21/10/2025
বর্ষার সাথে মাহিরের প্রেম ছিলো নয় বছরের ।
বর্ষা হঠাৎ ব্রেকাপ চাইলো ।
রিলেশনে ব্রেকাপ হইতেই পারে ।
সম্পর্ক কত বছরের — এটার উপর ডিপেন্ড কইরা সম্পর্ক টিকে থাকে না । মানুষের সাথে মানুষের সম্পর্ক টিকে থাকে মানুষটার উপর সর্বশেষ আগ্রহের উপর ।
বর্ষার আগ্রহ ফুরাইছে । সে যে কোনো ইস্যু টেনে রিলেশন ব্রেকাপ করতে পারতো । যে ছলনা জানে, তার ছলের অভাব হয় না ।
সে ইউজ করলো জোবায়েদকে ।
যে ছেলেটা শান্ত শিষ্ট , আগেও অনেক প্রেমের অফার পেয়ে তা ফিরিয়ে দিয়েছিলো । নিজের জীবন নিয়াই স্ট্রাগল করতেছিলো ।
বর্ষা জোবায়েদকে পছন্দ করে , এটা নাকি জোবায়েদ জানতোই না অর্থাৎ অফিসিয়ালি ও কোনো প্রেমের অফার পায় নাই ।
বর্ষা সেফজোনে থাকলো । বোকাচো** মাহির খুন করলো , কিসের জন্য?
যে প্রেম নষ্ট হয়ে গেছে তা বাঁচানোর জন্য?
এখন সে পালিয়ে বেড়াবে ।
সবচেয়ে নির্মম সুর নিয়া বলি হইলো জোবায়েদ - যে সাতে ও ছিলো না, পাঁচে ও ছিলো না ...
দোতলার সিঁড়িতে রক্তা**ক্ত হওয়ার পর জোবায়েদ নিজেরে টেনে হেঁচড়ে উপরে তুলতে চেয়েছিলো , যদি কেউ দরজা খোলে । যদি সে বেঁচে যায় ।
তাকে পাওয়া গিয়েছে তিনতলা সিঁড়ির শেষ প্রান্তে...
উল্টে পড়ে আছে ৷
সাথে উল্টে পড়ে আছে তার জীবন , ক্যারিয়ার , মাসের ১৯ দিনের টিউশনের হিসেবের বেতন, ক্লাস নোট আর পরিবারে মা-বাবা...
মিসরের আযীয তার স্ত্রী ও ইউসুফ (আঃ) এর ঘটনায় ইউসুফ (আঃ) কে দোষী সাব্যস্ত করে শাস্তির বিধান করেছিলো।
কিন্তু শেষে জানলো দোষ আসলে উনার স্ত্রীর'ই , ইউসুফ (আঃ) নির্দোষ , তখন তিনি বলেছিলেন ,
" নিশ্চয়ই নারীর ছলনা খুবই ভয়ংকর । "
এরা নিজে দোষ করে, তা চাপায় আরেকজনের ঘাড়ে।
( এইখানে সকল নারীকে দোষারোপ করা হয় নি। শুধু মাত্র ছলনাময়ী নারীদেরকেই ইঙ্গিত করা হয়েছে ।
তাই এই আয়াতের মাধ্যমে নারীর সম্মান কমে এমনটা ভাবা ভুল । )
আর আমরা এই ভয়ংকর ছলনার গর্তে পড়তেই পছন্দ করি ।
শেষ জামানায় মহানবী (সাঃ) পুরুষদের সতর্ক করে গেছিলেন নারীর প্রলোভন থেকে বাঁচার জন্য ।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“ আমি আমার পর এমন কোনো ফিতনা (পরীক্ষা/বিপদ) রেখে যাচ্ছি না যা পুরুষদের জন্য নারীর চেয়ে বেশি ক্ষতিকর। ”
(সহিহ বুখারি, হাদীস 5096; সহিহ মুসলিম, হাদীস 2740)
এখানে পুরুষদের সতর্ক করা হয়েছিলো হয়তো আমরাই নারীদের প্রতি লোভাতুর হয়ে পড়বো এবং নিজেরাই নিজেদের বিপদে ফেলবো , সং*ঘাত বাড়াবো।
রিফাত মিন্নি-নয়ন বন্ড , জুনায়েদ , মাহিররা বারবার তা প্রমাণ করে গিয়েছে....
আমরা পুরুষরা বারবার নিজেরা " আকাশ ভরা তারা " নিয়ে অবলা ছলনাময়ী নারীদের বানিয়ে রেখে যাচ্ছি চাঁদ , যে চাঁদের আলোর চেয়ে কলংক বেশি...
- অনিকেত প্রান্তর - No Man's Land