Manik tiles Malaysia

Manik tiles Malaysia সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। ভালোবাসা অবিরাম..........

বিচার–বহির্ভূত হত্যাকাণ্ড কিছুতে মেনে নেওয়া যায় না। সকল অপরাধীদের বিচার চাই।😥😥😥
20/09/2024

বিচার–বহির্ভূত হত্যাকাণ্ড কিছুতে মেনে নেওয়া যায় না। সকল অপরাধীদের বিচার চাই।😥😥😥

19/09/2024

আশে পাশে অনেক মুখ, কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটাই বুঝতে পারবেন না

যেহেতু বাক স্বাধীনতা আছে সুতরাং বলেই ফেলি। আমি চাই, জাতীয় ফল আম হোক। কাঁঠাল ভালো লাগেনা।ধরলে আঠা ছাড়াতে আধা ঘন্টা লাগে।...
10/09/2024

যেহেতু বাক স্বাধীনতা আছে সুতরাং বলেই ফেলি। আমি চাই, জাতীয় ফল আম হোক। কাঁঠাল ভালো লাগেনা।ধরলে আঠা ছাড়াতে আধা ঘন্টা লাগে।স্বাদের ব্যাপারে তো ভালো লাগেই না। দেখলেও কেমন জানি লাগে। তার উপর ওজন ভারী। আমের স্বাদ অতুলনীয়। মাঝেমাঝে আমকে আমার কাছে বেহেশতি ফলও মনে হয়। এত মজার একটা ফল রেখে কাঁঠালকে জাতীয় ফলে রাখার কোনো মানেই নাই।

10/09/2024

"ইঞ্চি ইঞ্চি মাটি"
বাংলাদেশকে নিয়ে এ যাবত লিখিত ও গাওয়া সর্বশ্রেষ্ঠ গান সম্ভবত "ইঞ্চি ইঞ্চি মাটি"। মনের একশ ভাগ আবেগ ঢেলে খাঁটি দেশপ্রেমের এক নজীরবিহীন দৃষ্টান্ত হিসেবে কবিতাটি লিখেছেন ও গেয়েছেন আমাদের প্রাণপ্রিয় কবি 'মুহিব খান'। এর চেয়েও সুন্দর করে কলমের কালিতে দেশপ্রেম ফুটিয়ে তোলা সম্ভব বলে আমার বিশ্বাস হয় না।

এই কবিতা থেকে বাছাই করা কিছু পঙতিকে আমাদের জাতীয় সংগীত হিসেবে নির্বাচিত করা উচিত বলে মনে করি। জাতীর জন্যে শৌর্য-বীর্যহীন বর্তমান জাতীয় সংগীতের চাইতে শতগুন বেশী অনুপ্রেরণাদায়ক হবে এটি।
-

ইঞ্চি ইঞ্চি মাটি (কবি মুহিব খান)

ইঞ্চি ইঞ্চি মাটি, সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা।
শত্রু বা হানাদার, একটি কনাও তার, কেড়ে নিতে কেউ পারবে না।।

রঙ্গের তুলিতে আঁকা, সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি।
লক্ষ শহী* দ গাজী, রেখেছে জীবন বাজী, করেছে স্বাধীন এই মাটি।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ।
ধন্য ধন্য আমি, সবার চাইতে দামি, বাংলা মাটির সন্তান।।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।
সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি, জীবন দিয়েছি কোরবান।।

চারিদিকে দুশমন, ভেঙ্গোনা ভেঙ্গোনা মন, সাহস জমিয়ে রাখো বুকে।
ঈমা* ন জিন্দা করে, জিহা* দের হুংকারে, পরাজিত করো শত্রুকে।।

চারিদিকে গাদ্দার, ভিনদেশি তাবে*দার, সজাগ দৃষ্টি রাখো সবে।
সকল মীরজাফর, বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে।।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ।
ধন্য ধন্য আমি, সবার চাইতে দামী, বাংলা মাটির সন্তান।।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।
সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি, জীবন দিয়েছি কোরবান।।

শান্ত মাটির নিচে, এখনো ঘুমিয়ে আছে, অগণিত সাধু আউ* লিয়া।
সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ভাসানী, আছে মুজিব, ওসমানী ও জিয়া।।

শহীদ তিতুর দেশে, মুক্ত স্বাধীন বেসে, সবুজ লাল পতাকা ওড়ে।
সময়ে ঝড়ের বেগে, চেতনায় উঠবে জেগে,জাগ্রত কোটি অন্তরে।।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান।
বুকের র* ক্ত ঢেলে, রেখেছি সবাই মিলে, মাতৃভাষার সম্মান।।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান।
এ মাটির বুক হতে, বাজবে সারা জগতে, বিশ্ব মানবতার গান।।

অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাধন বড় বেশি।
হিন্দু মুসলমান, বৌদ্ধ বা খ্রিষ্টান, বাঙালি পাহাড়ি এক দেশি।।

কেন তবে সংঘাত, কেন কীসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে।
সমরে বক্ষ পাতি, হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে।।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ।
ধন্য ধন্য আমি, সবার চাইতে দামী, বাংলা মাটির সন্তান।।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।
সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি, জীবন দিয়েছি কোরবান।।

ইঞ্চি ইঞ্চি মাটি, সোনার চাইতে খাঁটি, নগদ র* ক্ত দিয়ে কেনা।
কসম সেই খোদার, একটি কনাও তার, কেড়ে নিতে কেউ পারবে না।।

রঙ্গের তুলিতে আঁকা, সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি।
লক্ষ শহীদ গাজী, রেখেছে জীবন বাজী, করেছে স্বাধীন এই মাটি।।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ।
ধন্য ধন্য আমি, সবার চাইতে দামী, বাংলা মাটির সন্তান।।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।
সোনার জন্মভূমি, তোমার জন্য আমি, জীবন দিয়েছি কোরবান।।
কপি পোষ্ট

10/09/2024

তলে তলে রাষ্ট্রের
কোটি কোটি টাকা লুটপাট করে মুখে জাতীয় সংগীত আর লাল সবুজ পতাকাকে স্যালুট করলেই কি দেশপ্রেমিক হওয়া যায়?

10/09/2024

আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া।

স্পেনে ‘টমেটো ছোড়ার’ উৎসব‘লা টমাটিনা’ ইউরোপের দেশ স্পেনের একটি জনপ্রিয় উৎসব। এ আয়োজনে অংশগ্রহণকারী ব্যক্তিরা একে অপরের দ...
29/08/2024

স্পেনে ‘টমেটো ছোড়ার’ উৎসব
‘লা টমাটিনা’ ইউরোপের দেশ স্পেনের একটি জনপ্রিয় উৎসব। এ আয়োজনে অংশগ্রহণকারী ব্যক্তিরা একে অপরের দিকে টমেটো ছুড়ে মারেন। প্রতিবছর আগস্টের শেষ সপ্তাহে এ উৎসবে অংশ নিতে হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক স্পেনের ভ্যালেন্সিয়ার পশ্চিমাঞ্চলের বুনোল শহরে জড়ো হন। মেতে ওঠেন টমেটো ছোড়ার উৎসবে। এখন এই উৎসবকে বিশ্বের সবচেয়ে বড় ‘খাবারের লড়াই’ বলা হয়ে থাকে। এবারের আয়োজনে অংশ নিয়েছেন প্রায় ২২ হাজার মানুষ।

28/08/2024

ঘুষ আর দূর্নীতি বন্ধ করুন দেশ এমনিতে এগিয়ে যাবে।

কেউ দেশে পাঠায়, চোরেরা লুটেপুটে বিদেশে বাড়ি গাড়ি করে।
28/08/2024

কেউ দেশে পাঠায়, চোরেরা লুটেপুটে বিদেশে বাড়ি গাড়ি করে।

27/08/2024

টাকা পাচার টাকাও, দূর্নীতি হটাও

27/08/2024

দূর্নীতি রক্তে মাংসে মিশে গেছিল।

Address

Mostafapur
Madaripur

Telephone

+8801720593885

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manik tiles Malaysia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manik tiles Malaysia:

Share