06/04/2025
গা''যার রাফাহতে ঠান্ডা মাথায় ১৫ জন প্যারামেডিক ও সিভিল ডিফেন্স সদস্যকে গু-লি করে হ #ত্যা-র ভিডিও প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।
২৩ মার্চ উক্ত প্যারামেডিক সদস্যরা একদল সাধারণ মানুষকে উদ্ধার করার সময় তাদের উপর প্রায় ৬ মিনিট যাবত গুলি চালায় ই #স #রা"ইলি বাহিনী। এরপর তাদের ঘেরাও করে হ্যান্ডকাফ পরানো হয়, এবং সেই অবস্থায় হ #ত্যা করে মাটিচাপা দেয়া হয়। তাদের সাথে থাকা ৫টি এ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক ট্রাক ট্যাংক দিয়ে পি*ষে আ*গু*ন ধরিয়ে দেয়া হয়।
এই সিভিল ডিফেন্স সদস্যদের উদ্ধার করা হয় ৮ দিন পর। আল-জাযিরা, স্যাটেলাইট ইমেজ থেকে ই #স #রাইলি আর্মির ব্যারাকের পাশে তাদের গণকবরের অবস্থান শনাক্ত করে। তখন ই #স #রাইলের পক্ষ থেকে অজুহাত দেয়া হয় যে সিভিল ডিফেন্স সদস্যদের বিশেষায়িত ইউনিফর্ম ছিল না, গাড়ির সাইরেন ও ইমার্জেন্সি লাইট বন্ধ ছিল ইত্যাদি।
কিন্তু গণকবরে পাওয়া এক প্যারামেডিকের মোবাইল ফোন তাদের সব দাবিকে মিথ্যা প্রমাণ করে। ফোনটিতে পুরো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও রেকর্ড করা ছিল। আজকে নিউ ইয়র্ক টাইমস সেটি প্রকাশ করেছে। হামাসের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে যার যার অবস্থান থেকে ভিডিওটি প্রচার করে ই #স #রাইলের উপর চাপ সৃষ্টি করতে।