The Speech Of Qur’an

The Speech Of Qur’an প্রকৃত ভাবে "ইমান" নিয়ে মৃত্যুবরণ করাটাই জীবনের সবচেয়ে বড় সফলতা, বাকি সব মোহ-মায়া..!

13/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Ferose Alom, Shohidul Islam Shagor, MD Mostafiz, Abu Horayra, Sabuj Ahmed, Siam Babu Siam Babu, Md Addur Rahim Badsha, Md Abu Fozol, Abu Sayed Shabu, Md Robioul Islam, Md Biplob

10/06/2025
মাদ্রাসায় ছুটি হয়ে গেছে, সবাই একে একে বাড়ির পথে রওনা দিয়েছে।কিন্তু তারপরও কিছু ছোট্ট মুখ মাদ্রাসায় রয়ে গেছে।আমি এগ...
06/06/2025

মাদ্রাসায় ছুটি হয়ে গেছে, সবাই একে একে বাড়ির পথে রওনা দিয়েছে।
কিন্তু তারপরও কিছু ছোট্ট মুখ মাদ্রাসায় রয়ে গেছে।
আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম,
— “বাবা, তুমি এখন কোথায় যাবে?”
শুধু একটিই উত্তর…
— “হুজুর, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই… আমি মাদ্রাসাতেই থাকি…”

এই কথা বলেই সে ধীরে ধীরে মাদ্রাসার এক কোনায় চলে যায়… চোখের জলে ভেজা মুখখানা বালিশে গুঁজে, নিঃশব্দে ঘুমিয়ে পড়ে…

এমন অনেক এতিম শিশু আছে, যারা ছুটির পরেও মাদ্রাসা ছেড়ে কোথাও যেতে পারে না।
কারণ… তাদের আর কেউ নেই… মা নেই, বাবা নেই…
মাদ্রাসাই এখন তাদের একমাত্র আশ্রয়…

হায়! যদি আজ বাবা-মা থাকতো…
দয়া, করে সবাই দোয়া করবেন—
আল্লাহ যেন এই এতিম সন্তানদের কোরআনের হাফেজ ও আলেম হিসেবে কবুল করেন।
আল্লাহ যেন তাদের জীবনে শান্তি, ভালোবাসা আর সম্মান এনে দেন… 🤲

আরাফাহর ময়দানে পা না রাখলে বোঝা যায় না কী আবেগ আর অপার্থিব সুখ লুকিয়ে আছে এই ক্ষণিকের মুহূর্তটায়। সুবহানাল্লাহ, সে কী অন...
05/06/2025

আরাফাহর ময়দানে পা না রাখলে বোঝা যায় না কী আবেগ আর অপার্থিব সুখ লুকিয়ে আছে এই ক্ষণিকের মুহূর্তটায়। সুবহানাল্লাহ, সে কী অনাবিল প্রশান্তির জায়গা! সে কী নিঃসীম নৈসর্গিক আবহ চারদিকে।

মহান রাব্বে কারীম আমাদের বারংবার এই ময়দানে দাঁড়ানোর তাওফিক দিন। যেন আমরা অসংখ্যবার এই ময়দানে দাঁড়িয়ে, চোখের অশ্রুতে বুক ভাসিয়ে বলতে পারি—

‘ইয়া রব, আমি ছাড়া কতো অগণিত বান্দা আছে আপনার, কিন্তু আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো মাবুদ নাই৷ আপনি যদি আমাকে ছেড়ে যান, আমি তো ধ্বংস হয়ে যাব মাবূদ৷ শুভ্র সফেদ কাপড়ে আবৃত আপনার মেহমানদের ভিড়ে, এই পবিত্র উপত্যকায় দাঁড়িয়ে আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। আপনি ক্ষমার চাদরে আমাকে আবৃত করে নিন ইয়া রাব্বাল কা’বা 💛

The Speech Of Qur'an (কুরআনের বাণী)

27/05/2025

আলহামদুলিল্লাহ! সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল ২৮শে মে— জিলহজের প্রথম দিন। ৫ই জুন, বৃহস্পতিবার— পবিত্র হজ তথা আরাফাত দিবস এবং ৬ই জুন, জুমাবার— ঈদুল আযহা।

আল্লাহ তাআলা সকল হাজিকে হজ্জে মাবরুর নসিব করুন।

26/05/2025

يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين.

O you who have believed, fear Allah and be with the truthful.

হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো।

আমল করার চেষ্টা করবেন 😊
13/05/2025

আমল করার চেষ্টা করবেন 😊

আমিন!
11/05/2025

আমিন!

😅
10/05/2025

😅

17/01/2025

আলহামদুলিল্লাহ!
প্রিয় মানুষটাকে খুব কাছ থেকে দেখতে পারবো ইনশাআল্লাহ। ❤️‍🩹
সকলেরই দাওয়াত রইলো 🥰

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Speech Of Qur’an posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share