Joynul Jnu

Joynul Jnu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Joynul Jnu, Digital creator, Char Alimabad, Madaripur.

HM Rohan
04/01/2025

HM Rohan

27/10/2024

পরীক্ষার হলে এক বন্ধু খাতায় লিখলো,"প্ৰমথ চৌধুরী।"

দ্বিতীয় জ্ঞানী বন্ধু সেটা শুধরে নিজের খাতায় লিখলো,"প্রথম চৌধুরী।"

একেবারে একই রকম লিখলে কেমন দেখায়?? 🙄🙄
তাই তৃতীয় জ্ঞানী বন্ধু লিখলো,
"১ম চৌধুরী।"

চতুর্থ জ্ঞানী বন্ধু আরেকটু আলাদা করলো,
"এক ম চৌধুরী।"

পঞ্চম জ্ঞানী বন্ধু সেটাকে সংশোধন করে লিখলো,"একরাম চৌধুরী।"

দেখলেন তো,,,,আমাদের গল্পগুলো কিন্তু গাছের মত ডালপালা ছড়ায়,,,,😁

🤣🤣🤣🤣🤣🤣

09/10/2024

সফলতা এমনি এমনি ধরা দেয় না, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অর্জন করতে হয়।থাকে অনেক বাধা বিপত্তি।।।।।

23/09/2024
চাকরির বয়স ৩৫ না করে ২৫ করা উচিত। অনেক আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে বয়স ৪০ হলে তাদের দ্বারা আর কাজ...
18/09/2024

চাকরির বয়স ৩৫ না করে ২৫ করা উচিত।
অনেক আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে বয়স ৪০ হলে তাদের দ্বারা আর কাজ চলে না। ২৫ বছরে একজন যুবক যে কাজ করতে পারে ৪০ বছরে তার পক্ষে সে কাজ করা আর সম্ভব না। সেনাবাহিনীর চাকরির সিস্টেমটা ফলো করা উচিত। তবে শিক্ষা পদ্ধতির পরিবর্তন আনা উচিত। এস এস সি পরে ৫ বছরের কোর্স চালু করা উচিত।।।

16/09/2024

সংবিধান পুনঃ লিখন কিংবা সংশোধন না করে জাতীয় নির্বাচন দিলে দেশ আবার গভীর সংকটে পড়বে।সেখানে ঝরে যাবে আবার হাজার হাজার প্রান!!!!

12/09/2024

মজুরি ভিত্তিক আনসারদের জেলে দিয়ে মুখে ঈমানী কথা।।তাদের ফ্যামিলির কথা চিন্তা করে জামিন দেয়া উচিত।। এরা সবাই নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা।।

পঙ্গু ছাত্রলীগ নেতাকে পি*টিয়ে হ*ত্যা! টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরি, সভ্যতার চরম শিখরে বিশ্ব।  অবিশ্বাস লাগছে এক ছেলেকে হত্যা...
12/09/2024

পঙ্গু ছাত্রলীগ নেতাকে পি*টিয়ে হ*ত্যা!
টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরি, সভ্যতার চরম শিখরে বিশ্ব। অবিশ্বাস লাগছে এক ছেলেকে হত্যা করা হলো, সে তার শিশু বাচ্চার জন্য ঔষধ কিনতে গেছিলো, ওই বাচ্চা যখন বড় হবে, তার মানসিক ঘৃণা রুখবে কে..? কেন তার বাবাকে হত্যা করা হলো, রাজনীতি করে বলে.? এ কেমন রাজনীতি, হিংসা প্রতিহিংসা তাই না.! তাহলে পার্থক্য কোথায়.?? নতুন স্বাধীন দেশে এমন বীভৎসতা বিবেকবান মানুষ সহ্য করবে! বিগত দিনে করেনি বলেই গণ গণঅভ্যুত্থান হয়েছে।
কোন দিকে যাচ্ছেন আপনারা, এর দায় কে নিবে আমি /আপনি..? এমন ঘৃণিত কলংকিত ঘটনা বরদাশত করা হবে না। ধিক্কার জানাই এমন ঘটানার। খুনীদের বিচার চাই দৃষ্টান্তমূলক, তবেই ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের আত্মদান সফল ও সার্থক হবে।
নিষ্ঠুর পৈশাচিকতা!! আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা এই ধরনের বর্বরতা দেখাচ্ছে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করা হোক!

পারিবারিক ক্রিকেট বোর্ড (পিসিবি)।।।।
26/08/2024

পারিবারিক ক্রিকেট বোর্ড (পিসিবি)।।।।

Address

Char Alimabad
Madaripur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joynul Jnu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share