ইমরান হোসেন

ইমরান হোসেন Assalamu Alaikum I am a content creator social video creator and I put some message in my video thro

26/06/2023

আজকের ব্লগটি খুবেই স্পেশাল,আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। জীবনে বেঁচে থাকতে হলে আপনাকে অনেক কাজ করতে হবে অনেক পরিশ্রম করতে হবে। উপরে ওঠার জন্য আপনাকে কেউ হেল্প করবে না। আপনার নিজের শক্তিতেই আপনাকে উপরে উঠাতে হবে।এই পৃথিবীতে কেউ কারো নয় কেউ কাউকে জায়গা করে দেয় না। নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়।আপনাকে তখনই মানুষ মূল্যায়ন করবে আপনি যখন যোগ্যতা সম্পূর্ণ হবেন।

17/06/2023

ফুটপাতে এত সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তাও খুব রিজনেবল প্রাইজে।আসলে ফুটপাতে জিনিসপত্র গুলো আমরা খুব একটা বেশি মূল্যায়ন করি না।আমরা সব সময় ব্র্যান্ডের জিনিসপত্র খুঁজি এবং একই জিনিসপত্র আপনি যেটা বড় মার্কেট থেকে কিনবেন সেটা কিন্তু ফুটপাতেও পাওয়া যাচ্ছে।পার্থক্যটা হচ্ছে দামে। বড় শপিংমলে দামটা একটু বেশি দিতে হবে আর ফুট পাতে আসলে অনেক কম দামে কিনতে পারবেন কিন্তু জিনিস একই পাবেন।

14/06/2023

সময় থাকতে ফিরে আসুন আল্লাহর পথে,দিনের পথে, ইসলামের পথে,নয়তো পরকালে আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে।আল্লাহর কিঞ্চিত পরিমাণ শাস্তি সহ্য করার মত ক্ষমতা আমাদের কারোর নাই।দুনিয়ার আগুনের তাপ সূর্যের তাপ আমরা সহ্য করতে পারিনা। কিন্তু কেয়ামতের দিবসে ওই সূর্যটা থাকবে আমাদের মাথার তিন হাত উপরে।আর সূর্যের বারোটা মুখ সেই দিন জমিনের দিকে দেওয়া হবে।সূর্যের যত তেজ আছে সেদিন সূর্য দিতে থাকবে।জমিনটা তামায় পরিণত হয়ে যাবে।প্রতিটা মানুষের মাথার মস্তিষ্ক ভাতের মারের মতো টগবগ টগবগ করে জমিনে পড়তে থাকবে। এরকম প্রস্তুতিতে সেই দিন কেউ কারো দিকে তাকাবে না।সেদিন একমাত্র আমাদের রব মহান স্রষ্টা ছাড়া আর কেউ নাই আমাদেরকে মাফ করার মত। তাই সময় থাকতে ফিরে আসো,আল্লাহর পথে,দিনের পথে, ইসলামের পথে।

07/06/2023

আমাদের প্রত্যেকের উচিত খাবারে প্রতি সচেতন হওয়া।আজকাল সমস্ত ফলে দেওয়া হচ্ছে ফরমালিন নামক বিষ।যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর।আমরা যদি ভেজাল মুক্ত খাবার না খাই বা আমাদের বাচ্চাদের যদি ভেজাল মুক্ত খাবার না দিতে পারে।তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সামনের দিকে এগিয়ে যাবে না। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া খাবার দাবারের প্রতি।

01/06/2023

বাস্তব জীবনে আমাদের সাথে প্রতিনিয়ত যা হয়। আমাদের চারপাশে আজকাল যে সমস্ত ঘটনা ঘটে। তার জন্য দায়ী একমাত্র আমরা নিজেরাই।আমরা সঠিকভাবে কোন কিছুই বুঝতে চাই না।বোঝার চেষ্টাও করি না।আমরা শুধু ভুলের মধ্যে বসবাস করি।চলুন আমরা সবাই সচেতন হই সঠিকভাবে বুঝতে শিখি একে অপরকে।

29/05/2023

চলে আসলাম ডিএনসিসি ঐক্য হলিডে মেলায়।এই মেলায় এসেতো আমি অভাগ।এই মেলার মেইন বিষয় গুলো মেইন আকর্ষণ ভিডিও মাধ্যমে দেখালাম।

25/05/2023

লিফটের মধ্যে সে খুব ভয় পাচ্ছিল।বলতেছিল আমি পড়ে যাবো। আমি বললাম তুমি আমাকে ধরে রাখ শক্ত করে পড়ে যাবে না। হঠাৎ করেই চোখের সামনে দেখতে পেলাম মার্কেটের মধ্যে রোবোটের মত কিছু একটা দাড়িয়ে আছে।

21/05/2023

সকল প্রবাসী ভাইদেরকে জানাই স্যালুট।এবং আমার মনের অন্তস্থল থেকে তাদের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা এবং অনেক অনেক দোয়া।

17/05/2023

বেপরোয়া গাড়ি চালানো আর কিছু অস্বাভাবিক মানুষের জন্য রাস্তায় দুর্ঘটনা ঘটে বেশি।এই সমস্ত মানুষের জন্য জনসাধারণ রাস্তায় নিরাপদ ভাবে চলতে পারে না।

14/05/2023

শুক্রবার আজ ছুটির দিন।সবাই ঘুরতে বের হয়েছে।আর সেই সাথে আমিও বের হয়েছি। ঘুরতে ঘুরতে মার্কেটে চলে আসলাম।

10/05/2023

আমার গাড়ি নিয়ে অফিসের দিকে যাচ্ছিলাম।আর তখনি একটা লোক সাইকেল চালিয়ে আমার গাড়ি সামনে চলে আসে আর তখনি দুইটা লোক এমন ভাবে রাস্তা পার হলো আমি অভাক।

Address

Dhaka, Dhaka Division
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when ইমরান হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইমরান হোসেন:

Share