Md Nafiz Iqbal

Md Nafiz Iqbal “No one but I knows what I am..!”

জীবনে একটা সময় আসবে,যেখানে কারো সাথেই তোমার দুঃখ ভাগাভাগি করার মতো সম্পর্ক থাকবে না।তখন তুমি বুঝবে —নিজের সঙ্গে বোঝাপড়া ...
30/06/2025

জীবনে একটা সময় আসবে,
যেখানে কারো সাথেই তোমার দুঃখ ভাগাভাগি করার মতো সম্পর্ক থাকবে না।

তখন তুমি বুঝবে —
নিজের সঙ্গে বোঝাপড়া করাটাই সবচেয়ে বড় সম্পর্ক।

নিজেকে ভালোবাসতে শেখো…
আর কাউকে না পেলেও নিজেকে যেন না হারাও।

-জীবন বলে শেখো

এই ছবি থেকে যা ইনকাম হবে তা এই দরিদ্র পরিবারকে দান করব 😹😀
28/06/2025

এই ছবি থেকে যা ইনকাম হবে তা এই দরিদ্র পরিবারকে দান করব 😹😀

💥 "ছেলে গরিব মানেই খারাপ নয়, আর তুমি অভিজাত মানেই পারফেক্ট না!" 💥(Reality check before marriage...)বিয়ে মানে প্রেম নয় শু...
25/06/2025

💥 "ছেলে গরিব মানেই খারাপ নয়, আর তুমি অভিজাত মানেই পারফেক্ট না!" 💥

(Reality check before marriage...)

বিয়ে মানে প্রেম নয় শুধু — এটা দুইটা আলাদা জীবনের, আলাদা পারিবারিক শিক্ষা ও মানসিকতার সংঘর্ষ।

ধরো তুমি রিয়া।
তুমি বড় হয়েছো এক অভিজাত পরিবারে।
তোমার বাবা তোমার চোখে পানি দেখতে পারেন না, আর মা তোমার সব শখ পূরণ করেছেন।
তুমি শিখেছো, “না” বলা মানে সাহস, “নিজেকে ভালোবাসা” মানেই আধুনিকতা।

আর বিয়ে হলো রহিম নামের এক ছেলের সাথে...
যার পরিবারে কেউ শখ বুঝে না — দায়িত্ব বোঝে।
যার মা একাই সংসার সামলেছে, বাবার মুখে কখনো ভালোবাসার কথা শোনেনি,
শুধু দায়িত্ব আর কষ্টই ছিল জীবনের সংজ্ঞা।

এখন তুমি বলো –
🗣️ “রহিম আমাকে বুঝে না।”
🗣️ “সে আমাকে রাজকন্যার মতো ট্রিট করে না।”

🙄 আর রহিম ভাবে –
🧠 “তুমি এত আবদার করো কেন?”
🧠 “সংসার মানেই কি শুধু তোমার ঘোরাঘুরি, স্বাধীনতা আর maid রাখার দাবি?”

👉 বাস্তবতা হলো –
তুমি যতই দামি পারফিউমে ভেসে থাকো না কেন,
একজন মানুষ যে কষ্টে-অভাবে মানুষ হয়েছে, তার মানসিকতা, সহ্যক্ষমতা ও বাস্তবতা তোমার ইনস্টাগ্রাম রিলস-এর মতো সাজানো থাকে না।

😌 আর তুমি যদি তার পরিবারকে "ফকিন্নী মার্কা" বলো…
তবে তুমি শুধু তার পরিবারকে অপমান করো না —
তোমার ঘরের শিক্ষাকেই ছোট করো!

✅ যে পরিবার অভাবে থেকেও সন্তানকে সম্মানের সাথে মানুষ করেছে,
তাদের দারিদ্র্য নয় — মানসিক শক্তিই আসল পরিচয়!

⚠️ অভাব কখনো অপরাধ নয়,
কিন্তু অহংকারে অন্ধ হয়ে অন্যের জীবনকে judge করা — সেটা চরিত্রের দৈন্যতা।

📌 Reality Check Before Marriage:

✔️ শুধু প্রেম না, পারিবারিক শিক্ষা মেলে কিনা দেখে বিয়ে করো।
✔️ ছেলেটা গরিব হলেও তার ভেতরের মূল্যবোধ, চরিত্র কেমন সেটাও বিচার করো।
✔️ আর নিজের লাইফস্টাইল-ফ্যান্টাসি না মিললেই "Toxic", "Narcissist" এসব ট্যাগ দিও না।

🔥 শেষ কথা:

তুমি হয়তো “আধুনিক নারী” হয়ে নিজের জন্য ভাবো…
কিন্তু নিজের মতো করে চলা মানেই সংসার ভাঙা নয়,
বরং সংসার টিকিয়ে রাখার মতো মানসিকতা তৈরিই হলো আসল আধুনিকতা।

✍️ লেখাটি চোখে লাগলে শেয়ার করো —
কোনো রিয়ার অহংকার আর কোনো রহিমের অসম্মান —
দুটোই থামানো দরকার এখন! 🙌

25/06/2025

😂😂

কাতারের নাগরিকরা বাংকারে লুকায়,আর আমাদের ভাইয়েরা ছাদে উঠে লাইভ দেয় —"দেখো ভাই, একখান মিসাইল গেল ঝাঁপ দিয়ে!" 🤣এইটাই হইলো ...
23/06/2025

কাতারের নাগরিকরা বাংকারে লুকায়,
আর আমাদের ভাইয়েরা ছাদে উঠে লাইভ দেয় —
"দেখো ভাই, একখান মিসাইল গেল ঝাঁপ দিয়ে!" 🤣
এইটাই হইলো আসল বাংলাদেশের প্রবাসী স্পিরিট! 🇧🇩🔥

09/06/2025

এবার কোনো ছবি আপলোড দেই নি।

আগামী ঈদে তোমাদের ভাবির হাতে তোলা ছবি আপলোড দিবো।

মাঝে মাঝে রিলেশনশিপ আপনার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু আপনি রিলেশনশিপ আঁকড়ে ধরে রাখেন! মনে করেন, একদিন হয়ত সব ঠিক হয়ে যাবে।...
06/06/2025

মাঝে মাঝে রিলেশনশিপ আপনার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু আপনি রিলেশনশিপ আঁকড়ে ধরে রাখেন! মনে করেন, একদিন হয়ত সব ঠিক হয়ে যাবে।

কিন্তু সত্যি কি সবকিছু ঠিক হয়? কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে?

কিছু বিষয় হিসাব নিকাশ করতে পারেন। যেমন:

১. বিশ্বাস ভেঙে গেছে
সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে সম্পর্ককে আর এগিয়ে নেওয়া উচিত হবে না। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন।

২. আপনি যখন সস্তা
যখন সঙ্গী আপনাকে সস্তা ভাবতে শুরু করে, তখন বুঝতে হবে, এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি।

৩. মনোযোগ আর নেই
ভালোবাসা মানে পারস্পরিক যত্ন। যদি দেখেন, সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়।

৪. শ্রদ্ধার অভাব
প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধাও। যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে, তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত।

৫. দৈনিক ঝগড়া
যদি প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়, এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যার শেষ না হয়, তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া ঠিক নয়।

নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন। মাথায় রাখবেন, সম্পর্ক শেষ হওয়ার মানে জীবনের শেষ নয়। বরং এটি একধরনের নতুন শুরু, জীবনে আরও সুন্দর কিছু ঘটার সম্ভাবনা তৈরি হওয়া।

জীবন ছোট। এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনও মানে নেই, যা শুধু কষ্ট আর হতাশা উপহার দেয়।

যে সম্পর্ক মানসিক কষ্ট দেয়, আপনাকে অসম্মানিত করে সেটা জীবন থেকে মুছে ফেলুন — তা সে যে-ই হোক না কেন — বন্ধু, আত্মীয়-স্বজন কিংবা খুব কাছের কেউ।

06/06/2025

মানুষ ঈদ বিক্রি করে দেয়,
সময়,বয়স আর টাকার কাছে 🥲

শুরু হয়ে গেছে তান্ডব!🤡
30/05/2025

শুরু হয়ে গেছে তান্ডব!🤡

দীর্ঘ প্রতীক্ষার পর, বিশ্বজুড়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা 'গুগল পে' (Google Pay) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হতে য...
28/05/2025

দীর্ঘ প্রতীক্ষার পর, বিশ্বজুড়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা 'গুগল পে' (Google Pay) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হতে যাচ্ছে।

আগামী এক মাসের মধ্যেই এই সেবা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় তাদের কার্যক্রম শুরু করবে। এই সেবা চালুর মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের হাতে থাকা ডিভাইসকেই একটি পূর্ণাঙ্গ 'ডিজিটাল ওয়ালেট' হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ফলে আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড বহন করার প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যাবে।

24/05/2025

সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো:

কারো প্রতি কোনোরকম অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে তাদের ভুলে যাওয়া.!

যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। 🫣
22/05/2025

যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। 🫣

Address

Lalmonirhat

Alerts

Be the first to know and let us send you an email when Md Nafiz Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share