30/08/2025
ইতিমধ্যে কেউ একজন যেকোনো কথার পরিপ্রেক্ষিতে বললো, সন্তান কার!সন্তান কি মায়ের! সন্তান হচ্ছে বাবার।
এখন আমার কথা হচ্ছে, আসলে সন্তান কার?? সন্তান যদি বাবার হয়?তাহলে মা কে?মা'র কি?সন্তান যদি একা বাবারই হয়,তাহলে মা ছারা বাবা একা কেনো সন্তান জন্ম দিতে পারেনা?সন্তান যেহেতু বাবার, তাহলে সন্তান জন্ম দিতে জুটি লাগে কেনো??
সবার কাছে প্রশ্ন রাখলাম,আশা করি কারোর যদি সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন।
আর সেই সমস্ত মানুষদের মুখে আমি দিক্ষার দেই যারা কাথার আগেই একটা মা'কে দুর্বল করে দেওয়ার জন্য এই কথাটি বলে যে সন্তান মায়ের না,সন্তান বাবার।আর সে যদি হয় একটা নারী তাহলে তাকে কি বলা যায় আসলে, বলেন।😡😡😡😡