Worry Of Hanif

Worry Of Hanif I will try my best, Inshalla.

আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাল্লাহ।

17/03/2025

জ্ঞানী মানুষ কখনো ভুল করে না,
বিবেক ও বুদ্ধি থাকে তার সঙ্গী সজাগ।
ভুল হলে শিখে নেয় নতুন কিছু,
অজ্ঞতা নয়, জ্ঞানই তার শক্তি।
তাই শেখাই সত্য জ্ঞানের মূল মন্ত্র।

17/03/2025

হিসাব মানুষকে জ্ঞানী করে তোলে,
সঠিক সিদ্ধান্তে এগিয়ে নিতে বলে।
জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োজন,
বিবেক ও বুদ্ধির হয় উন্নয়ন।
হিসাব জানলে ভুলের সম্ভাবনা কমে।

17/03/2025

এখন ভালোবাসার দাম নাই,
স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না তাই।
সত্যিকারের অনুভূতি হয় উপেক্ষিত,
মনের চেয়ে হিসাব বেশি গুরুত্বপূর্ণ।
ভালোবাসা আজ স্বার্থের বন্ধনে বন্দী।

17/03/2025

পৃথিবীতে সবারই স্বার্থ আছে,
নিজের ভালো সবার আগে ভাসে।
নিঃস্বার্থ বলে কেউ থাকে না,
স্বার্থের টানেই সম্পর্ক বাঁধা।
তবু ভালোবাসায় স্বার্থ ভুলতে হয়।

17/03/2025

নিঃস্বার্থভাবে ভালোবাসলে মেলে শান্তি,
স্বার্থের হিসাব না থাকলে সুখ বাড়ে মাতি।
ভালোবাসা যখন হয় নিখুঁত ও সত্য,
সম্পর্কে থাকে না কোনো দুঃখের ব্যথা।
এটাই জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন।

17/03/2025

সমাজসেবা করা মহৎ এক কাজ,
এতে গড়ে ওঠে ভালোবাসার সাজ।
অসহায়দের পাশে দাঁড়ানো দরকার,
মানবতার সেবােই সত্যিকার মর্যাদা।
নিঃস্বার্থ দিলে, ফিরে আসে ভালোবাসা।

17/03/2025

রাজনীতি করা ভালো নয় যদি থাকে স্বার্থ,
ক্ষমতার লোভে হয় দেশের সর্বনাশ।
সততার বদলে যদি মিথ্যা রাজত্ব করে,
জনসেবার বদলে যদি হয় স্বার্থের ভিড়,
তবে রাজনীতি সমাজে আনে শুধু ক্ষতি।

16/03/2025

কোনো অন্যায় ধরনের কাজ করা ভালো নয়,
এতে মানসিক শান্তি হারিয়ে যায়।
অন্যের ক্ষতি করলে ক্ষতি হয় নিজের,
ন্যায়ের পথে থাকাই সর্বোত্তম পথ।
সৎ জীবনেই সুখ ও সম্মান মেলে।

16/03/2025

ইসলাম একটি শান্তির ধর্ম,
ন্যায় ও সত্যের এতে আছে মর্ম।
অন্যায়কে করে নিরাশ্রয়,
মানুষকে শেখায় দয়া ও মায়া,
এই পথেই মেলে জান্নাতের আয়োজন।

16/03/2025

প্রতিটা কাজে ধৈর্য, শ্রম আর চেষ্টা দরকার,
এই তিনে গড়বে ভবিষ্যৎ সুন্দর ও পরিণার।
ধৈর্য রাখলে বাধা হয় সহজ,
শ্রম দিলে সাফল্য আসে নিরবধি।
চেষ্টা থাকলে হার মানবে না জীবন।

16/03/2025

একবার না পারিলে দেখো শতবার,
সাফল্য আসবেই হবে জয় অবশার।
ধৈর্য আর চেষ্টা এনে দেয় আলো,
হার মানলে জীবন হয় শুধু কালো।
অধ্যবসায়ই এনে দেয় সফলতার দ্বার।

16/03/2025

পরিশ্রম ভাগ্য বদলাতে পারে,
অলসতা শুধু পিছনে টানে বারবার।
যে ঘাম ঝরায়, সে সফল হয়,
ধৈর্য আর চেষ্টা এনে দেয় জয়।
কঠোর পরিশ্রমেই স্বপ্ন সত্যি হয়।

Address

Rajshahi
Luxmipur
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Worry Of Hanif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category