HRidoy Ahamed

HRidoy Ahamed নিজের বলতে কিছু নেই ; সব কিছু
রবের দেওয়া নিয়ামত...!☺️❤️‍🩹
(আলহামদুলিল্লাহ) 🌸
Blood group (0+)

06/08/2025

ব্রেকিং নিউজ
নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাস থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত।

04/08/2025

শেষ মেস সবাইকে কাঁদিয়ে চলে গেলো না ফেরার দেশে বাচ্চাটি, তার পরিবারকে আল্লাহ আপনি এই সোক সহিবার তৌফিক দেন। বাড়ির পাশে পুকুর থেকে মৃত বাচ্চাটির লাশ উদ্ধার করলো ফায়ার সার্ভিসের কর্মীরা..।

02/08/2025

গতকাল শুক্রবার তিনি বিয়ে করতে যাচ্ছিলেন ঢাকা রুপগন্জে,বিয়ের সাজে বাড়ি থেকে বাহির হয়ে ছিলেন কত স্বপ্ন নিয়ে, অত্যান্ত দুঃখজনক হলেও নির্মম সত্য,বরযাত্রার পথে হঠাৎ স্ট্রোক করে বিয়ের সজ্জিত গাড়ীতে মৃত্যু'র কোলে ডুলে পরেন..

তিনি কুমিল্লার চান্দিনা ডুমুরিয়া গ্রামের রিপন সরকার। দুইটি পরিবারের চলছে আনন্দের পরিবর্তে শোকের মাতাম।মৃত্যুই অবধারিত,মৃত্যু সত্য,মৃত্যুর কোন সময় স্থান কাল নাই...😭

30/07/2025

নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না..
যেখানে সম্মান নেই সেখানে থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় ভালো...!!! 🙂

26/07/2025

আমাদের শরীর যত দ্রুত ময়লা হয় তার চেয়ে দ্রুত ময়লা হয় আমাদের ব্রেইনে, এর প্রতিকার করার একটাই উপায় সেটা হলো নামাজ।

23/07/2025

(‎আলহামদুলিল্লাহ)

‎ শুভ বিবাহ বার্ষিকী
‎আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি।
‎ 23/7/2023 ইং সালের এই দিনে,আমরা যে শুভযাত্রার শুভসূচনা শুরু করেছিলাম জীবন চক্রের বন্ধনে
‎আজকে তার 2 টি বছর পরিপূর্ণ হলো। এই ২টি বছরের স্বরনীয় স্মৃতিময় সময় গুলি কোন দিক দিয়ে গড়িয়ে গেল টেরই পেলাম না।
‎আজ আমাদের বিবাহ বার্ষিকী..প্রিয়তমা তোমাকে জানাই শুভ বিবাহ বার্ষিকীর অফুরন্ত ভালোবাসা " শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা" প্রিয়তমা সংসারের সুখ- দুঃখ , আর ব্যথা - বেদনার বৈচিত্র্যময় আলপনায় ২টি বছর পার করে দিলাম।
‎এক সাথে পথ চলতে গিয়ে তোমার থেকে সবসময় বুক ভরা ভালবাসা পেয়েছি। তোমার থেকে যে আন্তরিকতা ও ভালবাসা পেয়েছি তা সত্যি অতুলনীয়। সব কিছু মিলে অসাধারণ মনের একজন মানুষ তুমি।
‎সুন্দর ও প্রাণবন্ত হোক তোমার আগামীর প্রতিটা সূর্যদয়।চাঁদের আলোর উদ্ভাসিত হোক তোমার প্রত্যেকটি মুহূর্ত।
‎তোমার কারণেই আমার জীবনটি অনেক শান্তিপূর্ণ এবং উপভোগযোগ্য। আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।
‎তোমার প্রতি আমার অনুভূতি প্রকাশের জন্য কোনও ভাষা নেই, শুধু বলব আমি তোমাকে ভালোবাসি।🥰
‎আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। বিশেষ করে আমার কঠিন সময়ে। চিরকাল আমার পাশে এভাবে থেকো।🙂
‎শুভ হোক আমাদের প্রতিটা দিন, শুভ হোক আমাদের আগামীর পথচলা, শুভ হোক আমাদের আগামীর মানবিক কর্ম প্রেরনা, 😍 Happy marriage Anniversary😍
‎তুমি আমার জীবনে আসার পর। আমি যে রহমতের ছোয়া পেয়েছি। তা সত্যিই অতুলনীয়। সব থেকে বড় পাওয়া তোমার কাছ থেকে আমার সেটা হলো আমাদের প্রথম পুএ সন্তান আবদুল্লাহ বিন জাওয়াদ আল্লাহ তাকে আমাদের জন্য পরিপূর্ণ রহমত হিসেবে দান করেছে। শুকরিয়া সেই রবের দরবারে যিনি আমাদের ঘরে এত সুন্দর ফুটফুটে একটি পুএ সন্তান দান করেছেন। আল্লাহ যেন তাকে তার দ্বীনের জন্য কবুল করে।
‎ সকলের নিকট সবিনয়ে দোয়া কামনা করছি আল্লাহ যেন আমার পিতা মাতা এবং আমার স্ত্রী পুএ সহ আমার ফ্যামিলির সবাইকে তার রহমতের ছায়াতলে আশ্রয় দান করেন ❤️

Esrat Jahan Richi

23/07/2025

বউকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে বিদেশে জাওয়ার পথে এয়ারপোর্টে ১ম বউয়ের কাছে হাতে নাতে আটক।

21/07/2025

চলুন সবাই একে অপরকে এভাবে হেল্প করি তাহলে আল্লাহ খুশী হবে বান্দা ও খুশী হবে। 🤍

21/07/2025

ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কীভাবে বিমানের প্রশিক্ষণ চালানো হয় এই প্রশ্নটা এখন খুবই জরুরি।
মানুষের জীবনের কি আর কোনো মূল্যই নেই?😓
কোন সাহসে এমন ঝুঁকিপূর্ণ কাজ করা হয়, যেখানে হাজার হাজার মানুষের প্রাণ হুমকির মুখে পড়ে?
নিরাপদ এলাকা থাকতে কেন জনগণের মাথার ওপর দিয়ে এমন মহড়া?
এই ধরনের দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়?
এটা শুধু অবহেলা না মানুষের জীবনের প্রতি চরম অসম্মান এবং অবমাননা।
✍️

19/07/2025

বার বার মাথায় আসছিলো লোকটা কোন সময় পড়ে যায়,.. 🤨
এটাই পুরুষের জীবন 🥺

Address

Raipur Laxmipur
Laxmipur
CHITTAGONG

Website

Alerts

Be the first to know and let us send you an email when HRidoy Ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HRidoy Ahamed:

Share