আলো - ছায়া A l o - c h a y a

  • Home
  • আলো - ছায়া A l o - c h a y a

আলো - ছায়া A l o - c h a y a আসসালামু আলাইকুম।

মিটফোর্ড হত্যাকান্ডে জড়িতদের রাজনৈতিক পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি প্রশাসন অন্যদিকে বিএনপি ওই খুনিদের  আজীবনের জন্য দ...
12/07/2025

মিটফোর্ড হত্যাকান্ডে জড়িতদের রাজনৈতিক পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি প্রশাসন

অন্যদিকে বিএনপি ওই খুনিদের আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করেছে

এইবার চিন্তা করেন এইসব প্রশাসন কাদের কাছে বিক্রি হয়ে গেছে। নিশ্চয়ই এই মামলার দায়িত্বে থাকা সবগুলা যৌন**কর্মীর ছেলে

11/07/2025

আমরা মানুষ হবো কবে??

আমাদের দেশটা কি এমন ই থেকে যাবে।

একমাত্র সমাধান শরী|য়াহ ☝️
11/07/2025

একমাত্র সমাধান শরী|য়াহ ☝️

11/07/2025

'টিনের চালে কাউয়া
তারেক জিয়া শাউয়্যা'

বুয়েটের পোলাপানের স্লোগান! ক্যান ইউ ইমাজিন? ৫ আগস্টের পর তারেক জিয়া সাধারণ মানুষের কাছে যে সিম্প্যাথি এবং রেসপেক্ট গেইন করছিলো তা কই গিয়ে নামছে?

হাসিনা এবং বাল মিডিয়া যে ১৬ বছরে তারেক জিয়ার ভিলিফায়িং স্টেজটা তৈরি করে দিছিলো সেটা অনেকাংশেই ভেঙে পড়ছিলো গত এক বছরে, কারণ আমরা ওই ন্যারেটিভটা প্রতিষ্ঠা করতে সক্ষম হইছিলাম যে, তারেকসহ পুরা বিএনপি হাসিনা রেজিমের মজলুম। আর আজকে সেই স্টেজ আবার নতুন করে তৈরি হচ্ছে। দুঃখজনক হলেও সত্যি, এর দায় পুরোপুরিভাবে তারেক জিয়াকেই নিতে হবে।

বিএনপির উচিত হয় নাই এই দেশের মানুষকে আন্ডার ইস্টিমেট করা। বিশেষ করে আগস্টের পরের জনতাকে তো কোনোভাবেই না।

২ মাস ধরে হুমকি দিয়েছে। এরপর মারতে মারতে উলঙ্গ করেছে। মাথায় পাথর মেরে খুন করেছে। বাট লাশ লুকায়নি। বরং হাত পা ধরে লাশ বাজ...
11/07/2025

২ মাস ধরে হুমকি দিয়েছে। এরপর মারতে মারতে উলঙ্গ করেছে। মাথায় পাথর মেরে খুন করেছে। বাট লাশ লুকায়নি। বরং হাত পা ধরে লাশ বাজারের মাঝখানে এসে রেখেছে। তারপর স্লোগান দিতে দিতে সেই উলঙ্গ লাশের উপর উঠে নৃত্যও পর্যন্ত করেছে। যাতে সবাই বোঝে চাঁদা না দেওয়ার পরিণাম কী হতে পারে।

আর এখন?

এখন এসে সেই খুন করার ভিডিও বা প্রতিবাদ করা পোস্টে এসে হাহা দিতেছে। না,দলটার নাম আওয়ামী লীগ না।
দলটার নাম বিএনপি।

যাদের হাতে আমাদের ভবিষ্যত। যাদের হাতে আমাদের দেশ। এখন প্রতিবাদের বাইরে আমার আর আপনার দায়িত্ব কী?

চাঁদার টাকা রেডি করেন।
নাহলে নিজের লাশের উপর নৃত্য করা পর্যন্ত ওয়েট করেন।আর হ্যাঁ, ওরা মন চাইলে রেপ করবে, মন চাইলে খুন করে সেই লাশের উপর উইঠা নাচবে।তাদের কিছুই বলা যাবে না।
বললেই আপনি খুব খারাপ,আপনি মিডিয়া ট্রায়াল করছেন।
ছিঃ ছিঃ

11/07/2025

মধ্যরাতে উত্তাল ঢাকা শহর..
লন্ডন না ঢাকা-
ঢাকা ঢাকা 🔥✊🏻


দাবী ১ টাওদের বিচার একটাই জনগনের সামনে পাথর দিয়ে ওদের মারতে হবে।
11/07/2025

দাবী ১ টা
ওদের বিচার একটাই
জনগনের সামনে পাথর দিয়ে ওদের মারতে হবে।

পোস্ট টি সবাই শেয়ার করেন। পারলে নিজের মতো করে পোস্ট করেন। এই অপরাধ সব কিছু কে ছারিয়ে গেছেপাথর দিয়ে হত্যা করা ভিডিও একটু ...
11/07/2025

পোস্ট টি সবাই শেয়ার করেন। পারলে নিজের মতো করে পোস্ট করেন। এই অপরাধ সব কিছু কে ছারিয়ে গেছে

পাথর দিয়ে হত্যা করা ভিডিও একটু দেখার পরে আর সাহস হয় নাই পুরোটা দেখার ....?

এরপর ও যদি দেশ ভালো এইরকম আবেগ মারান ....?
তাহলে আপনি অসুস্থ,

বান্দির পুতেরা😡😡😡
জানোয়ারের বাচ্চারা

যদি কোনো দিন বাংলাদেশে লোকাল বিমান চালু হয় 🙃
14/04/2025

যদি কোনো দিন বাংলাদেশে লোকাল বিমান চালু হয় 🙃

Address


Telephone

+8801747788224

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলো - ছায়া A l o - c h a y a posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share