03/07/2025
মাদারীপুরের শিবচরে একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় মানবিক উদ্যোগ নিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা। চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থীকে তিনি বিনামূল্যে কলম, খাবার স্যালাইন ও পানির বোতল প্রদান করছেন। একইসঙ্গে কেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝেও ঠান্ডা পানি বিতরণ করেছেন তিনি।
এই উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা বলেন, পরীক্ষার আগে এমন সহযোগিতা ও মনোযোগ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অনেক অভিভাবকও বলেন, রোদে দাঁড়িয়ে অপেক্ষার সময় ঠান্ডা পানি পেয়ে তারা কৃতজ্ঞ।
হাজী সাখাওয়াত হোসেন নান্নু মোল্লা বলেন,
“শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমি চাই সবাই এগিয়ে আসুক এমন উদ্যোগে।”
স্থানীয়ভাবে এই ব্যতিক্রমী মানবিক কার্যক্রম ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিসহ ভাইরাল হচ্ছে এই উদ্যোগ।
হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার এ মানবিক প্রয়াস সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। এটি প্রমাণ করে, একজন ব্যক্তি চাইলে মানবিক উদ্যোগের মাধ্যমেও সমাজে ভালো কিছু করতে পারেন। এমন উদ্যোগ আরও সম্প্রসারিত হলে শিক্ষাবান্ধব ও মানবিক সমাজ গড়া সহজ হবে।