
08/08/2025
📚 বিশ্ব বদলে দেওয়া এক আবিষ্কার! 🖨️
১৪৪০ সালে জোহানেস গুটেনবার্গ আবিষ্কার করেন মুভেবল-টাইপ প্রিন্টিং প্রেস — যার মাধ্যমে ইউরোপে প্রথম ১৮০টি বাইবেল ছাপানো হয়। এই আবিষ্কারই শুরু করে পুনর্জাগরণ যুগ, ছড়িয়ে পড়ে জ্ঞান ও শিক্ষা, আর বই হয়ে ওঠে সবার নাগালে।
মাত্র ৬০ বছরের মধ্যে ছাপা হয় ২ কোটি বই!
এটাই ছিল জ্ঞানের বিপ্লবের শুরু! 🌍✨
#জ্ঞান_হোক_সবার_অধিকার #ইতিহাস #পাঠাগার_প্রেমী