মাদারীপুর সময়

মাদারীপুর সময় সত্যের সন্ধানে সবসময় Stay tuned by sharing likes on this page to get regular updates and video messages, thank you.

শিবচর , মাদারীপুর , কালকিনি রাজৈর ও ডাসারসহ পদ্মা ব্রিজ ও এর পার্শ্ববর্তী সকল আঞ্চলিক খবরাখবর এর বস্তুনিষ্ঠ ঠিকানা "মাদারীপুরসময়"। নিয়মিত সর্বশেষ খবর ও ভিডিওবার্তা পেতে এই ফেসবুক পেজে লাইক শেয়ার করে পাশে থাকুন , ধন্যবাদ ।

"MadaripurSomoy" is the objective address of all regional news of Padma Bridge and its environs including Shibchar, Madaripur, Kalkini Rajoir and Dasar.

02/08/2025

শিবচরে জনপ্রিয় খাবার হাজী কাচ্চি ঘরে কুকুরের মাংস ব্যবহারের গুজব ছড়ানোকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এ গুজবের প্রতিবাদে স্থানীয় একাধিক কাচ্চি হাউজ মালিক ও রেস্তোরাঁ ব্যবসায়ী শনিবার বিকেলে পাঁচ্চর এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন

17/07/2025

কয়েকটি জেলা থেকে সন্ত্রাসী ভাড়া এনে গোপালগঞ্জে এনসিপি’র নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে- মাদারীপুর শিবচরে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যার ড. আসাদুজ্জামান রিপন

04/07/2025

শিবচরে সূর্য্যনগর এলাকায় পরকীয়ারত অবস্থায় দুজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

03/07/2025

শিবচরের পাঁচ্চরে মিয়া বাড়ি সংলগ্ন এক ছিনতাইকারীকে আটক করেছে শিবচর থানা পুলিশ।

03/07/2025

মাদারীপুরের শিবচরে একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় মানবিক উদ্যোগ নিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা। চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থীকে তিনি বিনামূল্যে কলম, খাবার স্যালাইন ও পানির বোতল প্রদান করছেন। একইসঙ্গে কেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝেও ঠান্ডা পানি বিতরণ করেছেন তিনি।

এই উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা বলেন, পরীক্ষার আগে এমন সহযোগিতা ও মনোযোগ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অনেক অভিভাবকও বলেন, রোদে দাঁড়িয়ে অপেক্ষার সময় ঠান্ডা পানি পেয়ে তারা কৃতজ্ঞ।

হাজী সাখাওয়াত হোসেন নান্নু মোল্লা বলেন,
“শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমি চাই সবাই এগিয়ে আসুক এমন উদ্যোগে।”

স্থানীয়ভাবে এই ব্যতিক্রমী মানবিক কার্যক্রম ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিসহ ভাইরাল হচ্ছে এই উদ্যোগ।

হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার এ মানবিক প্রয়াস সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। এটি প্রমাণ করে, একজন ব্যক্তি চাইলে মানবিক উদ্যোগের মাধ্যমেও সমাজে ভালো কিছু করতে পারেন। এমন উদ্যোগ আরও সম্প্রসারিত হলে শিক্ষাবান্ধব ও মানবিক সমাজ গড়া সহজ হবে।

শিবচরের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ কর...
26/06/2025

শিবচরের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো অতিরিক্ত বিল পরিশোধে বিপাকে পড়েছেন। শিবচরসহ মাদবরেরচর ইউনিয়নের এই সমস্যাটা বেশি হয়েছে।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: শিবচরের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম .....

23/06/2025

আজ সকালে(২৩-০৬-২৫) মাদবরেরচর ঐতিহ্যবাহী বেইলী ব্রীজ বাজারে শিউলী আক্তার নামে (৩৬) বছর বয়সী এক মহিলা মাছ-মাংস কিনে ব্যবসায়ীদের প্রলোভন দেখিয়ে প্রতারণার দায়ে জনতার হাতে আটক হয়েছে। পরে তাকে স্থানীয় জনগণ পুলিশের হাতে সোপর্দ করে।
এ বিষয়ে শিউলি আক্তার বলেন আমি বিভিন্ন সময়ে বিভিন্ন বাজারে প্রতারণা করে থাকি বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে মাছ-মাংস ও বিভিন্ন বাজার কিনে থাকি। তাদের বলি যে আমার আরও অনেক বাজার লাগবে আপনারা এখন আমাকে কিছু বাজার দেন পরে আমার বাসায় এসে টাকা নিয়ে যাবেন। মিথ্যা ঠিকানা ও মিথ্যা পরিচয় দিয়ে এ ধরনের কাজ তিনি দীর্ঘদিন ধরে করে আসছে।
তবে ভেইলী ব্রীজ ব্যবসায়ীরা সঠিক তদন্তের মাধ্যমে শিউলী আক্তারের বিচার দাবি করেন।

09/06/2025

কারামুক্তির পর গ্রামবাসীর ভালবাসায় সিক্ত হলেন শিবচরের লাল মিয়া বেপারী

15/05/2025

গরু চুরি করতে যে জনতার হাতে কট খেলেন চরজানাজাতের দুর্ধর্ষ ডাকাত শাহীন সরকার

01/05/2025

আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে।

তার ধারাবাহিকতায় মাদারীপুর শিবচরে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস।

19/04/2025

মাদারীপুর শিবচরে যাদুয়ারচর যৌথ বাহিনীর উদ্যোগে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা, মদের বোতল, চারটি বোমা ও এক রাউন্ড বুলেট উদ্ধার করে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিটের বিশেষজ্ঞরা পরে তারা বোমাগুলো নিষ্ক্রিয় করে।

"সন্ধান চাই"মাদারীপুর জেলার শিবচর থানার দত্তপাড়া ইউনিয়নের মৌলবীকান্দী গ্রামের শিশু, সাজিদুর রহমান (১৩) কে খুঁজতে  সহায...
17/04/2025

"সন্ধান চাই"

মাদারীপুর জেলার শিবচর থানার দত্তপাড়া ইউনিয়নের মৌলবীকান্দী গ্রামের শিশু, সাজিদুর রহমান (১৩) কে খুঁজতে সহায়তা করুন।
তথ্য পেলে এই নাম্বারে যোগাযোগ করবেন
০১৩২০ ০৯৮৪৪৮(ওসি, শিবচর থানা)
০১৭১৮ ৫৫২৫২৫ (সন্তানের বাবা)

Address

Madaripur Somoy
Madaripur
7930

Alerts

Be the first to know and let us send you an email when মাদারীপুর সময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাদারীপুর সময়:

Share

Category