14/05/2023
পরিচিত এক ছোট ভাই এক্সি - ডেন্ট করেছে! খবর শুনে হাসপাতালে গেলাম ওকে দেখতে।
না, বেটার তেমন কিছু হয়নি। অবস্থা ভালোই। হাত-পায়ে সামান্য ব্য-থা পেয়েছে।
হাসপাতালে একটা মে-য়ের সুন্দর ফুটফুটে একটা মেয়ে হয়েছে। মে-য়েটা দেখতে এতো সুন্দর আর মায়াবী! দেখলেই কোলে নিতে ইচ্ছে করে!
কোলে নিয়ে মে-য়েটাকে আদর-টাদর করলাম। মে-য়ের মাটাও বেশ হাসিখুশি।
বাড়িতে এসে দেখি গমগমে অবস্থা! কিছুই বুঝতে পারছি না। ছোটোবোন কে জিজ্ঞেস করলাম," কী হয়েছে রে?"
"জানো না! কী হয়েছে? "
আমি উদাস দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, "বুঝতে পারছি না! "
ঠোঁট বাঁকিয়ে বলল, " ন্যাকা কিছুই জানে না! "
রুমে চলে গেল। কিছুই বুঝতে পারছি না! ঘটনা কী?
মায়ের রুমে গেলাম। মা মুখ গোমড়া করে বসে আছে। আমার দিকে একবার তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলো।" কী হয়েছে মা?"
কিছুই বলল না!
বাইরে এসে দেখি ফুফু এসেছে বাড়িতে। ফুফু আমায় দেখে বলল, "এমন কাজটা কেমনে করলি রে বাপ!"
কী কাজ করলাম রে বাবা? বন্ধু এক্সি - ডেন্ট করায় দেখতে গেলাম, এতে এমন কী হলো।
"কী হয়েছে বলো তো ফুফু?"
"থাক আর লুকাতে হবে না। সবাই জেনে গেছে। তোর ফুফা আসছে। ও আসলে সবাই মিলে দেখতে যাব।"
একটু অবাক হলাম। আমার বন্ধু এক্সি - ডেন্ট করেছে। সেটাও এত ভ/ য়ং/ কর কোনো এক্সি - ডেন্ট না। ওকে দেখার জন্য ফুফা ফুফু যাবে কেন?
না, বাড়ির সবার কী যেন হয়েছে কে জানে? যা করে করুক।
ফুফা এসে বলল, "আরে ইয়াংম্যান তুমি তো আমাকে হারিয়ে দিয়েছ!'
আমি উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলাম ফুফার দিকে।
"সবাই জেনে গেছে বলে হতাশ হচ্ছ। এতে তো ভালোই হলো।" হা হা হা
"কী জেনে গেছে ফুফা?"
"ন/ টি বয়! কী করে জানল বুঝতে পারছ না তা-ই তো? তোমার ফুফুই তো আমায় দেখাল তোমাদের ছবিটা। যাই বলো তোমার মে-য়েটা দেখতে বেশ হয়েছে! "
"আমার মে-য়ে কোথায় পেলেন!"
ফুফা মোবাইল বের করে ছবিটা দেখাল। একটা মে-য়ে কোলে দাঁড়িয়ে আছি আমি। পিছনে হাসপাতালের বেডে শুয়ে আছে একজন মহিলা। মানে বাচ্চার মা। সামনে একটা মে-য়ে যে সেলফিটা তুলেছে।
ক্যাপশনে লেখা খালা হলাম!🙂
~