23/07/2025
(আলহামদুলিল্লাহ)
শুভ বিবাহ বার্ষিকী
আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি।
23/7/2023 ইং সালের এই দিনে,আমরা যে শুভযাত্রার শুভসূচনা শুরু করেছিলাম জীবন চক্রের বন্ধনে
আজকে তার 2 টি বছর পরিপূর্ণ হলো। এই ২টি বছরের স্বরনীয় স্মৃতিময় সময় গুলি কোন দিক দিয়ে গড়িয়ে গেল টেরই পেলাম না।
আজ আমাদের বিবাহ বার্ষিকী..প্রিয়তমা তোমাকে জানাই শুভ বিবাহ বার্ষিকীর অফুরন্ত ভালোবাসা " শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা" প্রিয়তমা সংসারের সুখ- দুঃখ , আর ব্যথা - বেদনার বৈচিত্র্যময় আলপনায় ২টি বছর পার করে দিলাম।
এক সাথে পথ চলতে গিয়ে তোমার থেকে সবসময় বুক ভরা ভালবাসা পেয়েছি। তোমার থেকে যে আন্তরিকতা ও ভালবাসা পেয়েছি তা সত্যি অতুলনীয়। সব কিছু মিলে অসাধারণ মনের একজন মানুষ তুমি।
সুন্দর ও প্রাণবন্ত হোক তোমার আগামীর প্রতিটা সূর্যদয়।চাঁদের আলোর উদ্ভাসিত হোক তোমার প্রত্যেকটি মুহূর্ত।
তোমার কারণেই আমার জীবনটি অনেক শান্তিপূর্ণ এবং উপভোগযোগ্য। আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।
তোমার প্রতি আমার অনুভূতি প্রকাশের জন্য কোনও ভাষা নেই, শুধু বলব আমি তোমাকে ভালোবাসি।🥰
আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। বিশেষ করে আমার কঠিন সময়ে। চিরকাল আমার পাশে এভাবে থেকো।🙂
শুভ হোক আমাদের প্রতিটা দিন, শুভ হোক আমাদের আগামীর পথচলা, শুভ হোক আমাদের আগামীর মানবিক কর্ম প্রেরনা, 😍 Happy marriage Anniversary😍
তুমি আমার জীবনে আসার পর। আমি যে রহমতের ছোয়া পেয়েছি। তা সত্যিই অতুলনীয়। সব থেকে বড় পাওয়া তোমার কাছ থেকে আমার সেটা হলো আমাদের প্রথম পুএ সন্তান আবদুল্লাহ বিন জাওয়াদ আল্লাহ তাকে আমাদের জন্য পরিপূর্ণ রহমত হিসেবে দান করেছে। শুকরিয়া সেই রবের দরবারে যিনি আমাদের ঘরে এত সুন্দর ফুটফুটে একটি পুএ সন্তান দান করেছেন। আল্লাহ যেন তাকে তার দ্বীনের জন্য কবুল করে।
সকলের নিকট সবিনয়ে দোয়া কামনা করছি আল্লাহ যেন আমার পিতা মাতা এবং আমার স্ত্রী পুএ সহ আমার ফ্যামিলির সবাইকে তার রহমতের ছায়াতলে আশ্রয় দান করেন ❤️
Esrat Jahan Richi