Md Nafiz Iqbal

Md Nafiz Iqbal “No one but I knows what I am..!”

25/11/2025

নিজের কাছে নিজেই আমি
প্রশ্নবোধক রেখা!

ছোট ছোট মিথ্যা বলতে বলতেশেষে মানুষ নিজের ধ্বংসের কারণ নিজেই হয়ে যায়।তবুও মনে রেখো—এখনও সময় আছে নিজেকে ঠিক করার।আল্লাহ ক্...
14/11/2025

ছোট ছোট মিথ্যা বলতে বলতে
শেষে মানুষ নিজের ধ্বংসের কারণ নিজেই হয়ে যায়।
তবুও মনে রেখো—
এখনও সময় আছে নিজেকে ঠিক করার।
আল্লাহ ক্ষমাশীল,
মাফ চাইলে মানুষ আবার ভালো হয়ে উঠতে পারে।

স্টিভ জবস বলেছেন - "যখন আমার যথেষ্ট টাকা ছিল না, আমি টাকা উপার্জনের জন্য ছুটিনি, বরং আমি শান্ত হয়ে ভাবতে বসেছিলাম।"আমরা...
13/11/2025

স্টিভ জবস বলেছেন - "যখন আমার যথেষ্ট টাকা ছিল না, আমি টাকা উপার্জনের জন্য ছুটিনি, বরং আমি শান্ত হয়ে ভাবতে বসেছিলাম।"

আমরা প্রায় সবাই একই ভুল করি। টাকা নেই তো মরিয়া হয়ে যেকোনো কাজ ধরি, যেকোনো জায়গায় ছুটি। কিন্তু ব্যস্ততা আর কাজ এক জিনিস নয়। সারাদিন দৌড়ালেই যে সঠিক দিকে যাচ্ছ, তার কোনো গ্যারান্টি নেই।

স্টিভ জবস যা বুঝেছিলেন তা হলো - স্মার্ট কাজ, হার্ড কাজের চেয়ে বেশি জরুরি। একটু থেমে চিন্তা করলে বোঝা যায় কোথায় সময় দেওয়া উচিত, কোন skill শিখলে দাম বাড়বে, কোন পথে এগোলে দীর্ঘমেয়াদে লাভ হবে।

অন্ধের মতো দৌড়ানোর চেয়ে একবার থামো। পরিকল্পনা করো। নিজের strength চিনো। একটা পরিষ্কার vision তৈরি করো। কারণ ভুল পথে দ্রুত দৌড়ানোর চেয়ে সঠিক পথে ধীরে চলা অনেক ভালো। টাকা আসবে, কিন্তু আগে মাথা ঠান্ডা রাখো।

📌
আরো এমন পোস্ট পেতে—
Follow করুন আমাদের পেজ।

13/11/2025

একসময় আমি ভাবতাম, সবাইকে খুশি রাখতে হলে সবসময় উপস্থিত থাকতে হবে, দ্রুত রিপ্লাই দিতে হবে, হাসতে হবে, কথা বলতে হবে।

যেন কাউকে অপেক্ষা করানো মানেই অসম্মান। কিন্তু আস্তে আস্তে বুঝেছি, এই অতিরিক্ত উপস্থিতি মানুষকে কাছে টানে না, বরং আমাদের গুরুত্ব কমিয়ে দেয়।

সবসময় পাওয়া যায় এমন কিছু জিনিস মানুষ খুব একটা গুরুত্ব দেয় না।

সবসময় অনলাইনে থাকা, সবসময় “হ্যাঁ” বলা, সবসময় সাড়া দেওয়া… ধীরে ধীরে আপনাকে এমন একজন বানায় যাকে সবাই সহজলোভ্য মনে করে।

মূল ব্যাপারটা হলো, আপনি যদি চান মানুষ আপনাকে সম্মান করুক, আগে আপনাকেই আপনার সময়, উপস্থিতি আর নীরবতাকে মূল্য দিতে হবে।

সবসময় পাওয়া যায় এমন কিছু নয়, দরকারের সময় পাওয়া যাবে এমন কেউ হয়ে উঠোন, আপনার গুরুত্ব বাড়বে।

🗿
01/11/2025

🗿

Winter vibes 🥶
28/10/2025

Winter vibes 🥶

ইউটিউব – ফ্রি, কিন্তু ❌ সার্টিফিকেট নেইMDN – ফ্রি, কিন্তু ❌ সার্টিফিকেট নেইW3Schools – ফ্রি, কিন্তু ❌ সার্টিফিকেট নেইএইগ...
25/10/2025

ইউটিউব – ফ্রি, কিন্তু ❌ সার্টিফিকেট নেই
MDN – ফ্রি, কিন্তু ❌ সার্টিফিকেট নেই
W3Schools – ফ্রি, কিন্তু ❌ সার্টিফিকেট নেই

এইগুলোর সেরা ১১টি ফ্রি বিকল্প (সার্টিফিকেটসহ): 👇

Share kore feed a rekhe dithe paren.. hoyto kono ekdin kaje asbe
thanks

21/10/2025

একদিন আপনি, আর্থিকভাবে এতটাই সচ্ছল হয়ে যাবেন যে, আল্লাহ আপনার টাকা অন্যের কল্যাণের জন্য ব্যবহার করবেন, ইন'শা'আল্লাহ!

এক লোককে দেখলাম, জনে জনে জিজ্ঞেস করছে —“জুতা কালি করাবেন?”চোখে তার অনুরোধ, কণ্ঠে ক্লান্তি, তবু ভেতরে একরাশ আশা।কেউ ফিরিয়...
19/10/2025

এক লোককে দেখলাম, জনে জনে জিজ্ঞেস করছে —
“জুতা কালি করাবেন?”

চোখে তার অনুরোধ, কণ্ঠে ক্লান্তি, তবু ভেতরে একরাশ আশা।
কেউ ফিরিয়ে দিচ্ছে, কেউ আবার দামাদামি করছে।
বাইরে যেখানে পঞ্চাশ নেয়, ট্রেনের ভেতরে সবাই চায় বিশে সেরে ফেলতে।
শেষে এক সাহেব রাজি হলেন।
লোকটার মুখে ফুটে উঠলো এক টুকরো তৃপ্তির হাসি— যেন আজকের দিনের প্রথম জয়!
কালি করার সময় যাত্রীরা ঠেলাঠেলি করছে,
কেউ অনিচ্ছায় পা লাগাচ্ছে, কেউ বিরক্ত হয়ে বলছে,
“দূরে যান ভাই!”
তবু সে কিছু বলে না— বরং হাসে, আরও নিচু হয়ে কাজ করে।
জুতা চকচক করছে, তবু কাস্টমার বলে,
“আরেকটু কালি দিন।”
লোকটা একটুও বিরক্ত না হয়ে বলে,
“ঠিক আছে সাহেব, করি।”
এমন মন দিয়ে কাজ করে, যেন ওটাই তার গর্ব, তার ভালোবাসা।
কাজ শেষে যখন বিশ টাকার নোট হাতে পেলেন,
চোখে তৃপ্তি, মুখে সেই একই হাসি।
হয়তো সামনের কামরায় যাবে — আবার নতুন কাউকে জিজ্ঞেস করবে,
“জুতা কালি করাবেন?”
জীবনটা এমনই— প্রতিদিন একটু একটু পরিশ্রম, একটু একটু আশা।
আমি ভাবছিলাম,
সবাই সুযোগ খোঁজে বড় কিছু করার,
কিন্তু আসলে শুরুটা হয় এখান থেকেই —
নিজের মতো করে কিছু করা,
নিজের ঘাম আর পরিশ্রমে একটুখানি হাসি খুঁজে নেওয়া।
শুধু সাহসটা দরকার —
আজ না হোক, কাল একদিন
আমরাও পারব আমাদের নিজের পথ গড়ে নিতে।

💰 বাজেট কম? কিন্তু সত্যি সত্যি ব্যবসা শুরু করতে চান?তাহলে প্রথমেই একটা কথা মনে রাখুন —বিজনেস শুরু করা মানে শুধু প্রোডাক্...
19/10/2025

💰 বাজেট কম? কিন্তু সত্যি সত্যি ব্যবসা শুরু করতে চান?
তাহলে প্রথমেই একটা কথা মনে রাখুন —

বিজনেস শুরু করা মানে শুধু প্রোডাক্ট বিক্রি নয়, বিশ্বাস তৈরি করা।

নতুন পেজ খুলেই যদি দামি পণ্য বিক্রি করতে চান,
তাহলে একটু ভেবে দেখুন—

যেখানে বড় বড় পেজগুলোরও কাস্টমার ভরসা পেতে সময় লাগে,
সেখানে অচেনা একটা পেজ থেকে কেউ ২০০০–৩০০০ টাকার প্রোডাক্ট কেন কিনবে? 🤔

🧩 শুরুটা হোক সহজ ও বুদ্ধিদীপ্তভাবে
প্রথমে এমন পণ্য বেছে নিন

👉 যার দাম কম, কিন্তু কোয়ালিটি দারুণ।
এতে কাস্টমার ঝুঁকি নিতে ভয় পাবে না।

প্রথম দিকে হয়তো বিক্রি হবে না,
এটাই একদম স্বাভাবিক — কেউ রাতারাতি ভরসা পায় না।

তবে এই সময়টায় যদি আপনি লাভ না ভেবে কিছুটা লসে
২০০–৩০০ জন কাস্টমার তৈরি করতে পারেন,
তাহলে তারাই হবে আপনার মার্কেটের “গেম চেঞ্জার”!

ওদের কাছ থেকে রিয়েল রিভিউ নিন,
ফিডব্যাক পেজে তুলে ধরুন —
এগুলোই আপনার ভবিষ্যতের ট্রাস্ট বিল্ডিং টুল 🔑

🔥 এই কৌশলটার নাম “Loss Leader Strategy”
বিশ্বব্যাপী অনেক বড় ব্র্যান্ডই প্রথমে লসে বিক্রি করে
পরে কোটি টাকায় লাভ করেছে।

এটাই হলো Loss Leader Method —
যা গুগল বা ইউটিউবে সার্চ করলেই বুঝবেন কতটা কার্যকর।

🕰️ দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন
যেহেতু বাজেট কম, তাই অতিরিক্ত লস করা যাবে না।
কিন্তু অন্তত ১০০–২০০ জন কাস্টমার জোগাড় করুন —
তাদের ফিডব্যাকই হবে আপনার সবচেয়ে বড় অ্যাসেট।
ধীরে ধীরে হাই ভ্যালু পণ্য যোগ করুন,
পণ্যের মান ১০/১০ রাখুন,
আর অন্তত ১ বছরের পরিকল্পনা মাথায় রেখে এগিয়ে যান।
ধুম করে পেজ খুলে, বিশাল লাভের চিন্তা করে শুরু করলে
শুরুর আগেই গন্তব্য হারিয়ে ফেলবেন।

কাস্টমার কেন আপনার কাছ থেকে কিনবে —
এই প্রশ্নের উত্তর আপনি যত ভালো বুঝবেন,
সাফল্য তত দ্রুত আসবে ইনশাআল্লাহ 🌿

18/10/2025

মিরপুর – চট্টগ্রাম ইপিজেড – ঢাকা এয়ারপোর্টে আগুন!
এ যেন আসলেই “আগুন আগুন সিরিজ খেলা”!

একটার পর একটা ঘটনা, সব যেন কোনো গোপন স্ক্রিপ্টে লেখা
পরিকল্পিত ছাড়া আর কিছুই মনে হয় না!

ইন্টেরিম সরকার দেড় বছর ধরে লীগের আমলাদের বুকের ভেতর যত্ন করে রেখেছে,
আজ সেই “অতি মহব্বতের”ই ফল ভোগ করছে পুরো দেশ 🔥

এখন তো ছবি বা ভিডিও দিলেই ফেসবুক “ভায়োলেশন” দেয়—
কিন্তু সত্যকে কেউ দমাতে পারে না!

দেশ জুড়ে জ্বলছে অন্যায়ের মুখোশ,
আর মানুষ খুঁজছে—
আগুনের ভেতর সত্যের আলো।

কত কত মানুষের স্বপ্ন এগুলা পুরে যাচ্ছেবাংলাদেশ শাহজালাল বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন বাংলাদেশের অর্থনীতি এর কি প্রভাব ...
18/10/2025

কত কত মানুষের স্বপ্ন এগুলা পুরে যাচ্ছে
বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন বাংলাদেশের অর্থনীতি এর কি প্রভাব পরবে
একের পর এক আগুনের খবর মিরপুরে কারখানা, চট্টগ্রাম ইপিজেড এখন তো বিমানবন্দরে কার্গো সেকশন জ্বলতেছে
আল্লাহ তুমি হেফাজত কর!

Address

Lalmonirhat

Alerts

Be the first to know and let us send you an email when Md Nafiz Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share