01/10/2025
মাদারীপুর জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিশুরায় জাকের পার্টির উদ্যোগে একটি সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় এ জনসভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. মাসুদ উদ্দিন আহমেদ
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি যুবফ্রন্ট ও সভাপতি মাদারীপুর জেলা। তিনি একইসঙ্গে মাদারীপুর-১ আসন (শিবচর) থেকে জাকের পার্টির মনোনীত প্রার্থী।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন, শান্তি ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় জাকের পার্টির ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “জাকের পার্টি মানুষের আস্থা ও ভালোবাসার দল। এ দলের লক্ষ্য মানুষকে সঠিক পথে পরিচালিত করা এবং সমাজ থেকে অবিচার, অশান্তি ও অন্যায় দূর করা।”
এ সময় তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন এবং শিবচরের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।