন,, কারণ বর্তমান অবস্থা আল্লাহ্ রহমতে মোটামোটি ভালো,,

( কোটায় নয় মেধায় চাকরি, দূর্নীতি নয় মেধায় চাকরি চাই)

07/09/2024

ব্যক্তিগত পাপাচার বন্ধ হওয়ার ভয়ে বেশির ভাগ মানুষ ইসলামি শাসন চায় না।
কথা ঠিক কিনা?

04/09/2024
29/08/2024

ব্রেকিং নিউজ
সেপ্টেম্বরের ১ তারিখ থেকে বাংলাদেশে সকল পর্নোগ্রাফি সাইট বন্ধ
থাকবে........

23/08/2024

৫ম গণবিজ্ঞপ্তির সকল কার্যক্রম এর কাজ চলছে,,,,,,,,,,,,,,,,,

সমাজকর্মী (ইউনিয়ন) পদের সার্কুলারটি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন,,,,,,,,,,,,,,,,,,,
22/08/2024

সমাজকর্মী (ইউনিয়ন) পদের সার্কুলারটি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন,,,,,,,,,,,,,,,,,,,

আজ ১৪ অগাস্ট আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুরের প্রথম মৃত্যুবার্ষিকী।
14/08/2024

আজ ১৪ অগাস্ট আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুরের প্রথম মৃত্যুবার্ষিকী।

সুখবর------------------- সুখবর-------------------- সুখবর২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করতে পারে...
02/07/2024

সুখবর------------------- সুখবর-------------------- সুখবর

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করতে পারেনি, বা আবেদন করার পরের শেষ পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেনি তারাই শুধু নতুন করে আবারো আবেদন করতে পারবে।

2023-2024 শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন শুরু...............

29/06/2024

একাদশ শ্রেণির ২য় পর্যায় আবদেন শুরু আগামী 30/06/2024. যোগাযোগ: 01737-573036 (বন্ধু আইটি)

নিয়োগ বিজ্ঞপ্তি-শুরুর তারিখ: 12/06/2024শেষ তারিখ: 18/07/2024 (5 ঘটিকা)
14/06/2024

নিয়োগ বিজ্ঞপ্তি-
শুরুর তারিখ: 12/06/2024
শেষ তারিখ: 18/07/2024 (5 ঘটিকা)

নিয়োগ বিজ্ঞপ্তি          আবেদন শুরু 01/07/2024      শেষ তারিখ: 08/08/2024 (বিকাল 5 ঘটিকা)
14/06/2024

নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন শুরু 01/07/2024
শেষ তারিখ: 08/08/2024 (বিকাল 5 ঘটিকা)

12/06/2024

২০২৪ সালে (এসএসসি) যে সকল শিক্ষার্থী ডাচ বাংলা ব্যাংক এ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করেছেন, তাদের প্রাথমিক ফলাফল ঘোষিত হয়েছে,, যাহারা এই প্রাথমিক আবেদন এ সিলেক্ট হয়েছে তাদের পরবর্তী যে সকল প্রয়োজনীয় কাগজপত্রাদি লাগবে তা নিম্নে দেওয়া হলো:

প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদেরকে আগামী ১৩ জুন থেকে ০৯ জুলাই ২০২৪ তারিখের মধ্যে নিকটস্থ ডাচ-বাংলা ব্যাংক এর শাখায় (যেখানে শাখা নেই সেখানে ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং অফিসে) অবশ্যই পিতাসহ (পিতা মৃত হলে মাতা, পিতা ও মাতা উভয়ে মৃত হলে অন্য বৈধ অভিভাবক সহ) উপস্থিত হয়ে Summary Sheet (Primary Selection Letter) এর সাথে নিম্নলিখিত সংযোজনীসমূহ অবশ্যই দাখিল করতে হবে :

১. আবেদনকারীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ।
২. আবেদনকারীর পিতা ও মাতার সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।
৩. এস.এস.সি পাশের ট্রান্সক্রিপ্ট/মার্কশীট এর ফটোকপি ।
৪. এস.এস.সি পাশের রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের এর ফটোকপি ।
৫. সর্বশেষ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা পিতা/মাতা চাকুরীরত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অথবা অন্যান্য ক্ষেত্রে ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তা/ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যান থেকে প্রত্যায়িত পিতা ও মাতা/অভিভাবকের পেশা উল্লেখপূর্বক আয় বিবরণীর মূলকপি । পিতা/মাতা মৃত হলে আয়ের বিবরণীতে তা অবশ্যই উল্লেখ করতে হবে ।
৬. প্রাথমিক বা জুনিয়র পর্যায়ে বৃত্তি পেয়ে থাকলে প্রয়োজনীয় সনদ/প্রমানপত্রের ফটোকপি ।
৭. পিত/মাতা মৃত অথবা বিবাহ বিচ্ছেদ হলে/ আবেদনকারীর ভরণ পোষণ প্রদান না করলে সে সংক্রান্ত সনদ/প্রমাণপত্রের ফটোকপি। ।
৮. আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ/প্রমানপত্রের ফটোকপি ।

**বিশেষ দ্রষ্টব্য : (i) উপরোক্ত সংযোজনীসমূহের মূলকপি প্রদর্শনের জন্য অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে (যদি কোন কাগজপত্রের মূলকপি বিদ্যালয়ে অথবা কলেজে জমা থাকে অথবা শিক্ষাবোর্ড হতে প্রাপ্ত না হলে সেসব কাগজের ফটোকপি/ অনলাইন কপি বিদ্যালয় অথবা কলেজ থেকে সত্যায়িত করে আনতে হবে)। (ii) নির্ধারিত তারিখের মধ্যে ডাচ-বাংলা ব্যাংক এর যেকোনো শাখায় (যেখানে শাখা নেই সেখানে ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং অফিসে) উপস্থিত হয়ে উপরোক্ত সংযোজনীসমূহ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রাথমিক বাছাই বাতিল বলে গণ্য হবে । iii) প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের যাবতীয় তথ্য ও সংযোজনীসমূহের সত্যতা যাচাই সাপেক্ষ্য নির্ণীত মেধা তালিকার ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে ।

11/06/2024

এনটিআরসিএ ৫ম নিয়োগের বিজ্ঞপ্তির ফাইনাল রেজাল্ট দিয়েছে...........

11/06/2024

অনার্স ১ম বর্ষের ১ম রিলিস স্লিপের রেজাল্ট হয়েছে..........

05/06/2024

ডিগ্রি 2023-2024 শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে ভর্তি শুরু,,,,,,,,, যোগাযোগ: 01737-573036

Address

Village: Dokkhin Goddimari, Post Office: Singimari, Upazila: Hatibandha, Districst: Lalmonirhat
Lalmonirhat
5530

Alerts

Be the first to know and let us send you an email when নুসাইবার ইসলামি কর্মকাণ্ড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নুসাইবার ইসলামি কর্মকাণ্ড:

Share

Category