Kanay Lal - Freelancer

Kanay Lal - Freelancer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kanay Lal - Freelancer, Digital creator, Hajigonj, Aditmari Lalmonirhat, Lalmonirhat.

18/02/2025

২০ তারিখের পর ১৯ তম কোর্সে ভর্তিতে কোন ডিসকাউন্ট থাকবে না। ক্লাস শুরু ৩রা মার্চ ২০২৫ ইং।

এ মাসে Halloween থেকে সর্বাধিক সেল এই আইটেমটি, এই নিশের উপর ন্যূনতম ১০০০০ ডিজাইন রয়েছে তার মধ্যে এই ডিজাইনটি এই মাসে এক...
31/10/2024

এ মাসে Halloween থেকে সর্বাধিক সেল এই আইটেমটি, এই নিশের উপর ন্যূনতম ১০০০০ ডিজাইন রয়েছে তার মধ্যে এই ডিজাইনটি এই মাসে এককভাবে বিক্রয় হয়েছে ২৫ ডলার প্লাস 😍😱😱

আমি জীবনে যখন যতটুকু পাওয়ারফুল পদ্ধতি আয়ত্ব করতে পেরেছি তা কখনো ই নিজের মধ্যে খুক্ষিগত করে রাখতে পারি নাই। হয়তো বিনামূল্...
30/10/2024

আমি জীবনে যখন যতটুকু পাওয়ারফুল পদ্ধতি আয়ত্ব করতে পেরেছি তা কখনো ই নিজের মধ্যে খুক্ষিগত করে রাখতে পারি নাই। হয়তো বিনামূল্যে অথবা কিছু টাকা নিয়ে হলেও মানুষের সাথে শেয়ার করেছি যাতে তারাও পদ্ধতি টি ব্যবহার করে উপকৃত হতে পারে। আমাকে মূল্যায়ন করা অনেক দূরের কথা আমার পদ্ধতি টি অনেকে বিনামূল্যে পেয়েও কাজে লাগাতে পারেনি, আবার অনেকে টাকা দিয়ে নিয়েও কাজে লাগাতে পারেনি। আবার এমন অনেক ফ্রিল্যান্সার আছেন যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেই অনলাইনে নিজের অবস্থান গড়ে নিতে সক্ষম হয়েছেন। আমার কথাগুলো আপনারা কিভাবে নিবেন সে আপনার ব্যাপার, তবে আমি এখন পর্যন্ত যে সমস্ত অনলাইন ইনকামের পদ্ধতি শেয়ার করেছি তা অন্য ১০ জনের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম ও বাস্তব সম্মত এবং ১০০ ভাগ কার্যকরী ছিল এবং তা আপনাদের মধ্যে থেকেই অনেকে প্রমাণিত করে দিয়েছেন। যারা পরিপূর্ন অনুসরণ করেছেন তারা ই ভালো জানেন প্রতিটি পদ্ধিত ই ছিলো লাইফ চেন্জিং।

তবে আমরা মানুষের জন্য যত ভালো কিছুই করি না কেন সবার মন পাওয়া সম্ভব না। যাইহোক অসংখ্য মানুষের গাল মন্দের মাঝেও যখন দুই একজনের সফলতা দেখতে পাই সামান্য শ্রদ্ধা - ভালোবাসা পাই তখন সেটাকেই জীবনের বড় প্রাপ্তি হিসিবে গ্রহণ করি। ভালোর মাঝেও নিন্দুক আর অকৃতজ্ঞ লোক থাকবেই তবে সে সব ভেবে কখনোই কাজ থামানো উচিত নয়।

আমার আপসোসের জায়গা একটাই এই ফ্রিল্যান্সিং জীবনে কারো থেকে ভালো কোন গাইডলাইন বা পরামর্শ পাই নাই। মানুষের থেকে একটা ছোট্ট জিনিস শিখতে চেয়েও বুঝেছি পৃথিবীর মানুষ কতটা কঠিন, আমি যত সহজে যতটা উজাড় করে শেখাতে পারলে খুশি হই, কিন্তু অন্যরা তার উল্টো। অথচ আমি বহু মানুষ কে বলতে গেলে এক প্রকার জোর করে কাজ শিখিয়েছি এবং শেখানোর চেষ্টা করেছি । যাইহোক মানুষ আমাকে শেখাতে যত বেশি কার্পণ্যতা দেখিয়েছে আমি নিজে রিসার্চ করে তার চেয়ে বেশি শিখতে সক্ষম হয়েছি। এই জন্য ধন্যবাদ টা তারাই প্রাপ্য।

22/10/2024

Suzuki Gixxer SF FI ABS Neon Black বিক্রয় করা হইবে আগ্রহী থাকলে জানাবেন!

আবারো Adobe Nominate File বিক্রি করে সর্বোচ্চ ৩৩ লক্ষ টাকা ইনকামের সুবর্ণ সুযোগ !!  বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সাথে...
11/10/2024

আবারো Adobe Nominate File বিক্রি করে সর্বোচ্চ ৩৩ লক্ষ টাকা ইনকামের সুবর্ণ সুযোগ !! বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। https://www.youtube.com/

পাট ক্ষেতে ঢিল ছোড়া আর ফ্রিল্যান্সিং এক জিনিস নয়।  বুঝে বুঝে কাজ করতে হবে। সবাই শুধু বলেন ফাইল যা দিচ্ছি তাই রিজেক্ট করে...
11/10/2024

পাট ক্ষেতে ঢিল ছোড়া আর ফ্রিল্যান্সিং এক জিনিস নয়। বুঝে বুঝে কাজ করতে হবে। সবাই শুধু বলেন ফাইল যা দিচ্ছি তাই রিজেক্ট করে দিচ্ছে অথচ ১০ মাস আগে ই এর সমাধান দিয়েছি। ক্লাস মনোযোগ দিয়ে না দেখলে ফাইল রিজেক্ট হবেই।

AI Generated Content Rejection Fix 100% Approve Solution for AdobeStock And ShutterStock File Submitএই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে সাটার স্টক এবং এডোবি স্টক...

কত টাকা ইনকাম করাকে সফলতা বলে, আপনি কি বলতে পারেন? যারা মিলিয়ন ডলারের মালিক তারাওচায় আরো ইনকাম হোক অথচ এমন অনেক লোকই আছ...
06/10/2024

কত টাকা ইনকাম করাকে সফলতা বলে, আপনি কি বলতে পারেন?

যারা মিলিয়ন ডলারের মালিক তারাওচায় আরো ইনকাম হোক অথচ এমন অনেক লোকই আছে দিনশেষে ৫০০ টাকা ইনকাম করতে পারলেই সন্তুষ্ট সহকারে বলে অনেক ইনকাম হয়েছে আজ আর লাগবে না।

অর্থাৎ একেক জনের চাহিদা একেক রকম এখানে ইনকামের সঙ্গে সফলতার বিষয়টি আসে না, বরং সফলতা বলতে বুঝায় কোন একটি উদ্দেশ্য সাধনের কার্য শুরু করে সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো। হোক সে ছোট অথবা বৃহৎ উদ্দেশ্য, হোক সে ইতিবাচক অথবা যেটি বাচক ফলাফল। আপনি যে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করছেন তা কতুটুকু কার্যকর তার উপর নির্ভর করে সফলতা।

কিন্তু মূর্খরা সব সময় ইনকাম করাটাকেই সফলতা হিসেবে ভেবে নেয়, যার যত বেশি ইনকাম তাকে তত বেশি সফল মনে করে। আর জ্ঞানীরা সফল বলতে মনে করে যে যত বেশি দক্ষ এবং যে যত কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে !

আসল সমস্যা হচ্ছে আমরা নাম বাঙালি কিন্তু বাংলায় খুবই দুর্বল তাই যত সমস্যা। "শিক্ষাই জাতির মেরু দন্ড" এর ভাব বুঝতে না পেরে খুঁজতে যায় মেরুদন্ডে আর ভাবে কিভাবে সম্ভব শিক্ষা মানুষের মেরুদন্ড হয়।

আমাদের সমাজ মানুষ কে বিবেচনা করে টাকা দিয়ে, চাকুরী দিয়ে। কি পদে আছে অথবা কিভাবে টাকা ইনকাম করলো এটা নিয়ে মোটেই ভাবে না। টাকা তো অনেকভাবেই কামানো যায় তাতে সমাজের জন্য কতটুকু মঙ্গল? এই সমাজ একবারও ভাবে না টাকা কামানোর চেয়ে মানুষ হওয়া জরুরি, দক্ষ মানুষ হওয়া জরুরী একজন দক্ষ মানুষ কখনো অভাবী হন না।

প্রতিটি মানুষ ই তার স্বপ্ন কে ছুঁতে পারে যদি সে চায়! কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না আর পরিশ্রমী ব্যক্তিকে ঈশ্বর নিরাশ ক...
06/10/2024

প্রতিটি মানুষ ই তার স্বপ্ন কে ছুঁতে পারে যদি সে চায়! কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না আর পরিশ্রমী ব্যক্তিকে ঈশ্বর নিরাশ করেন না ! ফ্রিল্যান্সার কামাল ভাই মাত্র তিন মাসে ৭৮ ডলার উত্তোলন করলেন
https://www.youtube.com/watch?v=gXmO6Qntsug

Address

Hajigonj, Aditmari Lalmonirhat
Lalmonirhat
5510

Alerts

Be the first to know and let us send you an email when Kanay Lal - Freelancer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kanay Lal - Freelancer:

Share