29/10/2025
সংগঠনে নিষ্ঠা ও নেতৃত্বে অনুপ্রেরণা মাদারীপুর-১ (শিবচর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এস. এম. মাসুদ উদ্দিন আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন।
এই সময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আকন সভাপতি জাকের পার্টি মাদারীপুর জেলা, মোহাম্মদ সিরাজ মুন্সি স্থায়ী কমিটির সদস্য জাকের পার্টি, ফায়েক মাতুব্বর সভাপতি ছাত্র ফ্রন্ট মাদারীপুর জেলা, ফরহাদ বেপারী পৌর সভাপতি জাকের পার্টি শিবচর উপজেলা শাখা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাকের পার্টির বিভিন্ন নেতাকর্মীরা।
শিবচর পৌর জাকের পার্টির উদ্যোগে এই অনুষ্ঠান হয়।