আজব কিন্তু গুজব নয়

আজব কিন্তু গুজব নয় This page spreads all kinds of strange news happening in Bangladesh and outside world

একসময় যমুনা নদীতে ট্রেন পার হতো ফেরি দিয়ে। বাহদুরাবাদ ঘাট এই ইতিহাসের সাক্ষী। পরবর্তীতে আশির দশকে ট্রেন এসে ঘাটে নামিয়ে ...
15/05/2023

একসময় যমুনা নদীতে ট্রেন পার হতো ফেরি দিয়ে। বাহদুরাবাদ ঘাট এই ইতিহাসের সাক্ষী। পরবর্তীতে আশির দশকে ট্রেন এসে ঘাটে নামিয়ে দিতো যাত্রী। সেই যাত্রীরা স্টিমারে করে নদী পার হয়ে অপরপাশে অপেক্ষমান ট্রেন ধরতো। এভাবে উত্তরবঙ্গ থেকে রাজধনী ঢাকা পৌছাতে ১২ থেকে ১৪ ঘন্টা লেগে যেতো। নব্বইয়ের দশকে বঙ্গবন্ধু যমুনা সেতু চালু হলে, ঢাকার সাথে সরাসরি ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু এখনও সময় লাগছে সেই ১২ ঘন্টা।🙃🙃🙃🙃🙃

১৯৬৫ সালে যাত্রীবাহী বাসের মডেল। রাজশাহী- নাটোর রোডে চলতো এমন বাস।ছবি কৃতজ্ঞতা :  amader natore
13/05/2023

১৯৬৫ সালে যাত্রীবাহী বাসের মডেল। রাজশাহী- নাটোর রোডে চলতো এমন বাস।
ছবি কৃতজ্ঞতা : amader natore

বিশ্বের হাতেগোনা যে কয়েকটি শতবছরের পুরনো প্রতিষ্ঠান এখনও দাপটের সাথে তাদের ব্যাবসা করে যাচ্ছে, তাদের মধ্যে 'দ্যা কোকাকোল...
11/05/2023

বিশ্বের হাতেগোনা যে কয়েকটি শতবছরের পুরনো প্রতিষ্ঠান এখনও দাপটের সাথে তাদের ব্যাবসা করে যাচ্ছে, তাদের মধ্যে 'দ্যা কোকাকোলা কম্পানি' একটি। কোকাকোলার প্রথম বিক্রিটি হয় ৮ মে, ১৮৮৬ সালে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে।বর্তমানে বিশ্বের ২০০ টি দেশে কোকাকোলা বিক্রী হয়।

তিন স্ক্রিনের বিচিত্র এই টিভি আগে দেখেছেন কখনও!!  এটি স্যাম্পো কোম্পানির 9519 Tri-Screen কালার টিভি হিসেবে পরিচিত। ১৯৮১ ...
10/05/2023

তিন স্ক্রিনের বিচিত্র এই টিভি আগে দেখেছেন কখনও!! এটি স্যাম্পো কোম্পানির 9519 Tri-Screen কালার টিভি হিসেবে পরিচিত। ১৯৮১ সালে বাজারে আসা এই টিভির বড় স্ক্রিনটি ছিল ১৯ ইঞ্চির, রঙিন। ছোট দুটি স্ক্রিন ছিল সাদা-কালো। প্রতিটি স্ক্রিনের জন্যই ছিল ভিন্ন ভিন্ন কন্ট্রোল সিস্টেম।

ছবির জিনিসটি একটি বুকহুইল। তিনশো বছরের পুরনো এই বুকহুইলের সাহায্যে রিসার্চাররা এককালে একই সময়ে সাতটা বই খুলে, যখন যে বই ...
09/05/2023

ছবির জিনিসটি একটি বুকহুইল। তিনশো বছরের পুরনো এই বুকহুইলের সাহায্যে রিসার্চাররা এককালে একই সময়ে সাতটা বই খুলে, যখন যে বই দরকার সেবই ঘাঁটতেন।মূলত রেনেসাঁর সময় ষোড়শ শতাব্দীতে গবেষক ও জ্ঞানপিপাসুদের সুবিধার জন্য এই ধরণের বুকহুইল প্রথম তৈরী করা হয়। এতে করে হুইল ঘুরিয়ে যখন যে বই দরকার, তার থেকে দ্রুততম সময়ে রেফারেন্স নিতে পারতেন গবেষকরা আর বেশ গুছিয়েও কাজ করা যেতো।
বর্তমানে এটি মেক্সিকোর বিবলিওতিকা প্যালাফহিয়ানা লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে।
তথ্যসূত্র: ইন্টারনেট

গরুর গাড়ি, ঘোড়ার গাড়ির কথা আমরা জানি। কিন্তু জেব্রার টানা গাড়ি! তাও কিনা কলকাতায়!১৯৩৫ সাল। উত্তর কলকাতার পাথুরিয়া ঘ...
08/05/2023

গরুর গাড়ি, ঘোড়ার গাড়ির কথা আমরা জানি। কিন্তু জেব্রার টানা গাড়ি! তাও কিনা কলকাতায়!

১৯৩৫ সাল। উত্তর কলকাতার পাথুরিয়া ঘাটার যদুলাল মল্লিকের তখন বিশাল নামডাক। তাঁর ছোটছেলে মন্মথনাথ মল্লিকের ট্রটিং গাড়ি টানত দু'খানি জেব্রা। শুধু কি আর জেব্রার গাড়ি! তাঁদের ঘোড়ার গাড়িই ছিল সাতটি।

কিন্তু হঠাৎ জেব্রা কেন? বিত্তবানদের বাহারি শখ। আলিপুর চিড়িয়াখানা থেকে ৬০০০ টাকা দিয়ে একজোড়া জেব্রা কিনেছিলেন মন্মথনাথ। তখনকার দিনে এই টাকার পরিমাণ যে কতটা বুঝতেই পারছেন। জেব্রাদু'টিকে কিনে আনার পর তাদের দিলেন গাড়ি টানার ট্রেনিং। এই জেব্রাটানা গাড়ি যেদিন প্রথম কলকাতার রাস্তায় বেরিয়েছিল, সকলে অবাক হয়ে দেখেছিল সে দৃশ্য। এমনকি স্টেটসম্যান পত্রিকায় খবরটি প্রকাশিতও হয়েছিল।
(সংগৃহিত)

07/05/2023
১৯৭৭ সালে ঢাকার ফার্মগেটে ফুটওভার ব্রীজ উদ্বোধনের দিন তোলা ছবি। এখন আমরা কর্ণফুলি আন্ডার ওয়াটার টানেল উদ্বোধনের অপেক্ষায়...
03/05/2023

১৯৭৭ সালে ঢাকার ফার্মগেটে ফুটওভার ব্রীজ উদ্বোধনের দিন তোলা ছবি। এখন আমরা কর্ণফুলি আন্ডার ওয়াটার টানেল উদ্বোধনের অপেক্ষায়।🙂🙂🙂
(ছবি সূত্র: বাংলাদেশের পুরাতন ছবি এবং ভিডিও)

ভূট্টা ফ্যাশন!!!
01/05/2023

ভূট্টা ফ্যাশন!!!

Address

Airport Road
Lalmonirhat
5500

Alerts

Be the first to know and let us send you an email when আজব কিন্তু গুজব নয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আজব কিন্তু গুজব নয়:

Share

Category