
15/05/2023
একসময় যমুনা নদীতে ট্রেন পার হতো ফেরি দিয়ে। বাহদুরাবাদ ঘাট এই ইতিহাসের সাক্ষী। পরবর্তীতে আশির দশকে ট্রেন এসে ঘাটে নামিয়ে দিতো যাত্রী। সেই যাত্রীরা স্টিমারে করে নদী পার হয়ে অপরপাশে অপেক্ষমান ট্রেন ধরতো। এভাবে উত্তরবঙ্গ থেকে রাজধনী ঢাকা পৌছাতে ১২ থেকে ১৪ ঘন্টা লেগে যেতো। নব্বইয়ের দশকে বঙ্গবন্ধু যমুনা সেতু চালু হলে, ঢাকার সাথে সরাসরি ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু এখনও সময় লাগছে সেই ১২ ঘন্টা।🙃🙃🙃🙃🙃