Yasin tv

Yasin tv পীর সাহেব সমর্থিত

২টি সুখবর!লক্ষীপুর -৪ রামগতি -কমলনগর সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে আল্লামা খালেদ সাইফুল্লাহ (প...
25/05/2025

২টি সুখবর!
লক্ষীপুর -৪ রামগতি -কমলনগর সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে আল্লামা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর) সাহেবকে গতকাল ঘোষণা দেয়া হয়।

আজ কুমিল্লা ১০ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয় আমাদের সকলের মহব্বতের বড় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন - M***i Shamsuddoha আশরাফী হাফিজাহুল্লাহকে।

দেশজুড়ে এভাবে সমাজসেবী আহলে ইলমদেরকে সামনে টেনে আনা গেলে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলা ও ইসলামী শাসনের ব্যাপারে মানুষকে আগ্রহী করে তোলা সহজ হবে ইনশাআল্লাহ ।

আলো আসবেই।

কিসের ঠ্যাকা পরছে এত চাপ নেয়ার! হাসিনার হাতে দেশটা দিয়ে পদত্যাগ করেন,  আমাদের জন্য হাসিনাই সেরা।
24/05/2025

কিসের ঠ্যাকা পরছে এত চাপ নেয়ার! হাসিনার হাতে দেশটা দিয়ে পদত্যাগ করেন, আমাদের জন্য হাসিনাই সেরা।

রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে পীর সাহেব চরমোনাই আহ্বানে ফ্যাসিবাদ বিরোধী ৫টি দলের জরুরী বৈঠক অনুষ্ঠিত। দেশের চলমান রাজন...
23/05/2025

রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে পীর সাহেব চরমোনাই আহ্বানে ফ্যাসিবাদ বিরোধী ৫টি দলের জরুরী বৈঠক অনুষ্ঠিত।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর আহ্বানে ঢাকার পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার রাতে ফ্যাসিবাদ বিরোধী ৫টি দলের শীর্ষ নেতৃবৃন্দের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু, ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, আহমদ আবদুল কাইয়ুম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ প্রমুখ।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং যে কোন মূল্যে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। কোন কুচক্রি মহল যাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
আগামীতে দেশ গঠনে এবং দেশে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আরো ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ কৌশল গ্রহণের বিষয়ে বৈঠকে বিষদ আলোচনা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদানে নেতৃবৃন্দ একমত পোষণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মোহাম্মদ শফিকুর রহমান মুঠোফোনে এ বিষয়ে একমত পোষণ করেন।

শোক সংবাদ --------------------------বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম ...
21/05/2025

শোক সংবাদ
--------------------------
বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা সাহেব কিছুক্ষণ আগে (রাত আনুমানিক ২:৩০টা) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ ২১ মে'২৫, বুধবার সকাল ৯:৩০ টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মুহতারাম আমীর হযরত পীর সাহেব হুজুর চরমোনাই এবং মুহতারাম সিনিয়র নায়েবে আমীর শায়েখ চরমোনাই জানাজায় উপস্থিত থাকবেন ইনশাল্লাহ।

রব্বে কাবার দরবারে ফরিয়াদ, তিনি যেন তার বান্দাকে সকল ভুল-ত্রুটি মার্জনা করে জান্নাতে আ'লা মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করেন।

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Hashan Mahmud, Md Robiul Islam Shekh, Vln...
21/05/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Hashan Mahmud, Md Robiul Islam Shekh, Vln Akas, Nabil Samad, Ibrahim Mollah, Nazrul Islam, Olidur Rahman, Bappy Khan Azad, MD Joynal, Viral Vi, Md Jahidul Islam, হলুদ ময়না, Md Zuyel, বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপি, ইউনুছ আলী, MuHammad Khalid HaSan, Md. Yasin Arafat, Md Emon Khan, Roton Miya, অচেনা ছেলে, Saiful Islam, Shamsul Haque, Maysa Islam, MD Ali Hossin, Bm Mahmud Hasan, Md Yousuf Md Yousuf, Jannat Aktar, Baul Sumon, Rokon Uddin Baybars, Jannatun Nuha, Md Salauddin, Mohammad Imran Hossen, Emon Ahmed, শুকুর খান শুকুর

20/05/2025
20/05/2025

আজ রাত ৯ টায় দেখা হবে শরিফুল ইসলাম রিয়াদ ভাই ও মোহাম্মদ হীরা সরকার স্যারের স্পেশাল লাইভে।

20/05/2025

জীবন পরিবর্তনের উদ্দেশ্যে এই বয়ানটি শুনুন। আপনার জীবনও পরিবর্তন হয়ে যাবে।

বরিশাল সিটির বিভিন্ন সেক্টরে দায়িত্বরত সরকারী দায়িত্বশীলরা আজ শায়েখে চরমোনাই'র সাথে বিশেষ সাক্ষাৎকারে উপস্থিত হয়।বরিশালে...
20/05/2025

বরিশাল সিটির বিভিন্ন সেক্টরে দায়িত্বরত সরকারী দায়িত্বশীলরা আজ শায়েখে চরমোনাই'র সাথে বিশেষ সাক্ষাৎকারে উপস্থিত হয়।বরিশালের সিটি মেয়র হিসেবে শায়েখে চরমোনাইকে পাওয়ার আশা ব্যক্ত করেন সবাই।
জনগণের চাওয়া যেন রব কবুল করেন আমিন।

Yasin tv

With Colors Of Love // ভালোবাসার রং – I just made it onto their weekly engagement list by being one of their top engager...
20/05/2025

With Colors Of Love // ভালোবাসার রং – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉

Address

Luxmichari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yasin tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share