মো তৌহিদুজ্জামান

  • Home
  • মো তৌহিদুজ্জামান

মো তৌহিদুজ্জামান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মো তৌহিদুজ্জামান, Digital creator, .
(7)

🎊আমি সকল ভাই বোনের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, আমাকে ভালোবাসা দিয়ে, আপনার লেখা কমেন্ট রাখবেন ,আপনকে যেনো ভালোবাসা দিতে পারি🥰
❤️‍06-08❤️
আলহামদুলিল্লাহ 💗

তরা মিডিয়া মানুষ হবি কবে বাচ্চা মারা গেছে ১৩০ এর উপর শিক্ষিকা  মারা গেছে,  সব মিলিয়ে ২৩০ এর উপর। লাশ পুরে চাই ১ঘন্টা আগে...
22/07/2025

তরা মিডিয়া মানুষ হবি কবে বাচ্চা মারা গেছে ১৩০ এর উপর শিক্ষিকা মারা গেছে, সব মিলিয়ে ২৩০ এর উপর। লাশ পুরে চাই ১ঘন্টা আগে পোস্ট দিস মৃত সংখ্যা ৩১ ছি ধিক্কার জানাই তরা ভাই মানুষ নস পশুর চেয়ে নিকৃষ্ট ছি

22/07/2025

Livevideos #শোক

স্থগিত স্থগিত😂  😤এইচএসসি স্থগিত 🥵আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর না কি সাংবাদিক ভাই!😥 এই রাত্র তিনটা বাজে কয় এইচএসসি পরীক্ষা ...
21/07/2025

স্থগিত স্থগিত😂
😤এইচএসসি স্থগিত 🥵

আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর না কি সাংবাদিক ভাই!😥
এই রাত্র তিনটা বাজে কয় এইচএসসি পরীক্ষা স্থগিত।
কেন রে ভাই আপনারা এতো পড়াশুনা করে উপরে বিভাগে চাকরি স্বদান বুঝিনা, ডিসিশন নিতে নিতে তিনটা বাজাইলেন 🫠
ভাবিকে ডিসিশন নেয়ার পরেও সময় দিতে পারতেন। 💅
আর ছাত্র সমাজ তোরা এতোক্ষন রাত্র জাইগা এই নিউজ শোনার অপেক্ষা থুইয়া, নিজেরাই না গেলেই পারতি দেখতাম তগো ছিড়ে কেডায়, এই জাতি জানে যে আমের থেকে আডি বড় 🫣
সেখানে তোরা আমের সিন্ডিকেট করলেই পারোস।

🌏আমার যতো জ্বালা সবে মাত্র মনিটাইজেশন পাইছি কিছু লিখলেই কইবি ভিউ ব্যাবসায়ী।
থাকুম না এই খানে 🙃🤨
ি

খুব কষ্ট লাগছে গুমোতে পারছিনাহ 😭😭
21/07/2025

খুব কষ্ট লাগছে গুমোতে পারছিনাহ 😭😭

“আজ থেকে আমাদের আর স্কুল নেই… টিফিন নেই… হোমওয়ার্ক নেই… 😭ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে আমাদের শৈশব, আমাদের স্বপ্ন।যে সন্ত...
21/07/2025

“আজ থেকে আমাদের আর স্কুল নেই… টিফিন নেই… হোমওয়ার্ক নেই… 😭

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে আমাদের শৈশব, আমাদের স্বপ্ন।

যে সন্তানরা একসময় বাবা-মায়ের কোলে খেলে বেড়াত, আজ তারা কোথায়?
কোথায় সেই হাসি, সেই কলরব?
আজ তারা খেলে বেড়ায় আলো-ছায়ার ওপারে…

আহ্ জীবন! কতটা নির্মম তুমি!
শুধু ১০ মিনিটের ব্যবধানে কত কিছু বদলে যায়…

এই বাংলাদেশে কি আমরা কেউ নিরাপদ?
আমাদের ভবিষ্যৎ কি শুধু অন্ধকার?

🚨 জরুরি রক্তের প্রয়োজন – উত্তরা, ঢাকা (মাইলস্টোন কলেজ এলাকা)আজ মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় বিমান দুর্ঘটনায় অনেকে গুরুতর...
21/07/2025

🚨 জরুরি রক্তের প্রয়োজন – উত্তরা, ঢাকা (মাইলস্টোন কলেজ এলাকা)

আজ মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় বিমান দুর্ঘটনায় অনেকে গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। এখনই জরুরি ভিত্তিতে রক্তদাতার প্রয়োজন!

❗ যা করতে পারেন আপনি:
👉 উত্তরা ও আশেপাশের নিকটবর্তী হাসপাতালে গিয়ে রক্তদান করুন
👉 আহতদের পাশে দাঁড়ান, সেবা দিন, সাহস দিন
👉 আপনি যেতে না পারলে অন্য কাউকে জানিয়ে দিন
👉 সবাই মিলে জীবন বাঁচাতে এগিয়ে আসুন!

🩸 রক্তদান করতে যান – নিচের যে কোনো হাসপাতালে:
1. ঢাকা মেডিকেল বার্ন ইউনিট
2. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
3. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
4. কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল
5. উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ
6. মনসুর আলী মেডিকেল কলেজ
7. উত্তরা বাংলাদেশ মেডিকেল
8. ক্রিসেন্ট হাসপাতাল

📍 নিকটবর্তী হাসপাতালসমূহ (উত্তরা, সেক্টর ৬–১১):
• Uttara Adhunik Medical College (Sector 9) – ৫০০ বেড, ICU
• Kuwait–Bangladesh Friendship Hospital (Sector 6) – ২০০ বেড, জরুরি বিভাগ
• Aichi Hospital (Sector 6) – স্থানীয় সাধারণ সেবা
• Al-Ahsraf General Hospital (Sector 4)
• Japan East West Medical College Hospital
• Medical College for Women – নারীদের জন্য বিশেষ হাসপাতাল

🤲 আপনার এক ফোঁটা রক্ত – কারো জীবনের শেষ আশার আলো হতে পারে।
আসুন, মানবতার পাশে দাঁড়াই।
আল্লাহ আহতদের দ্রুত আরোগ্য দান করুন।

#রক্তদান #জরুরি_রক্ত #উত্তরা #মানবতা 🩸

প্রান প্রিয় শিবচরবাসী সবাই সবার পরিচয় দিন 🎊দেখবেন শুরুটা সকালের মতো হবে মিষ্টি, ইনশাআল্লাহ। ☕
21/07/2025

প্রান প্রিয় শিবচরবাসী সবাই সবার পরিচয় দিন 🎊
দেখবেন শুরুটা সকালের মতো হবে মিষ্টি, ইনশাআল্লাহ। ☕

🎊আমাদের শিবচর,মাদারীপুরের গর্ব — কর্নেল শাহানুর ভাই🫡একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, একজন নির্ভীক নেতৃত্বের প্রতীক, আমাদে...
20/07/2025

🎊আমাদের শিবচর,মাদারীপুরের গর্ব — কর্নেল শাহানুর ভাই🫡

একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, একজন নির্ভীক নেতৃত্বের প্রতীক, আমাদের হৃদয়ের প্রিয় মানুষ — কর্নেল শাহানুর ভাই শুধু শিবচরের নয়, গোটা মাদারীপুরবাসীর গর্ব।

আপনার দৃঢ়তা, কর্তব্যনিষ্ঠা, বিনয় আর দেশমাতৃকার প্রতি অকৃত্রিম ভালোবাসা আজ লাখো তরুণের অনুপ্রেরণা। আপনি যেভাবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, ঠিক তেমনভাবেই আমাদের এলাকার সম্মান আর ভাবমূর্তিও উজ্জ্বল করেছেন।

আপনার মতো মানুষ সমাজে বিরল। আপনার মতো কর্মকর্তা থাকাটা শিবচরবাসীর জন্য আশীর্বাদ। আপনি আমাদের গর্ব, আপনি আমাদের প্রেরণা
।🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊 #বাংলাদেশ

আমি পাঁচ্চরের সফল কনটেন্টক্রিয়েটোর এর মধ্যে একজন 💞
19/07/2025

আমি পাঁচ্চরের সফল কনটেন্টক্রিয়েটোর এর মধ্যে একজন 💞

🎊আমাদের কাজ, আমাদের উন্নয়ন 🎊নতুন সম্ভাবনার দুয়ার খুলেসজীবতার নিঃশ্বাসে এগিয়ে চলছে বাংলাদেশ।
18/07/2025

🎊আমাদের কাজ, আমাদের উন্নয়ন 🎊
নতুন সম্ভাবনার দুয়ার খুলে
সজীবতার নিঃশ্বাসে এগিয়ে চলছে বাংলাদেশ।

🌟 আজকের একটি বিশেষ মুহূর্ত 🌟আলহামদুলিল্লাহ! আজ আমি প্রথমবারের মতো কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করেছি।এই যাত্রা সহজ ছিল না, ক...
18/07/2025

🌟 আজকের একটি বিশেষ মুহূর্ত 🌟

আলহামদুলিল্লাহ! আজ আমি প্রথমবারের মতো কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করেছি।
এই যাত্রা সহজ ছিল না, কিন্তু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা আর সহযোগিতায়। 🙏

ছোট ভাই সুমন—তোমার অবদান এই যাত্রায় অনস্বীকার্য। তুমি আমার জন্য যেভাবে চেষ্টা করেছো, সত্যিই তা আমার হৃদয় ছুঁয়ে গেছে। ❤️

আপনারা—আমার শ্রদ্ধাভাজন ফলোয়ার, শুভাকাঙ্ক্ষী ও পরিবার—আপনারা আমার পাশে ছিলেন, আছেন, আমি কৃতজ্ঞ।
ধন্যবাদ সবাইকে—এই ভালোবাসা আমার এগিয়ে চলার অনুপ্রেরণা।

📸 [ছবিটি আমাদের প্রথম সাফল্যের সাক্ষী]

আলহামদুলিল্লাহ আমিও পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশন ডলার ইনকাম হবে  #কন্টেন্টমনিটাইজেশন 🎊🎊
17/07/2025

আলহামদুলিল্লাহ আমিও পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশন ডলার ইনকাম হবে #কন্টেন্টমনিটাইজেশন 🎊🎊

Address


Alerts

Be the first to know and let us send you an email when মো তৌহিদুজ্জামান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মো তৌহিদুজ্জামান:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share