Md Nafiz Iqbal

Md Nafiz Iqbal “No one but I knows what I am..!”

কতই না সুন্দর ছিলো সিলেটের সাদা পাথর 🖤
13/08/2025

কতই না সুন্দর ছিলো সিলেটের সাদা পাথর 🖤

🛑 এই বাংলাদেশে সত্য বললেই মৃত্যু?!আজ আমরা আর কতটা নীরব থাকবো?গাজীপুরের চৌরাস্তার এক চায়ের দোকানের সামনে, প্রকাশ্য দিবালো...
07/08/2025

🛑 এই বাংলাদেশে সত্য বললেই মৃত্যু?!

আজ আমরা আর কতটা নীরব থাকবো?
গাজীপুরের চৌরাস্তার এক চায়ের দোকানের সামনে, প্রকাশ্য দিবালোকে দৈনিক প্রতিদিনের সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হলো!

আমি একজন সাংবাদিকতার শিক্ষার্থী। আজ এই তুহিনের জায়গায় কাল আমি, আমরা কেউই নিরাপদ নই।
এই রক্ত শুধু একজন মানুষের না — এটা পুরো মুক্তচিন্তার উপর, সত্যের উপর, কলমের উপর হামলা।

✊ ইতিহাস মনে রাখে —
🔺 তিস্তা রিপোর্টের জন্য হত্যা হওয়া সাংবাদিক মেহেদী হাসানকে।
🔺 সত্য বলার অপরাধে নির্যাতিত শফিকুল ইসলাম কাজলকে।
🔺 ১৯৭৪ সালের সংবাদপত্র নিয়ন্ত্রণ অধ্যাদেশের বিরুদ্ধে সাংবাদিকদের কলম যুদ্ধ।

আজ আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি!
তবে এবার আমরা চুপ থাকবো না।

📢 আমরা তুহিনের জন্য বিচার চাই —
📢 আমরা সাংবাদিকদের জন্য নিরাপত্তা চাই —
📢 আমরা বাকস্বাধীনতার অধিকার চাই —

এটা শুধু তুহিনের মৃত্যু নয়, এটা সাংবাদিকতার হৃদপিণ্ডে ছুরি!
আজ প্রতিটি সাংবাদিক, প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি বিবেকবান মানুষ একসাথে বলুক:
"আমরাও তুহিন, আমরাও সাংবাদিক। আমরা থামবো না!"

🔁 এই পোস্টটি শেয়ার করুন, প্রতিবাদে গর্জে উঠুন। নইলে আগামীকাল আপনি-আমি কেউই নিরাপদ নই।

~নাফিজ ইকবাল

05/08/2025

পৃথিবী তে এখনো এই রকম ভালো মানুষ আছে বলেই পৃথিবী টা টিকে আছে 💕💕

👀
30/07/2025

👀

30/07/2025

অর্থ সংকটে থাকা মানুষকে কুত্তাও লাথি মারে!

যাকে তুমি সব কিছু শেয়ার করো,সে একদিন অন্যের কাছে তোমার গল্প বলবে –বিনা দ্বিধায়।➤ অভিজ্ঞতা বলছে:"সব সত্য সবাইকে বলা যায় ন...
28/07/2025

যাকে তুমি সব কিছু শেয়ার করো,
সে একদিন অন্যের কাছে তোমার গল্প বলবে –
বিনা দ্বিধায়।

➤ অভিজ্ঞতা বলছে:
"সব সত্য সবাইকে বলা যায় না।"

চুপ করে নিজের ভেতরের কষ্ট নিজের মতো করে রাখাই নিরাপদ।

-জীবন বলে শেখো

সময় বদলাবে, মানুষও বদলাবে।কিন্তু একটা সময়ের পর তুমি আর কারো জন্য বদলাতে পারবে না…তখন তুমি শুধু চুপ করে নিজেকে আগলে রাখবে...
28/07/2025

সময় বদলাবে, মানুষও বদলাবে।

কিন্তু একটা সময়ের পর তুমি আর কারো জন্য বদলাতে পারবে না…
তখন তুমি শুধু চুপ করে নিজেকে আগলে রাখবে।

➤ এটা অহংকার নয়, অভিজ্ঞতা।

-জীবন বলে শেখো

26/07/2025

জ্ঞান দিতে চাইনা। IELTS করুন। পরিশ্রম করুন।বিদেশ গিয়ে সেইফ লাইফ লিড করুন। দেশের জন্য পলিটিশিয়ানরা কান্দুক আপনার কান্দার দরকার নাই।

বাংলাদেশে হাই রেঞ্জের প-তি-তা ভার্সিটির। অর্থাৎ বাংলাদেশের এলিট শ্রেণীতে সবচেয়ে চড়া মূল্যে বাসায় আনতে হয় ভার্সিটির সুন্দ...
23/07/2025

বাংলাদেশে হাই রেঞ্জের প-তি-তা ভার্সিটির।
অর্থাৎ বাংলাদেশের এলিট শ্রেণীতে সবচেয়ে চড়া মূল্যে বাসায় আনতে হয় ভার্সিটির সুন্দরী মেয়েদের।
বিশেষ করে ভার্সিটির শিক্ষক,ব্যাংকার,ব্যবসায়ী,নেতা ইত্যাদি ধরণের ক্যাটাগরির মানুষের প্রথম পছন্দ ভার্সিটির মেয়ে।
একেকজন এর রেট ১০ হাজার থেকে এক লক্ষ টাকা হতে পারে৷।
বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েদের চাহিদা বেশি।
আমি যখন ভার্সিটিতে পড়ি। তখন আমাদের ভার্সিটির একটা লোকেশনে এসব কার্যকলাপ ছিলো।
ভার্সিটির মেয়েরা এসব করে এগুলা অনেকে বিশ্বাস ই করবে না।
কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে অভিজাত শ্রেনীর মানুষরা এখন ভার্সিটির মেয়ে ছাড়া ভোগ করে না।
আর সাধারণ আবাসিক হোটেল ত লেবার,ড্রাইভার, দিনমজুরদের।
একটা ভার্সিটির মেয়ে যদি মাসে ৩/৪ লাখ টাকা আর্ন করে। সে কিভাবে টাকার লোভ সামলাবে।
চট্টগ্রামে হালিশহরে একটা পতি/-তালয়ের সন্ধান পেয়েছি।
যা ভার্সিটির মেয়েদের দ্বারা পরিচালিত।
আর তাদের সেবা গুলো ভিন্ন ধরণের হয়ে থাকে।
যেমন নির্দিষ্ট পতি/'তা কে ২/৪ দিনের জন্য কন্টাক্ট করে কক্সবাজার বা নিজেদের বাসায় নিয়ে যায়।
বেশিরভাগ কক্সবাজারে নিয়ে যায় সবাই।
কক্সবাজারে ট্রেন সেবা চালু হয়েছে।
এটার একটা হিডেন ম্যাসেজ আছে।
এই দেশটা কে সমূলে ধ্বংস করতে কক্সবাজারের বিকল্প নাই।
ট্যুরিস্ট স্পট গুলো সহজলভ্য করা মানে। আর্থিক ব্যানিফেশিয়াল এর পাশাপাশি অবাধ যৌ/নতা দিয়ে দেশ কে ডুবিয়ে দেওয়া।
কক্সবাজারে অধিকাংশ যায় এসব হোটেলে প্রাইভেট এনজয় করার জন্য৷
আর ঢাকার কথা কি বলব।
ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলো অবস্থা ভয়াবহ।
ঢাকা এখন স্মার্ট পতি-/তা নগর৷
—সংগ্রহ পোস্ট

দায়িত্ব ও মমতা
22/07/2025

দায়িত্ব ও মমতা

যে মানুষটা চুপচাপ থাকে,সে দুর্বল না — সে আসলে ভেতরে অনেক কিছু জানে।জীবন তাকে আগেই অনেক কিছু শিখিয়ে দিয়েছে,তাই এখন সে চুপ...
21/07/2025

যে মানুষটা চুপচাপ থাকে,
সে দুর্বল না — সে আসলে ভেতরে অনেক কিছু জানে।

জীবন তাকে আগেই অনেক কিছু শিখিয়ে দিয়েছে,
তাই এখন সে চুপ করে দেখে যায়…

➤ কথার চেয়ে নীরবতাই বেশি শক্তিশালী।

-জীবন বলে শেখো

🇧🇩 বাংলাদেশের উড়ন্ত কফিন – F-7BGI যুদ্ধবিমান ✈️💔চীনের তৈরি সেকেন্ড জেনারেশনের যুদ্ধবিমান Chengdu J-7 (F-7)– যার উৎপাদন শ...
21/07/2025

🇧🇩 বাংলাদেশের উড়ন্ত কফিন – F-7BGI যুদ্ধবিমান ✈️💔

চীনের তৈরি সেকেন্ড জেনারেশনের যুদ্ধবিমান Chengdu J-7 (F-7)– যার উৎপাদন শুরু ১৯৬৫ সালে, শেষ ২০১৩-তে। এই বিমান যখন পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, তখনই বাংলাদেশ তার সর্বশেষ ১৬টি ইউনিট গ্রহণ করে।

আর আজ, ২০২৫ সালে এসে, সেই ‘ইতিহাসের জাদুঘরের’ বিমান দিয়েই আমাদের আকাশ রক্ষা করার চেষ্টা!
ওভারহোলিং আর জোড়াতালির নামে উড়ন্ত কফিন বানিয়ে, সেই কফিনেই চিরনিদ্রায় যাচ্ছেন আমাদের সাহসী পাইলটরা।

এই কি উন্নয়ন?
এই কি নিরাপত্তা?

যদি সময় থাকতেই আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করা হতো, যদি যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হতো—তাহলে হয়তো আজ কিছু মায়ের বুক খালি হতো না।

প্রতিটা প্রাণের মূল্য আছে। সিদ্ধান্তের ভুলেই আর যেন প্রাণ না ঝরে পড়ে।
আল্লাহ আমাদের রক্ষা করুন। 🤲

#বাংলাদেশ_বিমানবাহিনী #উড়ন্ত_কফিন #দুর্ঘটনা #প্রশ্নতোলো #বাংলাদেশ

Address

Lalmonirhat

Alerts

Be the first to know and let us send you an email when Md Nafiz Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share